Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all 6485 articles
Browse latest View live

আসুন দেখে নিই Android এ কিভাবে একটি Apps একাধিকবার Install করতে হয়। যার সব গুলোই আলাদা আলাদা ভাবে কাজ করবে।

$
0
0

TrickBD তে সকল কে স্বাগতম। কেমন আছেন সবাই। আশা করি অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি আপনাদের দোয়ায়।

আজ একটি ভিন্নধর্মী টিউন নিয়ে হাজির হলাম। টাইটেল দেখে হয়তো বুজতে পারছেন। আর না বুজলে আমি বুজিয়ে দিচ্ছি। মনে করেন আপনার Android Phone এ Facebook Lite একটা Apps মাত্র একবার Install করা সম্ভব। কিন্তু যদি আবার Install দিতে চান, তাহলে Package Replace হবে, মানে আবার Install হবে ঠিকই, কিন্তু Apps একটাই থাকবে।

তবে আমি এমন একটি পথ দেখিয়ে দিব, কোন Apps যতবার Install করবেন, ঠিক তত গুলোই আপনার ফোনে থাকবে। সব গুলো দিতেই আলাদা আলাদা Account চালাতে পারবেন। অর্থাৎ, একই Apps অনেকগুলো করে বিতে পারবেন।

স্বাভাবিক ভাবে একই বার বার Install হয় না। কারন, package একই থাকে বলে, তা অনেকগুলো Install হয় না। চলুন তাহলে আমরা একই Apps অনেকগুলো বানিয়ে দেখাই।…

যা যা প্রয়োজন পরবে!!!
1## Apk Editor Pro
2## যে Apps কাজ করতে চান, ওইটা।

ধরুন, আমি Facebook Lite কে অনেকগুলো বানাবো। এখন দেখে নেয়া যাক আমার ফোনে কয়টা Facebook lite আছে। মাত্র একবার আছে।

এখন Apk Editor Pro তে প্রবেশ করি। এবং নিচের Screenshot গুলো অনুসরন করি।


এখন এর Application Name | Package name | version | Version code পরিবর্তন করে ফেলি। এবং Save করে দেই।

এখন New Apps টা Install করে ফেলি…


চেক করে দেখুন আপনার ফোনে Lite ২টা হয়ে গেছে। Lite & Lite 2 .
আপনি চাইলে আলাদা আলাদা একাউন্ট চালাতে পারবেন।

এভাবে পরিবর্তন করে আপনি ইচ্ছা মত বাড়াতে পারবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোন টিউনে। ধন্যবাদ সবাইকে…..।


কখন কাকে কল দিতে হবে খেয়াল করাবে app

$
0
0

সরাসরি কাজের কথায় আসি।
অনেক সময় আমাদের কিছু ইম্পরট্যান্ট কল দিতে হয় কিন্তু খেয়াল না থাকায় অনেক বড় সর্বনাশ হয়ে যায়।
সেইজন্য আর কোন চিন্তা নেই এবার কাকে কি দরকারে কখন কল দিতে হবে খেয়াল করে দিবে ছোট একটি app.
প্রথমে app টা নামিয়ে ইন্সটল দিন
এখান থেকে

এরপর app টা ওপেন করে call remind এ ক্লিক করেন।
তারপরে নিচের মত time,date,name,number কি দরকারে কল করবেন সব ঠিক মত লিখে ok করুন

এরপরে দেখবেন notification time মত ঠিকই খেয়াল করে দিবে


ক্লিক করলেই সব দেখতে পারবেন এবং কল দিতে পারবেন।

মাতৃভাষা বাংলায় আরবি ভাষা শেখার জন্য আসাধারণ একটি অ্যাপ!

