Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6485

WiFi দিয়ে Display শেয়ার করুন। সফটওয়্যার ছাড়াই।

টাইটেল দেখে অনেক টা বুঝতে পেরেছেন,

বাকি টা বুঝতে চাইলে পোস্ট টা সম্পুর্ন পড়ুন।


এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি একটা মোবাইলের স্ক্রিন অন্য মোবাইলে শেয়ার করবেন।

এর জন্য সফটওয়্যার এর প্রয়োজন নেই। তবে আপনার মোবাইলের সেটিং>ডিস্প্লে সেটিং এর একেবারে নিচে কাস্ট নামের কোনো অপশন আছে কিনা দেখুন।

Image may be NSFW.
Clik here to view.

Image may be NSFW.
Clik here to view.

 

 

যদি থাকে, তাহলে কাজ হবে, আর না থাকলে এই পোস্ট টি আর দেখার দরকার নেই ব্রো।

 

 


 

নিচে দেখুন আমি দুইটা মোবাইল দেখাচ্ছি

Image may be NSFW.
Clik here to view.

 

 

সাদা মোবাইল টির ডিস্প্লে আমি কালো মোবাইল টি তে শেয়ার করবো।

 

দুইটা মোবাইলের Setting এ যান,

তারপর Display Setting এ যান।

নিচের Cast অথবা Cast Screen এ যান।

Image may be NSFW.
Clik here to view.

 

এখান থেকে এটা Enable করে নিন।

Image may be NSFW.
Clik here to view.

Image may be NSFW.
Clik here to view.

 

যে মোবাইল টি দিয়ে আপনি অন্য মোবাইলের ডিস্প্লে দেখতে চান, সেই ডিভাইজের Discoverable By Others এ টাচ করুন।

 

Image may be NSFW.
Clik here to view.

এইবার যে মোবাইলের ডিস্প্লে শেয়ার করতে চান, সেই মোবাইলে দেখুন আপনার আগের মোবাইলের ডিস্প্লে শো করছে, সেটা তে টাচ করুন।

Image may be NSFW.
Clik here to view.

এইবার যে মোবাইল দিয়ে অন্য মোবাইলের ডিস্প্লে দেখতে চাচ্ছেন। সেই মোবাইলে দেখুন একটা কমান্ড ফাইল এসেছে। সেটা Accept করুন।

Image may be NSFW.
Clik here to view.

 

দেখুন ডিস্প্লে শেয়ার হচ্ছে।

Image may be NSFW.
Clik here to view.

 


 


এইবার আরেকটা বিষয়।

মনে করুন আপনি কোনো অনুষ্ঠানে আছেন। যেখানে ব্লুটুথ মাইক্রোফোন নেই।

এই যে একটা মোবাইলের ডিস্প্লে আরেকটা মোবাইলে শেয়ার করছেন, এই সিস্টেমেই আপনি মোবাইল দিয়ে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন।

আমি একটা সফটওয়্যার দিচ্ছি। নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। 

 

Live Mic

 

যে মোবাইলের ডিস্প্লে শেয়ার করতে চাচ্ছেন, সেই মোবাইলে ইন্সটল করুন।

এইবার যে মোবাইলে আপনি অন্য মোবাইলের ডিস্প্লে দেখছেন, সেই মোবাইল টি বক্সে কানেক্ট দিন। মানে কোনো কিছু প্লে করলে যেনো বক্সে বাজে।

আর অপরদিকে আপনার যে মোবাইল টির ডিস্প্লে শেয়ার করছেন, সেই মোবাইল টি তে হেডফোন লাগিয়ে মোবাইল টি পকেটে রাখুন।

তবে পকেটে রাখার আগে লাইভ মাইক অ্যাপ টা ওপেন করে Run করে রাখবেন।

এইবার আপনি দূর থেকে কথা বলুন।

দেখুন দূরে সেই বক্সে আপনার এই মোবাইলের ইনপুট হওয়া সাউন্ড শোনা যাচ্ছে, যেই মোবাইল টি স্ক্রিন শেয়ার Accept করছে এবং সাউন্ড বক্সে কানেক্ট করা আছে।


এতক্ষনে বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন। ক্লিয়ার হয়ে যাবেন।

 

ভুলত্রুটি মার্জনা করবেন।


পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।

  • যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
  • আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।

প্রায় ৬৫+ ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল *এখানে*

ফেইসবুকে আমি

আল্লাহ হাফেজ


Viewing all articles
Browse latest Browse all 6485

Trending Articles