আজ আমি যে টিউটোরিয়ালটি
লিখছি,
এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল
ইউজারদের জন্য সেটা তো বুঝেই
গেছেন।
অন্যান্য মোবাইল ইউজাররা এটা ট্রাই
করতে জাবেন না।
এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড
ফোন বা ট্যাবে ইন্সটল করলে,
আপনাকে বাংলায় সময় বলে দেবে।
আপনি আপনার ইচ্ছামত সময় সেট করে
দিতে পারবেন।
ধরুন, আপনি ১৫ মিনিট সেট করে
দিলেন।
তাহলে ১৫ মিনিট পর পর আপনার
মোবাইল আপনাকে সময় বলে দেবে।
আর সবথেকে মজার ব্যাপার, আপনাকে
সময় বলবে সম্পূর্ণ বাংলায় এবং এটা
শুনতেও খুব ভাল লাগবে।
আপনাকে ছোট একটা অ্যাপ ডাউনলোড
করে নিতে হবে।
এটি কিভাবে সেট করবেন সে
সম্পর্কে
উপরের ডাউনলোড লিংক থেকে
অ্যাপটি ডাউনলোড করার পর,
আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল
করুন এবং ওপেন করুন।
প্রথমে একটি অ্যানালগ বাংলা ঘড়ি
দেখতে পাবেন।
নিচে একটা ছবিও দিয়ে দিলাম।

পাবেন।
উপরে ডান দিকে About-এর পাশে
সেটিং আইকন আছে, এছাড়া
আপনি বাদিকে স্লাইড করলেও
সেটিং দেখতে পাবেন।
নিচের ছবির মত…

আপনি ১৫ মিনিট, ৩০ মিনিট বা ১ ঘন্টা
পর পর বাংলায় সময় বলার জন্য সেট
করতে পারবেন।
আপনি নিজের ইচ্ছে মত সেট করে দেন।
সেট করার পর বেরিয়ে আসুন।
সঙ্গে সঙ্গে আপনি শুনতে পারবেন না,
অপেক্ষা করুন, ঠিক সময়ে আপনাকে সময়
বলে দেবে।
The post এখন আপনার যে কোন কাজে যাওয়ার সময় হলেই আপনার ফোন বাংলায় বলে দেবে। আপনি শুধু সময় ঠিক করে দিবেন। appeared first on Trickbd.com.