$
0
0

আজকে আমি আপনাদের সামনে পবিত্র রমজান মাসের শেষদিকে আমাদের মাতৃভাষা বাংলায় আরবি ভাষা শেখার জন্য অসাধারণ একটি অ্যাপের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকের এই অ্যাপটি হচ্ছে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য যার নাম “আরবি শিক্ষা।” আমাদের মধ্যে যাদের আরবি ভাষা শেখার প্রতি আগ্রহ আছে, তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। বিশেষ করে এই রমজান মাসে আমরা সকলেই আরবির প্রতি একটা বিশেষ গুরুত্ব দেই। এটি মূলত মাদ্রাসা লাইনে পড়ুয়াদের এবং মধ্যপ্রাচ্য গামীদের জন্য সহজে আরবি ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ। আর এর বাহিরেও যারা আরবি ভাষা শিখতে চান, (যেহেতু আমরা মুসলমান) তাদের জন্যও এই অ্যাপটি অনেক কাজে আসবে। যার মাধ্যমে সহজে আমাদের মাতৃভাষা বাংলায় আরবি ভাষার বেসিক বিষয়গুলো শেখা যাবে। যা আমাদের আরবি ভাষায় কথা বলার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। প্রথমে অ্যাপটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর অ্যাপটি সম্পর্কে নিচে থেকে কিছু স্ক্রিনশটসহ বিস্তারিতভাবে জেনে নিন।

অ্যাপটি ব্যবহারের সুবিধার্থে অ্যাপটির উপরের অংশে অর্থাৎ উপরের বারে চারটি অপশন রাখা হয়েছে যা ঠিক উপরের স্ক্রিনশটের মত। এই অপশনগুলোর প্রথমটি হলো “পাঠ্যসূচি।” যার মাধ্যমে অ্যাপটিতে থাকা বিভিন্ন পাঠগুলো আলাদা-আলাদাভাবে পড়া যাবে। দ্বিতীয় অপশনটি হচ্ছে “খুঁজুন।” যার মাধ্যমে অ্যাপটিতে থাকা পাঠগুলো সহজে খুঁজে নিতে পারবেন। তৃতীয় অপশনটি হচ্ছে “সংবাদ।” যার মাধ্যমে আরবি ভাষায় বিভিন্ন সংবাদ এবং অ্যাপটি সম্পর্কে বিভিন্ন সংবাদ জানতে পারবেন। আর চতুর্থ অপশন হচ্ছে “অন্যান্য।” যার মাধ্যমে অ্যাপটি সম্পর্কে, অ্যাপটির ফেসবুক পেজ এবং অ্যাপটির আপডেট ভার্সনসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।

উপরের স্ক্রিনশটে দেখুন অ্যাপটির প্রথমদিকের সারির পাঠ্যসূচির তালিকাগুলো।

এইবার দেখুন উপরের স্ক্রিনশটে অ্যাপটির শেষদিকের সারির পাঠ্যসূচির তালিকাগুলো।

উপরের স্ক্রিনশটে দেখুন আরবি ভাষার পরিচিতি। যার মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন এই ভাষাটির কীভাবে উৎপত্তি হয়েছে এবং কোন কোন দেশে এই ভাষাটির প্রচলন রয়েছে ইত্যাদি, ইত্যাদি।

উপরের স্ক্রিনশটে দেখুন আরবি বর্ণগুলো কীভাবে উচ্চারণ করবেন তা বাংলা ও ইংরেজি ভাষায় বানান করে দেওয়া আছে। এছাড়াও কোন আরবি বর্ণের কোন বাংলা প্রতিবর্ণ তাও দেওয়া আছে। যেমন আরবি বর্ণ “আলিফ” এর বাংলা প্রতিবর্ণ “অ” আবার “বা” এর প্রতিবর্ণ “ব” ঠিক এইরকম। যা আপনার আরবি ভাষা শেখাকে আরো সহজ করে দিবে।

ঠিক উপরের স্ক্রিনশটের মত অ্যাপটিতে আরবি সংখ্যাগুলো বাংলা ও আরবিতে সংখ্যা এবং আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় উচ্চারণ করার জন্য বানান দেওয়া আছে।

