আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।
আজ নিয়ে আসলাম সম্পুর্ণ আলাদা একটি অ্যাপ ।আমরা অনেকেই হয়তো সিনেমায় দেখি যেমন মানুষ উলটা দিকে হেটে যাচ্ছে বা বোতল থেকে পানি ঢালছেন কিন্তু পানি পরছে না বরং পানি বোতলে আরো ঢুকছে।আবার দেখা যায় একটা মানুষ হঠাৎ করেই হাওয়া হয়ে যায়।আর এগুলো করতে কম্পিউটারের প্রয়োজন নাই আপনার ফোন দিয়েই হবে।
এই অ্যাপ দিয়ে আপনি ভিডিও করে তাতে বিভিন্ন FX দিতে পারবেন আবার সাউন্ড ও লাগাতে পারবেন।
অ্যাপ সম্পর্কে তেমন কিছু বলার নাই। অ্যাপটির কাজ হিসেবে ৩৩ মেগাবাইট কোন ব্যাপার না।আমি মনে করি বিভিন্ন প্রকার মজার ভিডিও বানানোর জন্য অ্যাপটির জুরি নেই।
ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?
তাহলে ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।
অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।
এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।
The post আসুন কিছু ভিডিও FX বানানো যাক একদম সিনেমা স্টাইলে,তবে হ্যা পিসি লাগবে না আপনার হাতের এন্ড্রোয়েট ফোন হলেই হবে।মজার একটি অ্যাপ। appeared first on Trickbd.com.