বেশি কথা বলব না, JUST SCREENSHOOT ফলো করুন
প্রথমে ‘ Audio Tager ‘ Apps টা playstor থেকে Download করে নিন। আর হ্যা কেও বাজে কমেন্ট করবেন না, ট্রিকবিডি তে এটাই সমস্যা। এই পোষ্ট টি শুধু যারা জানেন না, তাদের জন্য। বেশিজানতারা চুপ করে বসে থাকেন। এটা শুধু নতুনদের জন্য
- প্রথমে এপ্সটি ওপেন করুন
- তারপর BROWSE এ ক্লিক করুন
- তারপর আপনার ফোল্ডার গুলোন মার্ক করুন। যে ফোল্ডারে গান রয়েছে।
- আমি সরাসরি ডাইরেক্টরি থেকে মেমোরি কার্ড বা ফোন মেমোরি সিলেক্ট করি। এর মাধ্যমে পুরো মেমোরিতে যত গুলো গান রয়েছে সবগুলা হয়ে যায়।
- এরপর TAG এ ক্লিক করুন
- তারপর আপনার Album, Artist, Title ইত্যাদি দিয়ে দিন। আমার ওই ফোল্ডার গুলোতে মাত্র ৬৬১ টি গান রয়েছে আপনাদের যতটি থাকবে ততটি সো করবে
- এবার Photo Add করার জন্য Artwork এ ক্লিক করুন
- তারপর আপনার পছন্দের Font Picture অর্থাৎ ছবিটি Add করুন।
- এবার Remove Existing এ ক্লিক করে OK করে দিন।
ব্যস আপনার কাজ শেষ, এবার একটু কিছুক্ষন অপেক্ষা করুন। আর হ্যা এই এপ্সটার সুবিধা হল এটা ট্যাগ ইডিট করতে খুব বেশি সময় নেয় না। ধন্যবাদ সবাইকে আমার পোষ্ট টি পড়ার জন্য। সবাই ট্রিকবিডির সাথেই থাকবেন, আর দোয়া করবেন যাথে নতুন নতুন ট্রিক্স নিয়ে হাজির হতে পারি। যদিও এটা পুরাতন ট্রিক্স। শেয়ার করতে চাইছিলাম না। কয়েকজন রিকুয়েস্ট করেছিল তাই করলাম।
ফেসবুকে আমি।