অ্যাপটিতে আরবি বর্ণ ও আরবি সংখ্যা ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর আরো বিভিন্ন শব্দ রয়েছে। যেমন সাতদিনের নাম, বার মাসের নাম, ঋতুর নাম, রঙের নাম, শুভেচ্ছা বিনিময়, ব্যক্তি ও পরিবার, পশুপাখির নাম, শরীরের অঙ্গপ্রত্যঙ্গসহ বিভিন্ন বিষয়ের উপর কথোপকথন রয়েছে।

এছাড়াও অ্যাপটিতে রয়েছে সাত ঘণ্টার অডিও কোর্সসহ ভিডিও টিউটোরিয়াল। অ্যাপটিতে উক্ত অডিও কোর্স এবং ভিডিও টিউটোরিয়ালসমূহ দেখতে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। আর অন্যান্য ফাংশনগুলোর সময় প্রয়োজন হবে না। অর্থাৎ অন্যান্য ফাংশনগুলো অফলাইনেই ব্যবহার করতে পারবেন।

আজকের মত আমার পোস্টটি এখানেই শেষ করলাম। তো কেমন লাগল আমার আজকের এই অ্যাপ রিভিউ সম্পর্কিত পোস্টটি, তা কিন্তু কমেন্ট/মন্তব্য করে জানাতে ভুলবেন না।

সৌজন্যে – আমার তৈরি করা সকল পোস্ট ও অন্যান্য দরকারি বিষয়ক পোস্ট পেতে আমার ব্লগ সাইটে – www.OwnTips.ml ভিজিট করুন এবং বাংলাদেশি ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে www.BanglarApps.ml সাইটে ভিজিট করুন।

professional ভাবে Logo তৈরি করুন খুব সহজেই

$
0
0

আসসালামুলাইকুম….আশা করি সবাই ভালই আছেন…..
আজকে একটা টিপস নিয়ে হাজির হলাম…
খুব সহকেই Logo তৈরি করুন….
ত চলুন শুরু করা যাক..
প্রথমে একটা app ডাউনলোড করুন….
এখান থেকে

এখন অ্যাপ‌টা অপেন করুন….
অনেক রকম ক্যাটাগরি‌ দেখতে পারবেন…..
আপনার পছন্দ অনুযায়ী‌ ক্যাটাগরি সিলেক্ট করুন…
আমি একটা Lego নিলাম..

এখন‌ আপনার Tittle এর‌ জায়গায় টাইটেল টা লিখুন…..
এজন্য আপনাকে টাইটেল লেখার উপর ক্লিক করতে হবে….
ক্লিক করলে লেখার জায়গায় নিয়ে যাবে…


এখন স্লোগান লিখুন….আপনার পছন্দ অনুযায়ী স্লোগান লিখুন…
এজন্য আপনি আগের‌ মত স্লোগান এর উপর ক্লিক করুন….
ঠিক টাইটেলের মত আপনার স্লোগান লিখুন..
লেখা শেষ হইলে…
আপনি আপনার Logo টা‌ আরো সন্দুর করতে Graphic এ ক্লিক করে সন্দুর দেখে একটা Graphic সিল্টেক করুন….


এখন আপনি যদি Extra কোনো লেখা দিতে চান তাইলে text ক্লিক করুন….
আর Background এর রং পরিবর্তন করতে background ক্লিক করুন…

আপনি বিভিন্ন স্টাইলে লেখা দিতে পারবেন….তারপর বিভিন্ন করমের background এ দিতে পারবেন..
লেখার সাইজ পরিবর্তন করতে পারবেন…



আপনার‌‌ মন মত সব কাজ করুন…সব কাজ শেষে এবার উপরের দিকে‌ ছবি সেভ করার অপশন পাবেন..
ক্লিক করে সেভ করুন.
.


