Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 6485

এবার এন্ড্রয়েড দিয়েই ভিডিওর ব্যাকগ্রাউন চেঞ্জ করুন।আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বসিয়েদিন আপনার ইচ্চেমত লুকেশন।

$
0
0

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশাকরি সবাই
ভালই আছেন। আমিও আল্লাহ তালার রহমতে ভাল আছি।
আজ আপনাদের দেখাবো,
কিভাবে এন্ড্রয়েড মোবাইল দিয়ে হলিউড ছবির মত
ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন।
আমরা অনেকেই হলিউডের বা বলিউডের মুভিতে দেখি
অভিনেতারা বিভিন্য উচ্চতা থেকে লাফদিয়ে থাকেন।
বা দেখাযায় তারা আকাশে উরছে এগুলা
মুলোত তারা, একটি স্টুডিওতে করে থাকে। পুরো
স্টুডিওটি গ্রিন কালার পর্দা দিয়ে ঢাকা থাকে। তারা
শুধু স্টুডিওর ভেতোরে পরিচালোকের নির্দেশনা অনুযাই
সুটিং করেথাকেন। তারপর কম্পিউটারের সাহায্যে তারা
ব্যাকগ্রাউন্ডে বিভিন্য স্পেশাল ইফেক্ট যোগ করে
থাকেন।
তবে আমাদের মতো আম জনতার কাছে যেহেতু স্টুডিও নাই
তাহলে?

তাহলে আমরা কিভাবে সুটিং করতে পারি?

এখন আমি আপনাদের সরাসরি (মেড ইন বাংলাদেশি)
সিস্টেমটার কথা বলবো।
আপনি আপনার নিকোটবর্তি কাপরের দোকানে যান এবং
২গজ গ্রিন কালারের কাপর কিনুন দাম বড়যোর ১০০ থেকে
১২০ টাকা নেবে। তারপর আপনি কাপরটা কিছুর সাথে
টাঙ্গিয়ে মোবাইলের ক্যামেরা বা যেকোন ক্যামেরা
দিয়ে সুটিং করেনিন। মনে রাখবেন আপনি যাকেই
ভিডিও করবেন তার ব্যাকগ্রাউন যেন গ্রিন কালার হয়।
বেস হয়েগেলো সুটিং। তারপর কিভাবে সহয ভাবে
ভিডিওটা এডিট করবেন।

প্রথমেই সফটয়ারটি ডাউনলোড করেনিন।
KineMaster – Pro Video Editor

সৌজন্যেঃ নিত্য নতুন টিপস পেতে
নিয়মিত
TrickzBD.GQভিজিট করবেন এবং
সবচেকম টাকায় সাইট তৈরী
করে টাকা ইনকাম করুন

স্বল্পমুল্যে ওয়াপসাইট বানিয়ে ঘরে বসেই
প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে
কল করুন। 01700535894


Viewing all articles
Browse latest Browse all 6485

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>