Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all articles
Browse latest Browse all 6485

যে কোন ছেলে/মেয়েদের সাথে ডুয়েট ভিডিও তৈরি করুন | How to make duet video in musically – bangla tutorial

$
0
0

আশা করি সকলে ট্রিকবিডির সাথে ভালই আছেন। আজ আমি আপনাদের শিখাব

কিভাবে আপনারা musically বা musical.ly এর ফানি ডুয়েট ভিডিও তৈরি করবেন।

How to make musically duet funny video | bangla tutoria.



প্রায় সবাই হয়ত জানেন এই মিউজিক্যাল ভিডিও কি! কারন এখন ইউটিউব ফেইসবুক সব জায়গাতেই এইটা নিয়ে মাতা মাতি ☺

আর যারা এখনো জানেন না যে, এই মিউজিক্যাল ভিডিও টা কি তাদের জন্য এক বালতি সমবেদনা😘

যাই হোক পোস্টের শুরুতেই আপনাদের জন্য একটা মিউজিক্যাল ভিডিও দিচ্ছি সবাই দেখে নিন। তাহলেই বুঝে যাবে এই মিউজিক্যাল ভিডিওটা আসলে কি!!

ভিডিও –

এইবার তো সকলে বুঝে গেলেন যে, আসলে মিউজিক্যাল ভিডিও টা কি। এখন আপনি চাইলে, আপনিও এরকম ছেলে/মেয়েদের সাথে কথা বলে ফান্নি ভিডিও তৈরি করতে পারবেন।

এই ভিডিও গুলো কিভাবে তৈরি করতে হয় তা হয়তোবা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্যই আমার এই পোস্ট।😘

How to make musically duet funny video | bangla tutoria.

প্রথমেই এই লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন মিউজিক্যাল এর Tik Tok Musica.ly অ্যাপ টি।

অথবা প্লে স্টোর বা গুগল থেকে musically app লিখে সার্চ করলেও প্রথমেই পেয়ে যাবেন এই অ্যাপ।

তো চলুন ধরে নিলাম সকলে অ্যাপ টি ইন্সটল করে ফেলছেন। এখন অ্যাপ টি ওপেন করুন।

প্রথমেই এরকম একটা উইন্ডোজ আসবে এইখান থেকে নিচের দিকে ডান কোনায় প্রফাইল আইকনে ক্লিক করুন।



এইবার এখান থেকে ফেইসবুক আইকনে ক্লিক করুন। পারমিশন চাইলে দিয়ে দিন আইডির কোন সমস্যা হবে না।

এইবার আপনার অটোমেটিক একাউন্ট তৈরি হয়ে যাবে। এখন হোম বাটনে প্রেস করে মেইন পেজ এ আসুন।

দেখুন এখানে এ রকম অনেক ভিডিও দেখতে পাবেন। আপনি চাইলে যে কোন ভিডিওর সাথে ডুয়েট ভিডিও বানাতে পারেন।

এখন যেই ভিডিওর সাথে আপনি ডুয়েট ভিডিও করতে চান সেই ভিডিও ডান পাশে কমেন্ট এর নিচে শেয়ার বা ৩ ডট আইকনে ক্লিক করুন।


এবার এখান থেকে ডুয়েট লেখায় ক্লিক করুন। কিছুক্ষন লোড নিয়ে এ রকম উইন্ডোজ আসবে।

এখন রেকর্ড আইকনে প্রেস করে ধরে থাকুন রেকর্ড শুরু হয়ে যাবে। ভিডিও এবং কথা আপনা আপনি চলবে আর আপনি শুধু মুখ নাড়াবেন।

ব্যাস কাজ শেষ এবার next বাটনে ক্লিক করুন। post now এ ক্লিক করুন। হয়ে গেল আপনার ডুয়েট ভিডিও।

এইবার আপনার প্রফাইলে গিয়ে সেই ভিডিও টি ফোনে সেইভ বা ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এ শেয়ার করতে পারবেন।

কাজটা অনেক ভেজালের তাই আপনাদের সুবিধার জন্য ভিডিও তৈরি করেছি এই বিষয়ে।

যদি কারো পোস্ট পরে বুঝতে সমস্যা হয় তবে ভিডিও দেখে কাজ করতে পারেন।

ভিডিও লিংক – https://m.youtube.com/watch?v=AuDKrLhKHzg



কেমন লাগল আজকের টিউন কমেন্টে জানাতে ভুলবেন না। আর কোথাও না বুঝলে কমেন্ট করুন আর ভাল লাগলে লাইক করুন শেয়ার করুন।

আর আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, নিয়মিত আপনাদের ভাল কিছু উপহার দেয়ার চেস্টা করব।

সকলকে সাবস্ক্রইব করা আনুরোধ করছি।

চ্যানেল –


Viewing all articles
Browse latest Browse all 6485

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>