Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 6485

নিয়ে নিন স্ক্রিন টাচ ব্লক করার সেরা অ্যাপ আর আপনার স্ক্রিন কে ব্লক রেখে ফোনটিকে শিশু বা বন্ধুদের হাত থেকে নিরাপদ রাখুন।

$
0
0

যাদের বাসায় ছোট শিশু আছে সেসব শিশুদের হাতে আপনার স্মার্টফোন টি গেলে তারা সেটি নিয়ে বিভিন্ন গবেষণা করে সেটের বারোটা বাজিয়ে ছাড়েন!!এছাড়া আপনি Youtube বা কোথাও স্ট্রিমিং করে ভিডিও দেখতেছেন হঠাৎ কারো টাচ লেগে বা ছোট বাচ্চার টাচে সেটি চলে গেলো এমনিভাবে উল্টাপাল্টা টাচ লেগে বিভিন্ন সমস্যা হতেই পারে।কিন্তু যদি আপনার স্মার্টফোনের টাচ ব্লক করা থাকে তাহলে?মানে স্ক্রিনে হাজার টাচ করলেও যদি সেটা কোন রেস্পন্স না করে তাহলে কেমন হয়!অবশ্যই ভাল হয় তাইনা?নিশ্চিন্তে যেকোন কাজ করতে পারবেন।
Screenshot_2015-12-02-04-25-39
শিশুরা ব্লক করা ফোনটিকে লেখার সিলেট হিসেবে ব্যবহার করলেও
টাচ প্যানেল সেটা গ্রহণ করতে পারবেনা!!
সো বুঝতেই পারছেন অ্যাপটির কার্যকারিতা? তাহলে আর দেরী কেনো এখুনি ডাউনলোড করে নিন মাত্র ৪ এম্বির এই টাচ ব্লোকার অ্যাপটি”

━━━━━━━━━━━━
ডাউনলোড লিংক:Download Touch Blocker
━━━━━━━━━━━━

ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে প্রবেশ করে #Create_Download_Link এ ক্লিক করুন।প্লেস্টোর বা অন্য ট্যাব অপেন হলে ব্যাক করে আবার Create Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

ইন্সটল করেই ব্যবহার করতে পারবেন।নোটিফিকেশন প্যানেলে এটি থাকবে সেখানে ক্লিক করলেই স্ক্রিন লক হয়ে যাবে।আবার স্ক্রিনের উপর কয়েকবার ক্লিক করলে ব্লক ছেড়ে যাবে।ভাবছেন দূর্বল সেটিং? কিন্তু তা নয়।আপনি সেটিং থেকে ইচ্ছানুযায়ী পরিবর্তন করে নিলেই এর প্রকৃত উপকারিতা বুঝতে পেরে যাবেন।

আমার সাইট

The post নিয়ে নিন স্ক্রিন টাচ ব্লক করার সেরা অ্যাপ আর আপনার স্ক্রিন কে ব্লক রেখে ফোনটিকে শিশু বা বন্ধুদের হাত থেকে নিরাপদ রাখুন। appeared first on Trickbd.com.


Viewing all articles
Browse latest Browse all 6485

Trending Articles