অ্যাপটি ঠিক এর নামের মতই কাজ করে থাকে, আসলেই এটি
একটি চমৎকার ক্যামেরা অ্যাপ। অ্যাপটিতে রয়েছে বেশ কিছু
চমৎকার ফিচার যেগুলোর মধ্যে অন্যতম ফিচার হচ্ছে
বেস্টশট ফিচারটি যা আপনার জন্য অনেকগুলো ছবি তুলে
সেই ছবিগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো ছবিটি
আপনাকে দেখাবে।
এছাড়াও অ্যাপটিতে রয়েছে বেশ ভালো মানের টিউন-
প্রসেসিং ফিচার এবং মজার বিষয় হচ্ছে এই ক্যামেরা
অ্যাপলিকেশনটির মাধ্যমে আপনি রিয়েল টাইম এইচডিআর ভিডিও
রেকর্ড করতে পারবেন। যদিও এই অ্যাপলিকেশনটির
বেশিরভাগ চমৎকার ফিচারগুলোই আপনাকে ইন-অ্যাপ পারচেজ
সুবিধার মাধ্যমে কিনে নিতে হবে।
তবে আপনি যদি অনেক ছবি তুলতে পছন্দ করে থাকেন
এবং কিছুটা ইনভেস্ট করতে চান এর পেছনে তাহলে আমি
মনে করি অ্যাপটি কিনে আপনি মোটেও ঠকবেন না।
ডাউনলোড লিংক:
↧
স্মার্টফোনের জন্য সেরা একটি ক্যামেরা অ্যাপ
↧