এজন্য চারটা অপশন পাবেন…PNG তে ক্লিক‌করে সেভ করুন.

দেখুন কত সন্দুর Logo

আপনি ইচ্ছা করলে App , দিয়ে না করলে তাদের নিজস্ব website দিয়েও Logo তৈরি করতে পারবেন…
www.designevo.com
আজ এই‌ পযন্তই…
ভুল‌ হলে ক্ষমা করে দিবেন….তাড়া হুরো করে পোস্ট লিখছি….
ভালো ভাবে সাজাইতে বা লিখতে পারি নাই…
ধন্যবাদ..
find me fb

মোবাইল দিয়ে প্রফশোনাল ভাবে ফ্যানি ডাবিং ভিডিও‌ তৈরি করুন[ডাবিং পাগলারা মিস করবেন না]

$
0
0

আসসালামুলাইকুম…আশা করি ভাল আছেন…
আজকে একটা টিপস নিয়ে হাজির হলাম…
আমরা অনেকই ডাবিং ভিডিও বানানোর জন্য পাগল হয়ে থাকি..
কম্পিউটার দিয়ে খুব সহজে বানানো যায়….
কিন্তুু মোবাইল বানানো যায় এইটা খুব কম মানুষই. জানে…

আর এই বিষয়ে ট্রিকবিডিতে আছে কি না জানি না…
থাকলে রিপোট করে করুন..যাতে ডিলিট করে দেয়….
ত চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে…
ডাবিং ভিডিও বানানোর জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে…
আর সবচেয়ে বড় কথা হল…আপনি কি বিষয়ে ভিডিও বানাবেন সেইটা ঠিক করা…এই‌ জন্য আপনাকে লিখে রাখতে পারেন…
হোক সেটা জোকস.কবিতা..গান…আপনার ইচ্ছা মত করুন….
যেই‌ লেখা দিয়ে ভিডিও বানাবেন সেইটা খাতায় লিখে রাখুন…
আর যে ভিডিও‌ দিয়ে ডাবিং ভিডিও বানাবেন সেইটা ডাউনলোড করুন…
ইউটিউব থেকেক আপনার পছন্দ অনুযায়ী ভিডিও ডাউনলোড লাগবে…..

এবার power director অ্যাপ ডাউনলোড করুন….
পেইড অ্যাপ‌ ডাউনলোড করতে হবে…
তবে ভালো মানের ডাবিং ভিডিও বানাতেন পারবেন…
গুগুল ড্রাইভ লিংক..
কাজ না করলে বলুন..বিকল্প ব্যবস্থা করতে হবে..
পেইড অ্যাপ‌ ডাউনলোড করুনএখান থেকে
এবার অ্যাপ টা অপেন করুন..

স্কিনসোর্ট জায়গাই ক্লিক‌ করুন
একটা প্রজেক্ট নাম লিখুন

এবার আপনার কাংক্ষিত ভিডিওটা ডাউনলোড করুন.

এখন ভিডিও‌ টি থেকে‌ সাউন্ড রিমুভ করে দিতে হবে…
এজন্য নিচে দেখানো মিউজিক এ‌ ক্লিক করুন..

এবার সাউন্ড গুলো সব শুন্য করে দিন…
মানে নিচের দিকে নিয়ে সাউন্ড রিমুভ করে দিন…

এবার আপনি আপনার কথা গুলো রেকড করার জন্য এখানে ক্লিক করুন….

নিচে দেখানো জায়গায় ক্লিক‌ করলে‌ আপনার‌কথা‌ গুলো‌ রেকড করার‌ জায়গায় নিয়ে‌ যাবে..


এবার রেকড শুরু‌ করার জন্য লাল‌ অপশনটাই‌ ক্লিক করুন…
আর হ্যা..এজন্য. ভালো মাইক্রোফোন ব্যবহার করতে পারেন…
নইলে ভালো মানের ভিডিও হবে না..
কারো না থাকলে‌ ফোনের হেড দিয়েও‌ করতে পারবেন‌‌….

