Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all 6485 articles
Browse latest View live

ফেসবুক মেসেঞ্জার নিয়ে কিছু জানা ও অজানা তথ্য দেখে নিন।

$
0
0

কথা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার নিয়ে। সকালে ঘুম থেকে উঠে কিংবা ঘুমাতে যাওয়ার আগে, দিনে অন্তত কয়েকবার মেসেঞ্জারে ঢুঁ মারার কথা আপনি না বললেও আমরা সবাই জানি। বন্ধুদের আড্ডা থেকে শুরু করে ক্লাস লেকচার যোগাড় করা- সব ব্যাপারেই মেসেঞ্জারের ব্যাপক ব্যবহার! চ্যাট করা, ছবি পাঠানো আর অডিও/ভিডিও কলের বাইরেও কিন্তু মেসেঞ্জারের বেশ মজার ও কাজের কিছু ফিচার রয়েছে। এই সুবিধাগুলো ব্যবহার করে আপনার জীবনকে আরেকটু সহজ করা সম্ভব। চলুন জেনে নিই ফেসবুক মেসেঞ্জারের দারুণ কিছু ফিচার যা অনেকেরই অজানা।

ফেসবুক একাউন্ট ছাড়াই ব্যবহার করুন মেসেঞ্জার

ফেসবুকের নীল-সাদা দুনিয়া আপনার পছন্দ না হওয়ার কারণে আপনার হয়তো কোনো কোনো সময় ফেসবুক একাউন্ট না রাখার দুর্লভ ইচ্ছে হতে পারে। কিন্তু প্রয়োজনের তাগিদে যদি আপনাকে মেসেঞ্জার ব্যবহার করতেই হয় তাহলেও কোন সমস্যা নেই। কারণ খুব সহজেই কোনো ফেসবুক একাউন্ট ছাড়াই শুধুমাত্র আপনার ফোন নম্বর দিয়ে লগইন করে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কন্টাক্ট লিস্টে থাকা অন্যান্য মেসেঞ্জার ব্যবহারকারীদের সাথে চ্যাট করতে পারবেন।

মেসেঞ্জার ওয়েব ভার্সন

ডেস্কটপে ফেসবুক ব্যবহার করার সময় এতে চ্যাটও করা যায়। কিন্তু আপনি যদি শুধুমাত্র চ্যাট করার জন্যই ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করতে চান তাহলে আপনি চাইলে মেসেঞ্জারের ওয়েব ভার্সন ব্যবহার করতে পারবেন। এজন্য মেসেঞ্জার ডট কম অথবা এড্রেস বারে এম ডট এমই লিখে এন্টার করলেই হলো।

মেসেঞ্জার ইনস্ট্যান্ট গেমস

ফেসবুক মেসেঞ্জার এখন শুধু একটি চ্যাটিং অ্যাপই নয় বরং এটি একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম। মেসেঞ্জার থেকেই এখন আপনি সরাসরি ওয়েব অ্যাপ ভিত্তিক জনপ্রিয় সব গেইম খেলতে পারবেন। পাশাপাশি বন্ধুদেরকে চ্যালেঞ্জও করতে পারবেন।

মেসেঞ্জার চ্যাট বট

আপনি টেলিগ্রাম বা স্কাইপ ব্যবহারকারী হলে চ্যাট বট নিয়ে নতুন করে বলার কিছু নেই। চ্যাট বট মূলত অটোমেটেড প্রোগ্রাম যা আপনার সাথে চ্যাট করতে পারে। আর আপনি চ্যাট করেই এটাকে দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবেন। মেসেঞ্জারেও এই ফিচার আছে। বিভিন্ন জনপ্রিয় থার্ড পার্টি বট এখন মেসেঞ্জার থেকেই ব্যবহার করতে পারবেন। ( যদিও ‘এম’ বন্ধ হয়ে গেছে, তবে মেসেঞ্জারের বট সাপোর্ট অন্য অনেক কোম্পানিই ব্যবহার করছে। যেমন বিভিন্ন টেলিকম ব্র্যান্ড এবং ব্যাংকের ফেসবুক পেজে আপনি বট/অটো রিপ্লাই পাবেন। )

মেসেঞ্জার রিমাইন্ডার

ধরুন, আপনার আগামী তিন দিন পর একটি প্রজেক্ট কাউকে সাবমিট করতে হবে। আপনি যদি ভুলোমনা হয়ে থাকেন তাহলে আপনার উচিৎ হবে মেসেঞ্জারে তার চ্যাট থ্রেডে গিয়ে উপরের দিকে ডান পাশের ‘i’ বাটনে ক্লিক করে অপশনে গিয়ে একটা প্ল্যান ক্রিয়েট করা (স্টার্ট এ প্ল্যান)। মেসেঞ্জার নিজেই আপনাকে বিষয়টি যথাসময়ে নোটিফিকেশন এর মাধ্যমে মনে করিয়ে দিবে। আপনি চাইলে পুরো একটি গ্রুপের জন্যও প্ল্যান ক্রিয়েট করতে পারবেন।

নিক নেইম সেট করা

মনে করুন, আপনারা ৩০ জন একটি প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য মেসেঞ্জারে গ্রুপ চ্যাট খুললেন। সবাই চ্যাট করার সময় অচেনা/একই নামের অন্য কেউ থাকলে বিভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে সবার নিকনেইম হিসেবে তাদের ডাকনাম ও সাথে পদবি দিয়ে দিতে পারেন। তাহলে আর বিভ্রান্তি থাকবে না। অবশ্য এই ফিচারটা বন্ধুদের মাঝে মজা করার উদ্দেশ্যেও ব্যবহার করা হয়।

মেসেঞ্জারে লোকেশন শেয়ার

ধরা যাক, আপনি প্রথমবারের মত আপনার বন্ধুর বাড়ি যাচ্ছেন। আপনার বন্ধুও সাথে নেই। সেক্ষেত্রে আপনি কোথায় আছেন কিংবা কোনদিক দিয়ে যাচ্ছেন তা সরাসরি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন এই ফিচারের মাধ্যমে। আপনার বন্ধু আপনাকে একবারে একটানা ১ ঘন্টার জন্য আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করতে পারবেন।

নিজেই নিজেকে মেসেজ পাঠান

ফেসবুক মেসেঞ্জারে আপনি চাইলে নিজেকেই নিজে মেসেজ পাঠাতে পারেন। মেসেঞ্জারের সার্চ বারে গিয়ে নিজের ফেসবুক আইডির নাম লিখলেই আপনার প্রোফাইল দেখতে পাবেন। ওখানে ক্লিক করে আপনাকে আপনি মেসেজ, ছবি, ভিডিও সব পাঠাতে পারবেন। আপনি হয়তো ভাববেন কী দরকার নিজেকে নিজে মেসেজ পাঠানোর! আসলে নিজেকে নিজে মেসেজ পাঠানোর মাধ্যমে আপনি গুরুত্বপুর্ণ নোট, ছবি কিংবা ফাইল মেসেঞ্জারে সংরক্ষণ করে রাখতে পারছেন। চাইলে পরে যে কোনো ডিভাইস থেকেই সেগুলো আবার এক্সেস করতে পারবেন। এটা অনেকটা নোটপ্যাড, বুকমার্ক ম্যানেজার আর একই সাথে ক্লাউড ড্রাইভ হিসেবে কাজ করবে। তবে একান্ত না ঠেকলে এই ফিচারটি বেশি ব্যবহার না করাই ভাল। কে জানে, কখন আবার ফেসবুক মাইন্ড করে বসে!

