Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 6485

DSLR camera মতো জুম করে নিয়ে আসুন দূরের যে কোনো বস্তুকে

$
0
0

আশা করি সাবাই ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে দারুন একটি
জুম ক্যামেরা নিয়ে হাজির হয়েছি।
বন্ধুদের DSLR দেখলে আমাদের ও
সবার কম বেশি শখ হয় যে DSLR কিন্তে।
কিন্ত আমরা সবাই তো কিনতে পারিনা,
তাই বলে কি বসে রয়ইবো, না।আমরা ও DSLR
ব্যবহার করে যে কোনো কিছু জুম করবো।
আগেই বলে রাখি এটা কিন্তু জুম ক্যামেরা শুধু জুম হবে।
কিন্তু Background change হবে না।
বাজারে পাওয়া যায় ৮ গুন জুম লেন্স যার দাম ৮০০ টাকা আর ১২ গুনের দাম ১২০০ টাকা।এত টাকা খরচ করার কি দরকার।আমাদের মোবাইলে ক্যামেরায় ডিফল্ট ভাবে
৪গুন জুম হয়।কিন্তু এতে আমার সন্তষ্টু নয় তাই
একটি মাত্র অ্যাপসের মাধ্যেমে আমরা সব কিছু জুম করবো
কোনো প্রকার ঝামেলা ছাড়া।
অনেক বকবক করে ফেলাম তো চলুন শুরু করা যাক।

1.Step:camera টা ওপেন করুন।

2.Step:তারপর Start Camera তে ট্যাব করুন।

3.Step:এবার + আইকনে চাপুন আর দেখেন শুধু জুম
আর জুম আর
— আইকনে চাপলে জুম কমে যাবে।

4.Step:দেখেন শহিদ মিনার টি ডিফল্ট ক্যামেরা দিয়ে জুম করা। আর জুম হচ্ছে না।

5.Step:কিন্তু এবার দেখেন শহিদ মিনার টি আগের থেকে অনেক জুম হয়েছে।আর জুম হয়,ব্যবহার করলে বুঝতে পারবেন।

এখান থেকে ডাউনলোড করুন
দি:দ্র:এটা শুধু DSLR Camera মতো জুম হবে অন্য কিছু হবে না।
নিত্য নতুন ট্রিক পেতে ট্রিকবিডির
সাথে থাকুন।
Trickbd Lover
I love u trickbd


Viewing all articles
Browse latest Browse all 6485

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>