এবার রেকোডিং শুরু হয়ে যাবে..
আস্তে আস্তে ভিডিওটির সাথে তাল‌ মিলিয়ে আপনার জোকস বা যেটা বানাবেন সেটা বলতে থাকুন…
আপনি চাইলে‌ ভিডিও‌ টির কিছু অংশ যদি বাদ দিতে চান তাও পারবেন…
এজন্য নিচে দেখানো স্কিনসোর্ট জায়গায় ক্লিক করে বাম দিকে যতটুকু বাদ দিতে চান‌‌ বাদ‌ দিতে পারবেন.‌

আর আপনি ভিডিও pause করে রেখে ভালো ভাবে ডাবিং করবেন..তাইলে ভালো হবে…
আর দুই জনের চরিত্র হলে আগের একজনের তা রেকড করে‌..pause করে আবার দ্বিতীয় চরিত্র রেকড করার‌ জন্য প্রস্তুতি নিন…
তাইলে অসুবিধা হবে না…
আর অ্যাপ টা নিয়ে ঘাটা ঘাটি করে অনেক সন্দুর‌ করে ভিডিও‌ সাজাইতে পারবেন…আর ট্রিকবিডির. ভিজিটর রা ভালোই‌‌ পারে এই গুলা…
সব কিছু ঠিক ঠাক থাকলে এবার সেভ করার পালা..
এখানে ক্লিক ‌করুন

produce ক্লিক করুন‌


আশা করি ভালোই‌ লাগবে…
আর আমি অত টাও‌ প্রফশোনাল না…
আর আপনি নিয়ে ঘাটাঘাটি করলে আস্তে আস্তে সব বুঝতে পারবেন…
আর আগেই ক্ষমা চাইলাম..যদি কোনো ভুল হয়ে থাকে..
আমি আসলে গুছিয়ে লিখতে পারি না..তারপরও‌ চেষ্টা করছি…
আর ভাই অনুরোধ বোকাঝোকা কইরেন‌ না…
মানুষ মাত্রই ভুল..
আর সবচেয়ে বড় কথা হলে…একটা পোস্ট লিখতে মানে‌ স্কিনসোর্ট তোলা..ইডিট করা…পোস্ট‌ লিখতে দুইঘন্টা লাগে ..
যারা লিখে তারাই বোঝে..
ত ভালো ব্যবহার করলে ভালো লাগবে..

.না বুঝলে‌ কমেন্ট করুন
ধন্যবাদ..
ফেসবুকে আমি

শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপ, নিয়ে নিন বিশ্বকাপের লেটেস্ট ফিক্সার, সময়সুচি ও লাইভস্কোর নিয়ে Android App

$
0
0

আর মাত্র কয়েকঘন্টার ব্যবধান। তারপরেই শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮।এই মুহুর্তে ফোনে একটি ফিফা বিশ্বকাপের সময় সুচি সম্বলিত এ্যাপ না থাকলেই নয়।

 

তো চলুন নামিয়ে নেই একটি ফিফা ফিক্সারের এ্যাপ।

 

নামঃ Fifa Fixture – ফিফা ফিক্সার 

সাইজঃ ৭ মেগাবাইট

ডাউনলোডঃ   Play Store Link

ডাউনলোডঃ Google Drive Link

 

 

 

চলুন দেখে নেয়া যাক এ্যাপটির কিছু স্ক্রিনশট ও ফিচার ফটো-

 

 

 

 

 

সুবিধা গুলো আরও একবারঃ

১। ফুল ফিক্সার ও সময়সুচি

২। প্রতিটি দলের আলাদা আলাদা সময়সুচি

৩। গ্রুপ বিভক্তি

৪। লাইভ স্কোর

৫। স্কোর বোর্ড

 

 