 

সৌজন্যে: Tricklikhun.Com

আশা করি এই পোস্টটি আপনার কাজে লাগবে।  সাথে থাকার জন্য ধন্যবাদ।


আপনার চোখকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন মাত্র ১২৯ কেবির নাইট মোড এপ্স।

$
0
0

আশাকরি সবাই ভালই আছেন। কেননা ট্রিকবিডি ভিজিট করলেই অনেকের মন এমনিতেই অনেক ভাল হয়ে যায়। আপনাদের ভাল থাকাকে আরো সুরক্ষিত করতে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি night mode এপ্স। যা আপনার মূল্যবান চক্ষুদ্বয়কে অনেকখানি সুরক্ষিত রাখবে। যারা ঘন্টার পর ঘন্টা এন্ড্রয়েড মোবাইল ব্যাবহার করেন তারা অবশ্যই এপ্সটি ডাউনলোড করে নিবেন।

Download iBlue 129 kb only

iBlue ব্যবহারের সুবিধাসমূহ:


১। চোখের সহনশীল মাত্রায় ফিল্টার ডার্কনেস করার সুবিধা।

২। ফিল্টার ডার্কনেসের ৫টি ডিফল্ট কালারে কাস্টমাইজ করার সুবিধা।

৩। হাফ প্রিভিউ অন করার মাধ্যমে স্ক্রিন ডার্কনেস কতটুকু তা দেখে নেয়ার সুবিধা।

৪। স্ক্রিন ডার্কনেস অটোমেটিক অন-অফ করার জন্য টাইম সেট করার সুবিধা।

৫। মোবাইল রিস্টার্ট  করলেও অটোমেটিক ডার্কনেস স্ক্রিন অন হওয়ার সুবিধা।


৭। স্টেটাসবার থেকে যখন-তখন ডার্কনেস স্ক্রিন অন অফ করার সুবিধা।

এবার আসুন স্ক্রিনশটে:

,

,
তো বন্ধুরা এপর্যন্তই ছিল আজকের এপ্স রিভিউ । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

আবারো ফিরে এসেছে Robi Yonder Music Streaming নতুনভাবে… এখনি Download করে নিন আর Enjoy করুন..

$
0
0

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

 

Robi Yonder Music Streaming :

  আপনারা সবাই Yonder Music Streaming নিশ্চয়ই চিনেন…এই App টি ছিলো ফ্রীতে গান শোনার জন্য অসম্ভব সুন্দর একটি এপ.. রবিতে MB ছাড়াও এই এপ দিয়ে শোনা যেতো গান.. Karaoke গাওয়া যেতো এই এপে… কিন্তু একদিন হুট করে এপটি বন্ধ হয়ে গেলো..

 কিন্তু আবার ফিরে এসেছে এপটি..এখন আবার আপনারা এই এপে গান শুনতে পারবেন..
কিন্তু একটাই সমস্যা আগের মতো আর MB ছাড়া গান শুনতে পারবেন না..
কিন্তু হ্যা এই এপে আপনি খুব কম MB দিয়ে গান শুনতে পারবেন এবং গান offline এ save করে রাখতে পারবেন.. এবং পরে Data Connection On না করেই গানগুলো শুনতে পারবেন..

আমার মনে হয়না আপনাদের বলে দিতে হবে কিভাবে App টি ব্যবহার করতে হবে..

App Name : Robi Yonder Music Streaming
App Size    : 15.84 MB

 

App টির কিছু ss দেখে নিনঃ










 আজ এ পর্যন্তই..
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..

এখনি নিয়ে নিন Videoder এর Beta ভার্শন..(6.60 MB) With Awesome ফিচার..

$
0
0

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
 

আজকের পোস্টের বিষয়ঃ

 আপনারা সবাই কিছুদিন আগে Mojahid ভাই এর Awesome একটি এপ রিভিউ দেখেছেন Videoder সম্পর্কে..
আজ আমি আপনাদের জন্য এই  Videoder এর Beta ভার্শন নিয়ে হাজির হয়েছি..

Beta ভার্শন এর ফিচারও প্রায় Videoder এর মতোই..
App টি ডাউনলোড করে নিন..

App Name : Videoder Beta
App Size    : 6.60 MB

 

App করলেই নিচের ss এর মতো আসবে.. “GET STARTED” এ ক্লিক করবেন..

উপরের সার্চ অপশন থেকে আপনি ভিডিও সার্চ করতে পারবেন..

ss এ মার্ক করে দেখানো জায়গায় ক্লিক কদে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন যাকে বলে Quick Download..

শুধুমাত্র ফরম্যাট সিলেক্ট করে দিলেই হবে..

কোন ভিডিও নরমালি ডাউনলোড করতে চাইলে ভিডিওর ওপর ক্লিক করতে হবে..

এখানে ভিডিও প্লে করাও যাবে..আবার ফরম্যাট অনুযায়ী MB দেখেও ভিডিও ডাউনলোড করা যাবে..শুধুমাত্র যে ফরম্যাটের ভিডিও/অডিও নিতে চান তার ওপর ক্লিক করলেই হবে..

দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে..

একসাথে অনেকগুলো ডাউনলোড করতে চাইলে ss এ দেখানো ভিডিওর ওপরে কোণায় ক্লিক করে সিলেক্ট করবেন.. যে আয়টা সিলেক্ট করবেন নিচে সেই সংখ্যা দেখাবে..ঐ সংখ্যাতে ক্লিক করবেন..

কোন ফরম্যাটে ভিডিওগুলো নিতে চান তা সিলেক্ট করে Download লেখায় ক্লিক করলে Download শুরু হবে..

সময় অনুযায়ী filter করে ভিডিও খুঁজতে পারবেন..

Youtube থেকে Video download করতে চাইলে Share ক্লিক করবেন..

Videoder beta সিলেক্ট করবেন..

বিভিন্ন ফরম্যাট দেখতে পাবেন..যে ফরম্যাটের ভিডিও নিতে চান সে ফরম্যাটে ক্লিক করবেন..

 আজ এ পর্যন্তই..
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..

পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..

দারুন একটি অ্যাপ ফেসবুকে নির্দিষ্ট সময়ে পোস্ট,বা কারও জন্মদিনে একটি নির্দিষ্ট সময়ে অটো ম্যাসেজ করে wish করুন না দেখলে মিস।।

$
0
0

♥♥আসসালামু আলাইকুম♥♥

♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

👉উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সামনে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে অসাধারণ অ্যাপ নিয়ে হাজির হয়েছি যেটার মাধ্যমে আপনি যে কোন একটা নির্দিষ্ট সময় দিলে অটোমেটিক আপনার আইডিতে পোস্ট হয়ে যাবে।ধরুন আজকে রাত ১২.৩০ মিনিটের দিকে আইডিতে একটা পোস্ট করবেন ভাবছেন।কিন্তু যদি ঘুম ধরে সময় মত পোস্ট না করতে পারেন।তাই এই অ্যাপটিতে আপনার লিখিত পোস্ট এবং ছবি সহ সময়,তারিখ,দিয়ে সেভ করে রাখুন অটোমেটিক এই অ্যাপ পোস্ট করে দিবে সময়মত।আরও আছে এটি দিয়ে আপনি আপনার বন্ধুকে রাত ১২ টার সময় জন্মদিনের wish করতে পারবেন সঠিক সময়ে।আপনার অনুপস্থিতেও নির্দিষ্ট সময়ে ম্যাসেজ সেন্ট করে জানাবে।মনে করুন আজকে আপনার খুব কাছের বন্ধুর জন্মদিন কিন্তু এত রাত জেগে থাকা সম্ভব না তাই এই অ্যাপে তারিখ এবং সময় দিন।একদম সঠিক সময়ে উইস করার ম্যাসেজটি সেন্ট করবে।তো চলুন অনেক কথা বললাম আশা করি ক্লিয়ার হয়েছেন।আসল কাজে আসা যাক।

