আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।আমরা অনেক এই আমাদের নিজের এলাকার পোষ্ট কোড জানি না এবং আইডি র্কাড এ থাকলে ও তা অনেক সময় বদলে যায়।যেমন আমাদের আগে পোষ্ট কোড ছিল 6403 আর এখন 6596।তো যাই হোক এবার কাজের কথায় আসা যাক।আপনাদের পোষ্ট কোড জানার জন্য দুই টি অ্যাপ সেয়ার করব যায় মাধ্যমে যে কোন এলাকার পোষ্ট কোড জানা যাবে।তো চলুন নিচে সেই দুই টি অ্যাপ এর কাজ বর্ণনা করা যাক।
এই অ্যাপ এ ডুকে আপনি অনেক গুলো এলাকার নাম দেখতে পাবেন।
আপনি যদি কষ্ট করে বেশি খঁজাখুজি না করতে চান।তাহলে সার্চ এ ক্লিক করে আপনার এলাকার নাম দিয়ে দেন।তারপর দেখুন পোষ্ট কোড চলে এসেছে।
প্রথমে অ্যাপ টি অপেন করে যে কোন জায়গা তে ক্লিক করুন।
তারপর catalog অপশন এ ক্লিক করুন।
এখন আপনার এলাকার নাম সিলেক্ট করুন।
তারপর দেখতে পাবেন আপনার এলাকার সব পোষ্টাল কোড।
তো পেয়ে গেলেন আপনার এলাকার পোষ্ট কোড।পোষ্ট ভালো লাগলে সেয়ার এবং মন্তব্য করুন
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং ট্রিকবিডির সাথেয় থাকবেন।আল্লাহ্ হাফেজ।