Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 6485

এখন আর পেপারে নয় স্মার্টফোনেই সমাধান করুন বুদ্ধিবৃত্তিক খেলা সুডোকু।

$
0
0

সুডোকু ছোট থেকে বড় সবার কাছেই প্রায় সমান জনপ্রিয়।

পত্রিকার পাতা ওপেন করলেই দেখতে পাওয়া যায় সুডোকু এর মহা আয়জন।

মাথার ধুসর পদার্থে গুলোকে একটু নাড়াচাড়া দিতে চাইলে সুডোকু হচ্ছে একটি আদর্শ খেলা।

এই সুডোকু ছকে ৯X৯=৮১টি ঘর আছে। এই ৮১টি ঘর আবার ৯টি ছোট ছোট বর্গে বিভক্ত।

প্রতিটি ছোট বর্গে ৯টি করে ঘর আছে, খেলার শুরুতে কিছু কিছু ঘরে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা গুলোর কয়েকটি বসানো থাকে।

বেশী সংখ্যা বসানো থাকলে সমাধান করা সহজ, তবে যত কম সংখ্যা শুরুতে বসানো থাকবে সমাধান করা তত কঠিন হবে।

তবে এই সুডোকু এখন আর প্রতিদিন একটি করে সমধান করার আশায় এখন আর বসে থাকতে হবে না।

ইচ্ছে করলে এখন যে কোন সময়েই আপনার বুদ্ধি পরিক্ষা করে নিতে পারেন আপনার স্মার্টফোনে।

এর জন্য আপনার একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

অ্যাপটির কিছু স্কিনসট দেখে নিন:-







অ্যাপটি ভালো লাগলে প্লে-স্টোর অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক

ধন্যবাদ।


Viewing all articles
Browse latest Browse all 6485

Trending Articles