👉সবার আগে দেখে নেয়া যাক এই অ্যাপ নিয়ে পোস্ট আছে কি না।আমি গুগলো সার্চ করে দেখলাম পোস্ট নাই তাই পোস্ট করলাম।আর আমি সার্চ করে পাইনা বলে পোস্ট করি কিন্তু তাও অনেকে বলে ওল্ড পোস্ট।আচ্ছা ভাই আমি তো সার্চ দিয়েই পোস্টটা করি।না আসলে আমার করার কিছুই নেই আর আমার সার্চ দিলে আসে না কেন একটু জানাবেন প্লিজ সার্চ দেয়ার কোন ভূল থাকলে প্লিজ জানাবেন।

👉প্রথমে playstore চলে যান গিয়ে তারপর নিচে দেখানো Do it Later নামে অ্যাপটি সার্চ করে ডাউনলোড করুন।

👉তারপর অ্যাপটি অপেন করুন অপেন করলে আপনার কাছে পারমিশন চাইতে পারে।পারমিশন চাইলে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

👉তারপর যদি allow চায় তাহলে allow করে দিন।যতবার অ্যালাউ চাবে দিয়ে দিবেন।

👉তারপর নিচের মত পেজ আসবে।সেখানে দেখানো মত + আইকনে ক্লিক করুন।

👉তারপর নিচের মত পেজ আসবে,সেখানে আপনি জিমেইল,টুইটার,ফেসবুক,ম্যাসেজে এ কাজ টা করতে পারবা সময় মত সঠিক কাজ করা।ম্যাসেজ অপশনে ক্লিক করুন।

👉তারপর নিচের মত পেজ আসবে।প্রথম বক্সে মানে To বক্সে তার নাম্বার দিন।যার নাম্বারে যাবে ম্যাসেজটি তারপর আবার দেখানো + আইকনে ক্লিক করুন।

👉তারপর নাম্বারটি অ্যাড হয়ে গেলে নিচের দেখানো মত মাঝ বক্সে কিছু লিখুন।যে লেখাটি সেন্ট হবে ওই নাম্বারে তারপর তারিখ দিন।তারপর সময়ের উপর ক্লিক করুন

👉সময়ের উপর ক্লিক করলে নিচের মত আসবে সেখানে প্রথম অপশনে ক্লিক করুন।তারপর সময় টা সঠিক করে দিন কোন সময়ে সেন্ট হবে অটো ম্যাসেজটি।

👉তারপর নিচের দেখানো মত আপনার মত করে সেটিংস করে নিন।কয়বার দিবেন,কোন সিম দিয়ে দিবেন।দিয়ে উপরের সাইটে Done লেখার উপর ক্লিক করুন।

👉এখন দেখুন পেন্ডিং দেখাচ্ছে কারণ এখনো সেন্ট হয় নি ম্যাসেজটা সেন্ট হলে সাকসেস দেখাবে।

👉এই দেখুন আমার সঠিক ভাবে ম্যাসেজ চলে এসেছে।আমি আপনাদের দেখানোর জন্য সময় কম দিয়েছি।

👉বি:দ্রঃআপনার এই ভাবে বাকি গুলা ট্রাই করুন।আর পোস্টটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন।আর প্লিজ সবাই বলবেন আমার সার্চ করার কোন ভুল আছে কিনা।

👉আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

Ajker Deal থেকে এই ঈদে ফ্রিতে Shopping করুন। কোনো টাকা পয়সা ছাড়াই (100% Trusted) [অফারটি কেউ মিস করবেন না]

$
0
0


আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন?? আশা করি ভালো। অনেকদিন পর আজ একটা টিউন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে।যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানাবেন আমি পোস্টটি রিমুভ করে দিব।
চলুন তাহলে শুরু করা যাক।

প্রথমে নিচের লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করুন।
😍 প্রথমে এপস টি ডাউনলোড করে ওপেন করুন। ওপেন করলেই আপনি ১০০ পয়েন্ট বোনাস পাবেন।
Download App

😍 বামপাশের ৩ ডট মেনুতে ক্লিক করুন।

😍 রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।

😍 সাইন আপ অপশনে ক্লিক করুন।

😍 ইনফরমেশন গুলো সঠিকভাবে দিয়ে সাইন আপে ক্লিক করুন।

😍 ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করলেই আপনি ১০০ পয়েন্ট বোনাস পাবেন।

😍 এরপর আবার মেনুতে ক্লিক করুন।

😍 এপ্লাই রেফার কোড এ ক্লিক করুন।

😍 ফাঁকা ঘরে এই 1785255624 Code টি দিন।
এরপর এপ্লাই এ ক্লিক করুন। তাহলে আপনি ৫০ টাকা বোনাস পাবেন। এজন্য অবশ্যই রেফার কোডটি ব‍্যবহার করতে পারেন। তবে এজন্য আমি কোনো বোনাস পাবো না। যদি আপনি আমার রেফার কোড ব্যবহার করে কোনো জিনিস কিনতে পারেন তাহলে আমি বোনাস পাবো।

😍 নোটিফিকেশন চলে এসেছে আমি ৫০ টাকা বোনাস পেয়েছি।

😍 দেখুন আমার একাউন্টে ৫০ টাকা এবং ২০০ পয়েন্ট বোনাস পেয়েছি। ১ পয়েন্ট সমান ১ টাকা।
আমি মোট ২৫০ টাকা বোনাস পেলাম।

😍 আপনি যত রেফার করবেন ততই বোনাস পাবেন।

বিঃদ্রঃ আপনারা জানেন যে আজকের ডিল একটি বাংলাদেশী সপিং ওয়েবসাইট। তাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিভাবে এই টাকা দিয়ে জিনিস কিনবেন তা নিয়ে আমি পরবর্তীতে একটি পোস্ট করবো। যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি পোস্টটি ভালো না লাগে তাহলে আমাকে জানাবেন আমি পোস্টটি রিমুভ করে দিব।

ধন্যবাদ

অসাধারণ একটি Fake Notification অ্যাপ যার মাধ্যমে আপনি ফেক নোটিফিকেশন তৈরি করে স্ক্রিনে নিয়ে এসে সবাইকে অবাক করে দিন।

$
0
0

♥♥আসসালামু আলাইকুম♥♥

♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

👉উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আমি আপনাদের সামনে অস্থির একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি।যার মাধ্যমে আপনি ফেক নোটিফিকেশন তৈরি করে নোটিফিকেশন বারে নিয়ে এসে সবাইকে অবাক করে দিন।এই অ্যাপ দিয়ে যে কোন ব্রাউজার থেকে নোটিফিকেশন তৈরি করতে পারবেন।আর সেটাই আপনার স্ক্রিনে নিয়ে আসুন তো কিভাবে চলুন বেশি কথা না বলে আসল কাজে আসা যাক।

👉প্রথমে playstore চলে যান তারপর নিচে দেখানো Fake Notification নামে অ্যাপটি সার্চ করে ডাউনলোড করুন।

👉তারপর অ্যাপটি অপেন করুন,অপেন করলে সরাসরি নিচের মত পেজে নিয়ে যাবে।সেখানে আপনি দেখানো মত SCHEDULE লেখার উপর ক্লিক করুন।

👉তারপর এরকম নিচের মত পেজ আসবে সেখানে সময়টা সেট করুন।কখন আপনার স্ক্রিনে নোটিফিকেশন টি শো করবে সেট করে ok তে ক্লিক করুন।