আর কিছু বললাম না। বাকিটা নিজেরা ইউজ করলেই বুঝবেন। ধন্যবাদ।

 

 

২০১৮ সালের সেরা লান্চার। যার কাজ দেখলে অবাক হবেন।

$
0
0

আজকে আপনাদের সঙ্গে প্লে স্টোরের বহুল আলোচিত Anole launcher অ্যাপ সম্পর্কে বিস্তারিত রিভিউ করব। Anole Launcher দিয়ে দৈনন্দিন জীবনে যেসব গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারবেন তার একটি তালিকা আমি নিচে দিলাম।

—- ————————————————
► অ্যাপ্লিকেশন হাইড করতে পারবেন।
► গোপনীয় সেটিংস লক করতে পারবেন।
► প্যাটার্ন লক দিতে পারবেন।
► ডেস্কটপে ফ্রিজ করতে পারবেন।

► ফোন চিন্ততা মুক্ত ভাবে শেয়ার করতে পারবেন।
► ব্যাচ সরানো এবং আইকন সাজাতে পারবেন।
► ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন।
► প্রত্যেকের জন্য আলাদা অ্যাপ্লিকেশন নির্বাচন করতে পারবেন।
► গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশানগুলি সুরক্ষিত রাখতে পারবেন।
► লেআউট পরিবর্তন করতে পারবেন।
► মাল্টি-স্ক্রিন ব্রাউজিং।
► অনুসন্ধান বার থেকে অ্যাপ্লিকেশন অনুসন্ধান করতে পারবেন।
► আরো বৈশিষ্ট্য  আছে।

আশা করি উপরোক্ত বর্ণনা পড়ে Anole launcher সম্পর্কে অনেককিছু জেনেছেন। তবে সম্পূর্ণ রিভিউ পড়লে আরও অনেক কিছু জানতে পারবেন।

Anul launcher টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

অ্যাপ সাইজ মাত্র- 3.3 MB
# Anul launcher ডাউনলোড করার পরে যখন ইন্সটল করবেন। তারপর ওপেন করবেন।
অ্যাপটি ওপেন করার পরে আপনাদের দুইটি স্টেপে একটি প্যাটার্ন লক দিতে হবে।

তারপরে নিচের ছবির মত  পাসওয়ার্ড রিকভারি করার জন্য একটি ইমেইল দিতে হবে।

বিশেষ করে Anule launcher ক্ষেত্রে আর কোন সেটিংস নেই। তবে features ব্যবহার করার জন্য কিছু সেটিংস করতে হবে।

উপরের ছবির মত মোবাইলের হোম স্ক্রিনে যেকোন অ্যাপকে দীর্ঘক্ষন ট্যাপ করে রেখে এক ক্লিকে আনইন্সটল অথবা শেয়ার করতে পারবেন। এইরকম সুবিধা হয়তো অনেক মোবাইলে দেওয়া থাকে কিন্তু সব মোবাইলে এই সুবিধা পাওয়া যায় না। তবুও একটা কথা সব সময় চলে আসছে মোবাইল শেয়ার করা, তো চলুন এই বিষয়ে একটু বিস্তারিতভাবে কথা বলি যেটা এই লঞ্চারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফিচার।

#মোবাইল শেয়ার করা।

মোবাইল শেয়ার করা বলতে আমি যা বুঝাতে চাচ্ছি, আমাদের অনেক সময়  ফ্রেন্ড, রিলেটিভ, ফ্যামিলি মেম্বারদের মোবাইল দিতে হয় বিভিন্ন কাজের জন্য। তবে মোবাইল দেওয়ার পরে আমাদের একটি হতাশা থাকে তা হলো কোনো গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট বা কোন গোপনীয় ফাইল  দেখে ফেলার আশঙ্কা। এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মোবাইল কোম্পানি তাদের মোবাইলে ডিফল্ট ভাবেই এই সেটিংস টা দিয়ে রেখেছে। তবে  যাদের মোবাইলে সেটিংস নেই তারা এই লন্চার ব্যবহার করতে পারেন।
তাহলে এক নজরে দেখে নেওয়া যাক মোবাইল শেয়ার কিভাবে করতে পারবো।

