আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
তো আবার আপনাদের মাঝে একটি ট্রিক নিয়ে হাজির হলাম।
ট্রিকবিডিতে এমন ইউজার খুজে পাওয়া মুশকিল যারা My GP App ব্যবহার করেনা।
তাই আলাদা করে আর ডাউনলোড লিংক দিলাম না।
টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের টপিক কি বিষয়ে।
আজ আপনাদের দেখাবো আপনার জিপি সিম কতোদিন আগে একটিভ করা হয়েছে।
তো চলুন শুরু করা যাক
প্রথমে আপনার ফোনে ইন্সটল করা My GP App টি Open করুন।
তারপর, নিচের স্ক্রিনশটের মতো দেখানো GpStar লেখাটিতে ক্লিক করুন।
আর কিছুই করতে হবেনা। দেখুন আপনার সিমের একটিভ হওয়ার তারিখ দেখাচ্ছে।
এটা খুবই সিম্পল একটা ব্যাপার। সিমের একটিভ হওয়ার তারিখ দেখার জন্য এর থেকে সহজভাবে মনে হয়না কোনো ট্রিক আছে।
তবুও কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ, সাথে থাকার জন্য।
↧
আপনার সিম কতোদিন আগে একটিভ করা হয়েছে, দেখুন MyGP এর সিম্পল ১টা ট্রিক দিয়ে
↧