👉তারপর নিচের মত পেজ আসবে সেখানে কোনটাতে কি করবেন স্ক্রিনশর্ট দেখুন বুঝে যাবেন।তাও বুঝাই দিচ্ছি নিচে থেকে সব ঠিক ঠাক মতে হয়ে গেলে Next এ ক্লিক করুন।
▪App name:প্রথম ফাকা ঘরটিতে সেটাই বসায় যেটা থেকে আপনি ফেক নোটিফিকেশন আনবেন।Youtub,messenger,message,Facebook,ইত্যাদি।আমি ফেসবুক থেকে আন ব তাই ফেসবুক লিখে দিলাম।
▪From:কার ওখান থেকে ফেক নোটিফিকেশন আনবেন বা কার নামে বানাবেন তার নাম লিখে দিন।আমি এক ক্লোজ বান্ধবির নাম দিলাম।
▪Enter message:এই অপশনে সেটাই লিখুন যেটা আপনার মূল বিষয় হবে।মানে বন্ধুদেরকে অবাক করার জন্য।দারুন কিছু লিখুন আমি সিম্পল একটু দিলাম।

👉তারপর নিচের মত পেজ আসবে এখন আপনি যেটা থেকে নোটিফিকেশন নিয়ে আসতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করুন।আমি যেহেতু ফেসবুক দিছি তাই ফেসবুক দিলাম।

👉তারপর সিলেক্ট হয়ে গেলে Go তে ক্লিক করুন।

👉এখন দেখুন সময় মত নোটিফিকেশন টি চলে এসেছে যেটা ফেক হলেও আসল এর মত দেখা যাচ্ছে।এটা আপনার কোন বন্ধু দেখলে অবাক হওয়ারে কথা।যে একটা মেয়ে তোর পিকে এভাবে কমেন্ট করে।আবার এভাবে ম্যাসেজ করে।

বি:দ্রঃপোস্টটি ভালো লাগলে একটা কমেন্ট করিয়েন।

👉আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

আপনার পুরাতন ফোনকে কাজে লাগিয়ে কিভাবে একটি নিজস্ব Server তৈরি করবেন। যা দিয়ে ফাইল Upload & Download করতে পারবেন।

$
0
0

কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও বেশ ভালই আছি । TrickBD এর পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছো। আমার পোস্টের টাইটেল দেখে হয়তো বুজতে পারছেন। কিন্তু সন্দেহ হচ্ছে, একটি Server তৈরি করা সুজা/সহজ কথা না।

কিন্তু আমি আজ দেখাব কিভাবে আপনার পুরাতন Android Phone দিয়ে নিজস্ব Personal Server বানাবেন। আগে জেনে নেই Server কি?

Server হল এমন একটি সুবিধা যার মাধ্যমে আপনি যেকোন জায়গায় বসে যেকোন সময় File( Auto | video | documen | image | other file) Upload দিতে পারবেন। এবং প্রয়োজন অনুযায়ী Download করতে পারবেন সেই ফাইলটি।

##Notice: Play store সরাসরি Download | Install করে নিন।

Step-01 :
Install হয়ে গেলে Apps টি Open করুন। এবং লাল দাগ দেয়া অংশে ক্লিক করি।

Step-02 :
এখন একটি Ip link দেখতে পাবেন। এই লিংকটি যেকোন ব্রাউজার দিয়ে Open করি অথবা নিচের Screenshot অনুসরন করি।


Step-03 :
আপনার ব্রাউজার দিয়ে Open করার পর এমন পেজ আসবে। এখানে Username: admin Password: paw দিয়ে দিন। এবং লগিন করুন। Setting থেকে password/username পরিবর্তন করে নিয়েন।

Step-04 :
অনেক গুলো Option পাবেন, যার সব গুলোই ব্যবহার করতে পারবেন। এখন থেকে আপনি Media বাচাই করে নিন। media থেকে File manager সিলেক্ট করুন। File manager থেকে sdcard সিলেক্ট করুন।


Step-05 :
কিভাবে ফাইল Upload করবেন.?? choose File এ ক্লিক করে আপনার ফাইল নিন এবং Upload এ ক্লিক করে আপলোড করুন।

Step-06 :
Download করার জন্য কোন ফাইলকে বাচাই করুন। এখন Option পাবেন, এবং Download করে নিন।

Step-07 :
Defult অবস্থায় 2MB সাইজ ফাইল আপলোড করা যায়। তাই সাইজ বাড়িয়ে নিন। এখন Paw server Apps এ প্রবেশ করুন এবং settings এ যান।



এভাবে আপনি আপনার নিজস্ব একটি Server তৈরি করতে পারবেন। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এটি Access করতে পারবেন। শুধু যে Android ফোন কে Server এ পরিনত করেছেন, তাতে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। আশা করি বুজতে পারছেন। নাহলে তো কমেন্ট বক্স আছেই।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।


[Hot Post] GGfone হ্যাক করে নাম্বার গোপন রেখে ফ্রীতে যেকোন নাম্বারে আনলিমিটেড কথা বলুন.. না দেখলে মিস করবেন.. [Part 1]

$
0
0

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
 

পোস্টের বিষয়ঃ

👉টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকের পোস্ট ফ্রী কথা বলা নিয়ে..আপনাদের এ বিষয়ে নতুন করে বলার কিছুই নেই..আপনারা প্রায় সবাই ফ্রী কথাা বলার বিভিন্ন এপ ব্যবহার করেছেন..আজকে আমি আপনাদের একটি নতুন এপের সঙ্গে পরিচয় করিয়ে দিবো..শুধু তাই নয় সাথে এটাও দেখাবো কিভাবে আপনারা এই এপ দিয়ে Unlimited কথা বলবেন..তবে খুবই দুঃখিত পোস্টটি 2 পর্বে করতে হবে..কারণ যেহেতু এপটি নতুন এবং এই এপ নিয়ে ট্রিকবিডিতে কোন পোস্ট নেই তাই এটার ব্যবহার আগে শিখাতে হবে এবং পরে আপনাদের Unlimited কথা বলাটা শিখাতে হবে..এক পোস্টে এটা দিতে গেলে পোস্ট অনেক বড় হয়ে যাবে..তাই 2 পর্বে ভাগ করে দিচ্ছি

• ১ম পর্বে এপের ব্যবহার
• ২য় পর্বে হ্যাক

  বিঃদ্রঃ আমি search করে Trickbd তে এই এপ নিয়ে কোনো পোস্ট পাইনি..থাকলে জানেবেন..

চলুন শুরু করা যাকঃ


  প্রথমে নিচের লিংক থেকে এপটি install করে নিন..
App Name : GGfone
App Size    : 26.04 MB

 

App open করে Screenshot গুলো ফলো করুন..

“ALLOW” করুন..

Country সিলেক্ট করে 0 বাদে Phone Number দিয়ে “NEXT” ক্লিক করুন..

“ALLOW” করুন..

যে Number দিয়েছিলেন দেখুন সেই Number এ একটা 4 digit এর Code গেছে.. Code টি দিয়ে “NEXT” করুন..

আবার “ALLOW” করুন..

দেখুন Account খোলার সাথে সাথে 60 credit দিলো..Credit লেখায় ক্লিক করুন..

এখানে Watch Video, Daily Check-in, Invite friends, Redeem Code ইত্যাদি Option পাবেন..
Redeem Code এ ক্লিক করুন..

“3LAP” এই রেফার কোডটি দিন.এটা দিলে আপনি 20 Credit পাবেন..না দিলে 20 Credit পাবেন না..Refer Code দিয়ে “Done” ক্লিক করবেন..

দেখুন আমি 20 Credit পেয়েছি..Refer Code টা দিলে আপনিও এই 20 Credit পাবেন..

এবার Daily Check-in এ যাবেন.. “GET CREDITS” এ ক্লিক করবেন… 5 Credit পাবেন..

আবার Credit এ এসে দেখুন Credit 60+20+5=85 হয়েছে.. একটা Spin দেখতে পাবেন..মাঝাখানে “G” তে ক্লিক করবেন..এখানে আপনি 10,15,250,500 এমনকি 1000 Credit ও পেতে পারেন.. প্রতি 4 ঘন্টা পরপর আপনারা এই Spin করতে পারবেন..

দেখুন আমি 15 Credit পেলাম..

