Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 6485

ফেইসবুকে একটু অন্য স্টাইলে ম্যাসেজ পাঠিয়ে চমকে দিন আপনার বন্ধুকে..!!

$
0
0

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আমি আপনাদের মাঝে যে এপটি শেয়ার করবো,তার মাধ্যমে আপনারা আপনার লিখাকে কনভার্ট করে ইমোজিতে রূপান্তর কর‍তে পারবেন এবং ফেসবুকে তা ম্যাসেজ আকারে পাঠিয়ে আপনার বন্ধুদের সাথে মজা নিতে পারবেন!

তাহলে কথা না বাড়িয়ে, চলুন কাজে নেমে পড়ি
প্রথমে Play Store থেকে Emoji Letter Maker
এপটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে এবার এপটিতে প্রবেশ করুন এবং চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার WELCOME লিখাটি কেটে দিয়ে আপনার ইচ্ছেমতো কিছু লিখুন।
যেমন আমি আমার নিজের নাম (RIPON) লিখলাম।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবারে নিচের দিকে লক্ষ্য করুন আমার নামটি লিখার সাথে সাথে অটোমেটিক ইমোজিতে রূপান্তরিত হয়েছে।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার পুরো লিখাটি সিলেক্ট করে কপি করে নিন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার আপনার ম্যাসেজটি ফেইসবুকে যার কাছে পাঠাতে চান, তাকে শুধু আপনার কপি করা লিখাটি গিয়ে পেষ্ট করে সেন্ড করে দিন।
আর দেখুন মজা!!!
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

ব্যাস হয়ে গেল! এভাবে আপনি ইচ্ছেমত আপনার লিখা কনভার্ট করতে পারবেন এবং আপনার বন্ধুদের এই ম্যাসেজ পাঠিয়ে বোকা বানাতে পারবেন।

আগামী ১১ তারিখ থেকে আমার (ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার) এর পরিক্ষা শুরু।
তাই ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সুস্থ থেকে প্রত্যেকটা পরিক্ষা ভালোভাবে দিতে পারি।

তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।


যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ


Viewing all articles
Browse latest Browse all 6485

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>