Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 6485

প্রযুক্তি সম্পর্কিত সব ধরনের আপডেট পান আপনার ফোনে.. প্রযুক্তি এখন হাতের মুঠোয়(TrickbdV3)

$
0
0

আসসালামুআলাইকুম

সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে ট্রিকবিডি এন্ডয়েড এপ এর নতুন এবং স্বয়নম্পূর্ন ভার্সন আজকে প্লে ষ্টোরে রিলিজ পেয়েছে ।

ট্রিকবিডি সম্পর্কে যারা জানেন না কিন্তু এই পোষ্ট পড়ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ট্রিকবিডি বাংলাদেশের মোবাইল ভিত্তিক প্রযুক্তি সম্পর্কিত জনপ্রিয় একটি ওয়েবসাইট অথবা জ্ঞানের ভান্ডার ।

ট্রিকবিডি আগের ভার্সন রিলিজ এর পর অনেকেই কমপ্লেইন করেছিলেন অই ভার্সন থেকে পোষ্ট, কমেন্ট করা যায় না । কিন্তু নতুন ভার্সনে সেই সব সমস্যাই সমাধান করে হয়েছে …  চলুন দেখা যাক নতুন ভার্সনে কি কি থাকছে 😀

** ট্রেইনার দের জন্য পোষ্ট সিষ্টেম… এখন ট্রেইনার রা খুব সহজেই এপ থেকে নতুন পোষ্ট করতে পারবেন, আগের পোষ্ট আপডেট, ডিলেট করতে পারবেন।

** ট্রিকবিডি তে আইডি থাকলে যেকোন ইউজার পোষ্ট এ কমেন্ট করতে পারবেন

** এপ এ রয়েছে একটি সুন্দর ইন এপ ব্রাউজার যার ফলে আপনাকে নতুন কোন ব্রাউজার ওপেন করে এপ এর লিংক ওপেন করা লাগবে না।

** ইন এপ মিউজিক প্লেয়ার এর মাধ্যমে যেকোন অডিও গান শুনতে এবং ডাওনলোড করতে পারবেন

** ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস যেটা সবাই ই পছন্দ করবেন আশা করা যায়

সাথে ছোট বড় আরো অনেক ফিচার এড করা হইছে যেটা আপনার প্রযুক্তি বিষয়ক জ্ঞান কে আরো অনেকাংশে বাড়াতে সাহায্য করবে

 

আর একটি গুরুত্বপূর্ন ব্যপার হলো এপটির পিছনে মূলত আমি এবং ট্রিকবিডির আরেক এডমিন নাসির কাজ করেছে 😀

সুতরাং এইটা যে ১০০% দেশী প্রোডাক্ট সেই বিষয়ে সন্দেহ নাই 😉

ডাওনলোড লিংকঃ

(আপডেট জনিত কিছু সমস্যা থাকায় আপাতত আগের এপ টা আনইনষ্টল করে নতুন টা ইনষ্টল করুন )

প্লে ষ্টোর লিংক ~ TrickBD – Know For Sharing

প্লে ষ্টোরে আপডেটেড ভার্সন না পেলে

ডাইরেক্ট ডাওনলোড লিংক ~ Trickbd.apk

স্ক্রিনশুটঃ

 

 

এপ টি ভালো লাগলে  বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না…  😀


Viewing all articles
Browse latest Browse all 6485

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>