এবার “Invite Friends” এ যাবেন..
“Your referral code” লেখার নিচে 4 অক্ষরের একটা code পাবেন..এটা আপনার Referral code.. যদি কেউ আপনার Refer দিয়ে জয়েন করে তাহলে আপনি “Invited Contacts” এই লেখার নিচে তাদের list দেখতে পাবেন..

এবার নিচের ss এ দেখুন আমার credit 85+15=100 এবং একটা ভিডিও দেখেছিলাম তাই 100+2=102 হয়েছে..আমি এখন আপনাদের কল করে দেখাই..বাংলাদেশে প্রতি মিনিটে 16 credit কাটবে.. Number দিয়ে ss এ দেখানো জায়গায় ক্লিক করুন..

আমি আমারই একটা নাম্বারে কল করলাম..
“ALLOW” করুন..

দেখুন কল চলে এসেছে..আর নাম্বারও দেখুন আমার না.. এমনি একটা Anonymous Number হয়ে কল যাবে..

এখন এ পর্যন্তই.. খুব শীঘ্রই ২য় পর্ব পাবেন.. কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..

পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..

রবিতে নিয়ে নিন ১০০ mb একদম ফ্রি।যে কোন রবি সিমে পাবেন ১০০%।না দেখলে পস্তাবেন

$
0
0

welcome to TRICKBD

কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

আমি মাসুদ,®
আজ আমি একটি রবির অফার নিয়ে হাজির হয়েছি।
★★★এ অ্যাপ নিয়ে আগেও পোষ্ট হয়েছিল। কিন্তু অনেক আগে সেসময় দিত ৫০এম্বি আর এখন ১০০ এম্বি।★★★

রবিতে my plan এ ১ম বারের মত রেজিস্ট্রেশন করলেই যে কোন রবি সিমে পাবেন ১০০mb 1 day মেয়াদ।(যাদের পোস্টি পড়া বোর লাগতাছে তারা নিচ থেকে ভিডিও টি দেখে নেন।)
তো এজন্য আপনাকে এখান থেকে my plan app টা ডাউনলোড করে নিতে হবে।
[url=https://play.google.com/store/apps/details?id=com.robimyplan]
playstore download link[/url]

তারপর আপনি অ্যাপ টি ইন্সটল করে
অ্যাপ টি অপেন করুন

ডাটা চালু করে ওয়েট করুন

তারপর কয়েক বার next চাপুন

তারপর এরকম একটি মেসেজ পাবেন

তারপর অকে তে ক্লিক করুন একটু লোডিং নিবে তারপর আপনে ১০০ এমবি এন্ড ১০০পয়েন্ট পাবেন

আজ এই পর্যন্তই।কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
★আমার next post.
{ যে কোন অ্যাপ এর ভাষা চেঞ্জ বা ট্রান্সলেট করুন খুব সহজে}
আর আগেই দেখতে চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসেন

পোস্টের কোন যায়গায় না বুজলে এই ভিডিও টি দেখার জন্য অনুরোধ করছি

®®কিছু কথা®®

আমি একজন ছোট youtuber. post টি যদি ভাল লাগে প্লিজ আমার চ্যানেল টা
subcribe করবেন। এখানে
sketchware app and marquee text, apk editor সহ অনকে অ্যাপ এর টিউটোরিয়াল আছে চাইলে দেখতে পারেন।এবং সামনে আর করবো
জানি অনেকেও subcribe করবে না। ভাই আপনি ৩০সে, সময় নিয়ে আমার চ্যনেল টি করলে আমার অনেক উপকার হয়। আপনাদের জন্য এত কস্ট করে পোস্ট করে আমরা কি এতটুকু আশা করতে পারি না। তাই ভাই দয়া করে আপনি যদি wifi or free net এ থাকেন প্লিজ গরিবের চ্যানেল টি subscribe করেন।

যেকোন লেখা বা বই খুব সহজে Scan করুন এবং pdf অথবা image আকারে save করে নিন..

$
0
0

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
 

পোস্টের বিষয়ঃ

👉টাইটেল দেখে নিশ্চয় বুঝেছেন পোস্টটি কি নিয়ে..এহ পোস্টে আমি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি App এর সঙ্গে পরিচয় করিয়ে দিবো…App টির নাম Tiny Scanner.. এটা দিয়ে আপনারা যে কোনো ছবি/image scan করতে পারবেন..Scan করে আপনারা pdf আকারেও  save করতে পারবেন..আবার image আকারেও save করতে পারবেন..বিশেষ করে আপনারা যদি কোনো বই/লেখা Scan করতে চান তাহলে এটা আপনার সবচেয়ে বেশি কাজের..বাকিটা App ব্যবহার করলেই বুঝবেন..

এই App দিয়ে Scan করা কয়েকটি ছবিঃ


Scan করার আগেঃ

Scan করার পরেঃ

Scan করার আগেঃ

Scan করার পরেঃ

Scan করার আগেঃ

Scan করার পরেঃ

  বিঃদ্রঃ আমি search করে Trickbd তে এই app নিয়ে কোনো পোস্ট পাইনি..থাকলে জানাবেন..

চলুন শুরু করা যাকঃ


  প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : Tiny Scanner
App Size    : 39.19 MB

 

App টি open করে Screenshot গুলো ফলো করুন..

“ALLOW” করুন..

এখানে আপনি ২ ভাবে ফটো Scan করতে পারবেন.. 1. সরাসরি ফটো তুলে এবং 2. গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে..আপনার যেভাবে ইচ্ছা Scan করবেন.. সরাসরি Photo তুলে scan করতে চাইলে ক্যামেরায় ক্লিক করলে ক্যামেরা open হবে..একটা ছবি তুলুন.. এবং গ্যালারি থেকে সিলেক্ট করতে চাইলে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করুন..

নিচের ss এর মতো আপনার সিলেক্ট করা বা তোলা ফটোটি ওপেন হবে.. এবং Automatically লেখা অংশটুকু সিলেক্ট হবে.. আপনি এতোটুকু রাখতে চাইলে রাখবেন আর ইচ্ছা হলে পুরোটাই সিলেক্ট করে দিবেন.. তারপর টিকচিহ্নে ক্লিক করবেন..

নিচের ss এর মতো দেখতে পাবেন..এখানে আপনি ৫ টি কালো কালার দেখতে পারবেন গাঢ় থেকে হালকা..আপনি লেখার কালো রং যতটা গাঢ় চান সেটা সিলেক্ট করবেন… তারপর টিকচিহ্নে ক্লিক করবেন..

এখানে এই pdf টির একটি নাম দিগে টিকচিহ্নে ক্লিক করবেন..

আপনি চাইলে pdf টিতে আরো photo Add করতে পারবেন..

দেখুন আমি ২টা photo দিয়ে একটা pdf বানিয়েছি..

কোনো ফটো scan করলে সেটা সরাসরি pdf এবং image ২ ভাবেই save হবে..আপনি Scan করা pdf এবং image গুলো মেমোরির MyTinyScanner ফোল্ডারে পাবেন..

 আজ এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..

অনেকগুলো Image কে Convert করে size কমিয়ে একসাথে pdf আকারে সংরক্ষণ করুন.. [ 2GB to 23 MB ]

$
0
0

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
 

পোস্টের বিষয়ঃ

👉টাইটেল দেখে নিশ্চয় বুঝেছেন পোস্টটি কি নিয়ে.. আপনাদের ফোনে তো অনেক ছবি থাকে..সাধারণত ছবির সাইজ 5/6/7/8 MB এমনকি এর চেয়ে বেশিও হয়.. আপনাদের মেমোরির অনেক জায়গা দখল করে থাকে এই ছবিগুলো.. আপনাদের আজ আমি দেখাবো আপনারা কিভাবে এই ছবিগুলো pdf আকারে একসাথে সংরক্ষণ করবেন এবং সাইজও কমাবেন.. আমি 2 GB+ সাইজের ছবির সাইজ কমিয়ে 23 MB তে এনেছি..তাহলেই ভাবুন কতটা size কমে..Qyality খারাপ হয় না..