 Anule Launcher ব্যবহার করার সময় যখন হোমস্ক্রিনে ডান দিক থেকে বাম দিকে একবার স্লাইড করবেন। তখন এই রকম একটা প্যাটার্ন বক্স আসবে। এখানে আপনি অ্যাপটি ওপেন করার সময় যেই পাটার্ন দিয়েছিলেন। সেই পাটার্ন দিয়ে  কনফার্ম  করুন।

 

প্যাটার্ণটি সঠিকভাবে দেওয়ার পরে আপনি শেয়ার অপশনে ক্লিক করুন।

 শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনি প্রথমে মানুষের মত একটা ছবি পাবেন। যেখানে ক্লিক করার পরে নিচের ছবির মত গ্যায়েস লিস্ট দেখতে পাবেন। সেখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি  যাকে মোবাইল দিতে চাচ্ছেন তার নাম লিখে সেট করুন।
 তারপর তাকে কোন কোন অ্যাপস ব্যবহার করার পারমিট দিতে চাচ্ছেন। তা সিলেক্ট করে শেয়ার অপশনে ক্লিক করুন।

দেখেন আমি অ্যাপ সিলেক্ট করার পরে যখন শেয়ার বাটনে ক্লিক করছি.। তারপরে আমি যে কয়টা অ্যাপ সিলেক্ট করছিলাম। তাছাড়া আমার মোবাইলে আর কোন অ্যাপ দেখানো হচ্ছে না। তার মানে আমি এই কয়টা ছাড়া আর কোন অ্যাপ ইউজ করতে পারবো না।
তাই বলা যায় আপনি যখন এই সেটিংস টা অন করে। আপনি কাউকে মোবাইল ধার দিবেন তখন আপনাকে কোন চিন্তা করতে হবে না কিছু হারাবার।

 উপরে এতক্ষণ দেখলাম কিভাবে মোবাইল শেয়ার করবেন এবং আপনি চিন্তা মুক্ত ভাবে কাউকে মোবাইল ধার দিবেন। এখন দেখব কিভাবে মোবাইল শেয়ার সেটিংস টা ডিজেবল করে আগের সমস্ত অ্যাপ আপনি ইউজ করতে পারবেন।
# এজন্য আপনাকে  Homescreen থেকে ডান থেকে বাম দিকে একবার স্লাইড করতে হবে। তারপর আপনার দেওয়া প্যাটার্ন লক টি দিয়ে যখন কনফার্ম করবেন। তখন আপনি আগের সমস্ত অ্যাপ ব্যবহার করতে পারবেন বা আগের মত ইউজ করতে পারবেন।

#অ্যাপ হাইড করা

 
 
 অ্যাপ হাইড করার জন্য আপনাকে homescreen থেকে বাম থেকে ডান দিকে একবার স্লাইড করতে হবে। তারপর আপনার প্যাটার্ন লক টি দিয়ে যখন কনফার্ম করবেন। তখন নিচের ছবির মত দেখতে পাবেন।
 উপরের ছবিতে  প্লাস(+) আইকনে  ক্লিক করে যে কয়টা অ্যাপ সিলেক্ট করবেন। সে কয়টা হাইড হয়ে যাবে। আশা করি এটা নিয়ে বেশী কিছু লেখার প্রয়োজন নেই।
# আপনারা দেখতে পাচ্ছেন, আমি এডসেন্স অ্যাপ হাইড করেছি। তাই হাইড করা apps পাওয়ার জন্য আপনারা এইখানে আসলেই হাইড করা সমস্ত অ্যাপ এইখানে পেয়ে যাবেন। যা এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন।
# এই অ্যাপসে  ছোট বড় আর অনেক সেটিংস রয়েছে। যা লিখতে গেলে আরো অনেক লেখার প্রয়োজন হবে। তাই আমি নিচে  একটি ভিডিও দিলাম যে ভিডিওটি আপনারা অবশ্যই একবার হলেও দেখবেন।

