Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 6485

প্রেমিকার মোবাইলে শুধু আপনি ছাড়া আর কেউ কোনো দিন ও Call দিতে পারবে না।

$
0
0

হ্যালো বন্ধুরা

আশা করি সবাই অনেক অনেক ভালো
আছেন।

আজকে আমি আপনাদের দেখাবো যে প্রেমিকার / বউয়ের মোবাইলে শুধু আপনি
ছাড়া আর কেউ কখনো কল দিতে পারবে না।এ ছাড়া আপনার পরিবারের মোবাইলে ও অচেনা নাম্বার থেকে কল দিতে পারবে না এবং বিরক্ত ও করতে পারবে না।শুধু আপনার সেভ করা নাম্বার থেকে কল আসবে অন্য নাম্বার থেকে কল আসবে না।তো চলুন শুরু করা যাক–

প্রথমে আপনি playstore থেকে এই
অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।

অ্যাপসটি ওপেন করুন এবং Whitelish এ যান।

add contact যান।

নিউতে যান।

নিচের মতো করে সেভ করুন।

তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি নাম্বার সেভ করে দিয়েছি।এখন নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারস কল দিতে পারবেন মনে রাখবেন এখানে যত গুলো নাম্বার add থাকবে শুধু সেই নাম্বারের কল গুলো আসবে অচেনা নাম্বার থেকে কল আসবে না।

একটু পেছনে গিয়ে এই call settings এ যান।

Blocked all calls টিক দিয়ে দিন। ব্যাস কাজ শেষ।

এখন আর অচেনা নাম্বার থেকে কোনো কল আসবে না আপনার প্রেমিকার / বউয়ের মোবাইলে এবং আপনার পরিবারের মোবাইল কল দিতে পারবে না।
আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি নাম্বার সেভ করে দিয়েছি।এখন সেভ করা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারস কল দিতে পারবেন মনে রাখবেন এখানে যত গুলো নাম্বার add থাকবে শুধু সেই নাম্বারের কল গুলো আসবে অচেনা নাম্বার থেকে কল আসবে না।

উক্ত পদ্ধতি অনুসরণ করে আপনার
প্রেমিকা বা বউ কে বাঁচাতে পারেন।

এর পর ও যদি না বুঝেন তাহলে নিচের ভিডিও টা দেখতে পারেন।

আর হ্যা বন্ধু সময় পেলে আমার চ্যানেলে গিয়ে একটা Subscribe করে আসবেন। {ধন্যবাদ}

যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে
ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্ব।


Viewing all articles
Browse latest Browse all 6485

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>