  বিঃদ্রঃ আমি search করে Trickbd তে এই app নিয়ে কোনো পোস্ট পাইনি..থাকলে জানাবেন..

চলুন শুরু করা যাকঃ


  প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : IMG2PDF
App Size    : 8.04 MB

 

App টি open করে Screenshot গুলো ফলো করুন..

উপরের Plus(+) চিহ্নে ক্লিক করবেন..

“ALLOW” করুন..

“Gallery” open হবে.. আপনার ইচ্ছামতো যতো খুশী ফটো সিলেক্ট করবেন..একটা Folder এর সব ফটো একেবারে সিলেক্ট করতে চাইলে উপরের দিকে 3টা ডটে ক্লিক করবেন..

“Check All” লেখায় ক্লিক করবেন..

সব Photo সিলেক্ট হয়ে যাবে..নিচের দিকের টিকচিহ্নে ক্লিক করবেন..

“CONVERT TO PDF” লেখায় ক্লিক করবেন..আর হ্যা অবশ্যই এর পাশের Compress এ টিত দিয়ে রাখবেন..

একটু অপেক্ষা করবেন pdf এ Convert হয়ে যাবে..খুব অল্প সময় লাগে.. আমার pdf টা দেখুন..

দেখুন যখন Image আকারে ছিলো তখন ছিলো 166 MB.. আর pdf এ Convert করার পর 5 MB…

আর এটা দেখুন যখন Image আকারে ছিলো তখন ছিলো 2.02 GB.. আর pdf এ Convert করার পর 23 MB…

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..

Play store এর একটি অসাধারণ secret অ্যাপ। যার কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন।

$
0
0

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আপনাকে ট্রিকবিডির পরিবারে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রযুক্তির জয়যাত্রায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো Trickbd.com আর আমরা ট্রিকবিডির পরিবারের একজন হয়ে নিজেকে খুব গরবোধ করছি। প্রথমেই সবার কাছে আমার অনুরোধ পুরো পোস্টটি ভালো করে আগে পড়বেন ।
আমি ট্রিকবিডিতে নতুন এটা আমার প্রথম পোস্ট আশা করি কোন ভুল হলে ক্ষমাকরে দিবেন।

আজকের পোস্টের বিষয়ঃ

আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ একটি Vault App নিয়ে যা গুগল প্লেস্টোরে secret এই অ্যাপ এটার সম্পকে এখনো অনেকেই পরিচিত নয়। আপনারা সবাই তো নিশ্চয় জানেন Vault App হলো Audio, Video, Image Etc. ফাইল লক/হাইড করে রাখার একটি জনপ্রিয় অ্যাপ। আমি আজ আপনাদেরকে যে Vault দেখাবো সেই ভল্ট এপ অন্যান্য যেকোন Vault এর চেয়ে ভালো এবং এর রেটিং অনেক ভালো ফিচার অন্যান্য Vault এর চেয়ে বেশি গুগলে এর রেটিং ৪.৬ যা খুব প্রশংসীয়।

ফিচারসমূহঃ

👉মাত্র একটি অ্যাপেই আপনি আপনার Video, Audio, Photos, Txt, Apk সহ যেকোন ফাইল হাইড করে রাখতে পারবেন। আবার যেকোনো ফল্ডাের ডিজাইন করতে পারবেন।
👉এই ভল্ট অ্যাপ দিয়ে আপনার অ্যাপগুলো নিজের মত লোক করে রেখে দিতে পারবেন।
👉এটা প্রথমত একটি ক্যালকুলেটর যা কেউ বুঝতে পারবে না এটা একটি ভল্ট অ্যাপ। আপনি খুব সহজে হিসাব নিকাশ করতে পারবেন।
👉স্মার্ট লকের সাথে আপনি সবচেয়ে বেশি দেখতে চান এমন অ্যাপ তালিকা দেখতেন পারবেন।
👉এই অ্যাপের গ্যালারি লক দ্বারা ক্যামেরা থেকে আপনার ফটোগুলি কপিএবং ভিডিও রেকর্ড করতে পারবেন। আবার নতুন ব্যক্তিগত গোপন নোট তৈরি করে রাখতে পারেন।
👉নাইট মোড: আপনাে চোখের সুরক্ষার জন্য আপনার গ্যালারি লক করা ছবি এবং ভিডিওগুলিকে নিখুঁত আলোতে দেখতে সক্ষম হবেন।
👉ইনটারড্রায়ার সেলফি: নিজের পছন্দের ব্যাক্তি বা প্যাটার্নের সাথে আপনার অ্যাপ লক সিকিউরিটিটি ভাঙ্গার চেষ্টা করে নিজের স্বতন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে নেওয়া হবে।
👉 ফিঙ্গার প্রিন্ট আনলক: আপনি দ্রুত অ্যাপ্লিকেশন আনলক এবং ক্যালকুলেটরে আপনার ফোনে নিবন্ধিত আপনার আসল আঙ্গুলের ছাপগুলি ব্যবহার করতে পারেন।
👉সুইচ লক: ফোন এর ওয়াইফাই / ব্লুটুথ সুইচ উপর নিয়ন্ত্রণ করে আপনি লক বা আনলক করতে পারবেন।

প্রথমে নিচের লিংক হতে অ্যাপটি ডাউনলোড করে নিন। সাইজ মাএ ৩ এমবি।
Calculator App
এবার install করে অপেন করুন বা অ্যাপটি চালু করুন।

এখানে প্রথমে আপনাকে নিজের মত একটি পিন সংখ্যার password দিতে হবে।

এখন আপনাকে নিজের মত Recovery একটি প্রশ্ন ও উওর দিতে হবে।

এখন দেখুন এটি একটি মাএ ক্যালকুলেটর যা দিয়ে আপনি এখন হিসাব নিকাশ করতে পারেন।

এই অ্যাপটিতে আপনি অনেক কালার সিলেক্ট করতে পারবেন।

প্রথমে যেই সংখ্যার পিন দিয়েছিলেন সেটি লিখুন। এখন মজা দেখতে পাবেন এই অ্যাপের।

এখন আপনি এখানে আপনার ফাইল হাইড করে রাখতে পারবেন। এখন একটি ফাইল আপলোড দিন উপরের মত।

উপরের চিএ অনুযায়ী কাজ করুন।

উপরের চিএ অনুযায়ী কাজ করুন।

উপরের চিএ অনুযায়ী কাজ করুন।

উপরের চিএ অনুযায়ী কাজ করুন।

উপরের চিএ অনুযায়ী কাজ করুন।

এবার দেখুন এই অ্যাপের আসল মজা। এখন আপনার ফাইল হাইড হয়েগেছে গ্যালারী হতে। এখন আপনার ফাইল কেউ দেখতে পারবেনা।
ট্রিকবিডির বন্ধুরা আজ এ পর্যন্তই। কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন।

আবার দেখা হবে এরকম নতুন আরেকটি পোস্ট নিয়ে এতখন ট্রিকবিডির সাথেই থাকুন।

How To Enable WhatsApp Two Step Verification/ WhatsApp এ যেভাবে Two Step verification চালু করবেন।

$
0
0

আসসালামু আলাইকুম
ট্রিকবিডির সকল সদস্যদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। 😘
আমার পোস্টের টাইটেল বা শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন আমি আজকে কোন টপিক শেয়ার করতে চাচ্ছি।
আজ দেখাবো কিভাবে WhatsApp এ Two Step verification চালু করবেন।
এবং এটা চালু করলে আপনার সুবিধা কি?
তাহলে চলুন এটা চালু করার পূর্বে এর সুবিধা সম্পর্কে জেনে নেয়ঃ

•এটা চালু করলে আপনার Password ব্যতীত অন্য কেউ আপনার একাউন্ট এ প্রবেস করতে পারবে না।

• আপনার গোপন কোনো তথ্য থাকলে কেই জানবে না অর্থাৎ ফোনে পাসওয়ার্ড দিলে যেমন সুবিধা এখানেও ঠিক তেমন সুবিধাই।
অনেকেই বলতে পারেন Old Topic বা আগে পোস্ট হয়েছে আমি অনেক খোঁজেছি আগের পোস্ট দেখতে পাইনি তাই পোস্ট করলাম। যারা জানেন তারা পোস্ট এড়িয়ে যাবেন।

তাহলে চলুন দেখি কিভাবে এটি Enable করবেন। নিচের স্ক্রিনশট অনুসরণ করুন


প্রথমে WhatsApp ওপেন করুন তারপর

তারপর Account এ

তারপর

তারপর

তারপর

তারপর

তারপর

তারপর

ব্যাস আমাদের কাজ শেষ এবার আপনার অনুমতি ছাড়া কেউ আপনার WhatsApp এ ঢুকতে পারবে না।
পোস্টটি ভালো লাগলে আর টেকনোলজি বিষয়ে আরোও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
Subscribe Please
ধন্যবাদ।

এবার আপনার বন্ধু কে বিদেশি নাম্বার থেকে call দিন একদম ফ্রি তে।

$
0
0

আসসালামু আলাইকুম

ট্রিকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম।

সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।

আছকে আমি এমন একটি apps নিয়ে এসেছি যার মাধ্যমে বিদেশি নাম্বার থেকে আপনার বিন্ধুকে Call দিন এক দম ফ্রি তে।

বেশি কথা বলবো না সরাসরি কাজে যায়

তো শুরু করা যাক

প্রথমে play Store থেকে এই apps টি install করেন

তার পর ওপেন করে এখানে ক্লিক করেন

তার পর এখানে ক্লিক করেন

তার পর এখানে আপনার GMail দিয়ে এখানে ক্লিক করেন

তার পর এখানে সব কিছু দিয়ে দিন

এখন কাজ শেষ আপনার id খুলা হয়েছে।

এখন কি ভাবে আপনার বন্ধকে call দিবেন তা দেখেন প্রথমে এখানে যান

তার পর এখানে ক্লিক করেন

তার পর এখান থেকে বাংলাদেশ সেলেক্ট করেন

তার পর যাকে call দিবেন তার নাম্বার টা দিয়ে এখানে ক্লিক করেন

তার পর দেখেন call এসেছে

বিঃদ্র:

আপনি একটা id খুলে 10 CREDITS পাবে। আর 10 CREDITS দিয়ে বেশি কথা বলতে পারবেন। এখন কি ভাবে CREDITS বাড়াবেন

প্রথমে এখানে ক্লিক করেন

তার পর এখানে ক্লিক করেন

তার পর এখান থেকে আপনার বন্ধু কে invite করলে CREDITS পাবেন

ভুল মানুষের ই হয় তাই কোন ভুল হয়ে তাকলে মাপ করবেন কোন ধরনে সমস্যা হলে কমেন্ট করুন আমি যতটুকু পারি হেল্প করার জন্য চেষ্টা করব

plz কেউ বাজে কমেন্ট করবেন না

তো আজকের মত বিদায় নিচ্ছি… সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ


কম্পিউটার ব্যবহারকারিরা নিয়ে নিন Keyboard এর সব প্রয়োজনীয় Shortcut Key মাত্র একটি App এ..

$
0
0

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
 

পোস্টের বিষয়ঃ


👉 মাঝে মাঝে আমাদের কিছু কাজ দ্রুত করার প্রয়োজন হয়ে পড়ে..কম্পিউটারে যার জন্য রয়েছে বিভিন্ন Shortcut Key.. কিন্তু এসব Shortcut Key না জানা থাকার কারণে আমরা কাজগুলো করতে পারি না..কাজের গতি বাড়াতে পোস্টটি শুধুমাত্র আপনার জন্য..আবার অনেক সময় আমাদের মাউসের সমস্যা হলে কম্পিউটার অকেজো হয়ে পড়ে কারণ আমরা তো Shortcut Key গুলো জানি না..তাই Mouse ছাড়া কিছু করতেও পারি না.. আর এজন্যই আপনাদের জন্য আজ Shortcut Key এর একটি App নিয়ে হাজির হলাম..আর তাছাড়া মাউসের থেকে কিবোর্ড ব্যবহার করে কাজ করলে আপনার কাজের সময়ও অনেক কমবে৷ মাউস পয়েন্টার নিয়ে সঠিক জায়গায় ক্লিক করে কাজ করতে যা সময় লাগে তার অর্ধেক সময়ে আপনি কিবোর্ডের ব্যবহারে কাজ করতে পারবেন কম্পিউটারে৷

বর্তমান যুগে ফোন নেই এমন কাউকে খুঁজে পাওয়া মুসকিল..আজকাল ছোট ছোট বাচ্চাদের হাতেও স্মার্টফোন থাকে.. যাদের কম্পিউটার আছে তাদেরও নিশ্চয়ই ফোন আছে..আপনারা আপনাদের এই ফোনেই কম্পিউটারের প্রায় সকল Shortcut Key পাবেন মাত্র একটি app এর সাহায্যে এবং আপনার প্রয়োজন অনুযায়ী এই Shortcut Key গুলো ব্যবহার করতে পারবেন..

তো যাদের প্রয়োজন তারা দেরি না করে এখনি App টি Download করে নিন..এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে Keyboard এর ওপর দক্ষতা বাড়ান..
এই একটি মাত্র app এ 40 টি ক্যাটাগরিতে অসংখ্য shortcut key রয়েছে…

  প্রথমে নিচের লিংক থেকে এপটি install করে নিন..
App Name : Computers Shortcuts
App Size    : 6.71 MB

 

App টির কিছু Screenshot দেখে নিন..










এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..

যাদের Adfly একাউন্ট Adfly Apps দিয়ে Login করতে পারছেন না, তাদের জন্য নিয়ে নিন API সমস্যার সমাধান।

$
0
0

কেমন আছেন সবাই, আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজ আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। যারা জানেন, তাদের কাছে হয়ত এটা কোন সমস্যাই না!!! কিন্তু যারা এখনও এ ব্যাপারে জানেনা, তাদের মোটামুটি বড় ধরনের সমস্যাই বটে।

হুমম.. ঠিক তাই জানলে অনেক কিছু আর না জানলে তো কথায় চলে না। Play store থাকা Adfly সফটওয়ার টা Install করার পর যখন Login করতে চাচ্ছিলাম, তখন কিছুতেই Login হচ্ছিলো না।

ঠিক এমন দেখাচ্ছিলো…..

চলুন তাহলে এই Login সমস্যার সমাধান নিই।
নিচের Screenshot গুলো অনুসরন করুন।
আপনার Defult Browser দিয়ে Adfly এ প্রবেশ করি।



Login হয়ে গেলে Tools এ প্রবেশ করি।

এখন Api Documentation এ ক্লিক করি। এবং Api Access Disable লেখা আছে। তা Enable করে দেই।

দেখুন Api Access Enable হয়ে গেছে। এখন সবসময় আপনার Account Apps এর মাধ্যমে Login করতে পারবেন।

এখন Adfly Apps এ প্রবেশ করি এবং Login করি।



[note: সফল ভাবে Login হয়েছে। ]

আজ এতটুকুই‌‌‌…. আগামী পোস্টে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত ভালই থাকুন। ধন্যবাদ সবাই কে।

ভুয়া এসএমএস দেখিয়ে চমকে দিন আপনার বন্ধুকে..না দেখলেই মিস

$
0
0

আসসালামুলাইকুম..আশা করি সবাই ভালো আছেন…
আজকে একটা টিপস‌ নিয়ে হাজির হলাম…
এর আগে এই App নিয়ে আগে একটা পোস্ট হয়ছে সেটা ফ্রি এসএমএস দেওয়া…
কিন্তুু এইটা দিয়ে আপনি আপনার ফোনে যে‌কারো নাম‌ ব্যবহার করে নিজের ফোনে এসএমএস আনতে পারবেন….
ত চলুন‌ শুরু করা যাক…
প্রথমে এই App টা ডাউনলোড করুন


অপেন করুন….
আপনি নাম্বার এর জায়গায় যে‌ কারো নাম‌ ব্যবহার করতে পারবেন…
যেমন আমি দিলাম বিকাশ…
আপনি আপনার ইচ্ছা মত দিন..
সময় দিন..মানে যখন এসএমএস টা আপনার ফোনে যাবে…তারিখ দিন


আর এসএমএস জায়গায় এর আপনার এমএসএস লিখুন..তারপর ফেক‌ লেখায় ক্লিক করুন….

দেখুন…আমার কাছে এসএমএস আইছে…
এইটা দেখিয়ে আপনার বন্ধুকে চমকে দিন..

ভালো লাগলে কমেন্ট করুন…না লাগলে এড়িয়ে যান কিন্তুু কেউ বাঝে কমেন্ট করবেন‌ না….
গালা্গালি না করে রিপোট করুন…
ধন্যবাদ..
ফেসবুকে আমি

আপনার ফোনের কল History/Log ইচ্ছামতো পরিবর্তন করুন আর সবাইকে চমকে দিন..

$
0
0

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
 

পোস্টের বিষয়ঃ


👉টাইটেল দেখে নিশ্চয় বুঝেছেন কি নিয়ে আলোচনা করবো.. আমরা কথা বললে আমাদের ফোনে এটার History/Log থাকে.. যেখানে দেওয়া থাকে কখন, কার সাথে, কোন নাম্বারে, কতক্ষণ কথা বলা হয়েছে.. কিংবা সেটা মিসড্ কল, রিসিভ কল নাকি ডায়াল কল ছিলো তা জানা যায়.. এখন আতি আপনাদের শেখাবো কিভাবে আপনারা এই কল  History/Log পরিবর্তন করবেন.. আপনারা কল করার সময়, নাম্বার, কতক্ষণ কথা বলা হয়েছে তা, রিসিভ কল নাকি মিসড্ কল নাকি ডায়াল কল ছিলো তা পরিবর্তন করতে পারবেন.. আর এটা পরিবর্তন করে কি হবে তা আপনারাই আমার চেয়ে ভালো বলতে পারবেন..

  বিঃদ্রঃ আমি search করে Trickbd তে এই app নিয়ে কোনো পোস্ট পাইনি..থাকলে জানাবেন..

চলুন শুরু করা যাকঃ


  প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : Call Log Editor
App Size    : 6.13 MB

 

App টি open করে Screenshot গুলো ফলো করুন..
নিচের ss এর মতো দেখতে পাবেন.. আপনি চাইলে App এর Password দিতে পারবেন..দিতে চাইলে দিবেন না দিতে চাইলে “Skip” করবেন..আমিও “Skip” করলাম..

2বার 2টি পারমিশন চাইবে.. দুইবারই “Allow” করবেন..

আমি যার কল লগ চেন্জ করবো তা দেখে নিন.. দেখুন 23 May 2018 (10:55) তে একটা Missed Call এসেছিল..

App টির ভেতরে আপনি আপনার কল লগ দেখতে পাবেন.. যে নাম্বারের কল লগ পরিবর্তন করতে চান সেই নাম্বারের ওপর ক্লিক করুন..

নিচের ss এ দেখানো জায়গায় ক্লিক করে আপনি নাম্বার চেন্জ করতে পারবেন..

Save করা নাম্বার দিতে চাইলে “From Contact” এবং নতুন নাম্বার দিতে চাইলে “Enter Number” সিলেক্ট করে “Choose” এ ক্লিক করে নাম্বার দিয়ে “OK” করবেন..

“Missed Call” কে যা বানাতে চান সেটাতে ক্লিক করবেন..”Call Date” এ ক্লিক করে “Date” পরিবর্তন করতে পারবেন.. “Time” এ ক্লিক করে কলের সময় পরিবর্তন করতে পারবেন.. “Duration” এ ক্লিক করে কতক্ষণ কথা হয়েছে তা পরিবর্তন করতে পারবেন..

দেখুন আমি পরিবর্ত করে ফেলেছি.. সময় 1 January 2019 (12:00) কথা বলার সময় দিয়েছি 6 ঘন্টা.. এবার “Update” এ ক্লিক করুন..

দেখুন পরিবর্তন হয়ে গেছে..

আবার এই নাম্বার আমি পরিবর্তন করে আগের নাম্বার দিচ্ছি আমি..

দেখুন পরিবর্তন হয়ে গেছে…

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

[Hot]জনপ্রিয় App Nova Launcher এর Lite ভার্সন ব্যবহার করুন সাথে থাকছে Android P Style Backup File_2018

$
0
0

প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন,আপনাদের দোয়াই আমিও ভালো আছি।

অনেক দিন পর আসলাম!
আসলে ব্যাস্থতার কারনে আর পোস্ট করা হয়ে উঠে না।

আবারো নতুন কিছু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে,50 Million+ ডাউনলোড করা Play Store এর বিখ্যাত লাঞ্চার Nova Launcher আপনাদের সবার ই প্রিয়।

যারা কিছু সম্পর্কে যানেন তাদের মোবাইলে আর কোন লাঞ্চার থাকুন আর না ই থাকুন NOva Launcher থাকবেই।

কিন্তু সমস্যা হলো এই লাঞ্চার টি বেশ র‍্যাম+ব্যাটারি খাই তাই অনেকেই আন ইন্সটল করে ফেলেন,আজকে আমার শেয়ার করা এই লাইট ভার্সন টি ব্যবহার করেন+সাথে থাকছে ফোল প্রিমিয়াম ভার্সন আনলকড,লাটেস্ট ভার্সন।

এটার অরজিনিয়াল সাইজ হলো 8.5MB
আর লাইট সাইজ হলো 4.2MB

সবকিছু ঠিক আছে কোন কিছু বাদ দেওয়া হয় নাই শুধ সাইজ টা কমানো হয়েছে যাথে ইউজার রা ব্যবহার করে মজা পাই।

আর সব থেকে দারুন খবর হলো আমি আপনাদের জন্য Android P Style Nova Backup File বানিয়েছি,যাতে খুভ সহজেই আপনি Android P লাঞ্চার এর মজা নিতে পারবেন।

প্রথমে নিচ থেকে ২ টা ফাইল+এপ ডাউনলোড করুন।

Nova Launcher Lite.apk

Android P.Novabackup

প্রথমে আপনি Nova Launcher Lite টা ইন্সটল দিন!


হয়ে গেলে,AndroidP.Novabackup ফাইল টা ফোল্ডার এর বাহিরে রাখুন।

তারপর Nova Settings এ গিয়ে Backup&Import Settings এ যান।

তারপর Restore Or Manage Backups

ব্যাক আপ ফাইল টা সিলেক্ট করুন,নিচের মত আসবে Ok দিন।

Done!Done!

Screenshoots





Video Review….

 

আশা করি সবার কাছে লাঞ্চার টি ভালো লেগেছে,কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন,কারো যদি কোন সমস্যা হয় তাহলে নিশ্চয় কমেন্ট করবেন ধন্যবাদ।

 

[1st Time On Youtube]Gp Free Net Awesome Speed 2018 Jun 9 With New Vpn

Viewing all 6485 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>