 

 আপনাদের কাছে আমার একটাই চাওয়া যদি পোস্টটি ভালো লেগে থাকে।তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন।

# চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

যে কারো ম্যাসেজ ইডিট করে সবাইকে অবাক করে দিন, না দেখলে ১০০% মিস করবেন।

$
0
0

♥♥আসসালামু আলাইকুম♥♥

♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

👉উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।অনেক দিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম।আর আজকেই আপনাদের সামনে অস্থির একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি।যে কারও বা যে কোন ম্যাসেজ ইডিট করে যে কাউকে আপনি অবাক করে দিতে পারবেন খুব সহজেই।মনে করেন আপনার কোন ক্লোজ মেয়ে বান্ধবি দুষ্টামি করে আপনাকে I hate you লিখে সেন্ট করলো।এখন আপনি সেটা ইডিট করে I love you করে আআপনার বান্ধবিকে দেখায় অবাক করে দিতে পারবেন।একটা কথা বলে রাখি আপনারা এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।এটা শুধু শিখার জন্য আমি শেয়ার করলাম।যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে তাহলে আমি,বা ট্রিকবিডি কোন ভাবে দায়ি থাকবে না।তো চলুন বেশি কথা না বলে আসল কাজে আসা যাক।

👉এই অ্যাপ ডাউনলোড করতে playstore আপনাকে প্রায় ৮০ টাকা দিয়ে কিনতে হবে।আমি নিচে একটা লিংক দিলাম সেটা থেকে আপনারা ফ্রিতে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

https://play.google.com/store/apps/details?id=com.rayy.android.editad

👉তারপর আপনি একটা ম্যাসেজ সিলেক্ট করুন যেটা ইডিট করবেন।তো আমি নিচের ম্যাসেজ টি ইডিট করে দেখাব আপনারা দেখুন সেখানে ৫৬ টাকা রিচার্জ দেখাচ্ছে আমি এটা ইডিট করে ৫৬০০ টাকা রিচার্জ দেখাব।

👉তারপর sms Edit অ্যাপটি অপেন করুন।যদি অ্যালাউ চায় তাহলে দিয়ে দিবেন।তারপর নিচের মত আপনার ফোনের সব ম্যাসেজ দেখাবে।তো যেটা ইডিট করবেন সেটার উপর ক্লিক করুন।

👉তারপর নিচের মত আপনার ম্যাসেজ টি ভিউ করলে আসবে।যেটা ইডিট করবেন সেটার উপর ক্লিক করুন।

👉তারপর নিচের মত আপনার ইডিট করা অপশন চলে আসবে।সেখানে আপনি আপনার মন মত ইডিট করে নিন।আমি ৫৬ টাকার জায়গায় ৫৬০০ করে দিলাম।তারপর নিচের save লেখার উপর ক্লিক করুন।

👉তারপর নিচের মত পেজ আসবে আপনারা দেখানো মত জায়গায় টিক চিহ্ন দিয়ে ok লেখায় ক্লিক করুন।

👉তারপর নিচের মত আসবে সেখানে yes লেখার উপর ক্লিক করুন।

👉তো কাজ শেষ এবার ম্যাসেজ অ্যাপে গিয়ে দেখুন ইডিট হয়ে গেছে।দেখুন আমার টা ৫৬০০ টাকা রিচার্জ দেখাচ্ছে।এখন আপনি যদি এই ম্যাসেজ টা আপনার বন্ধুদেরকে দেখান তাহলে অবাক হবে কিনা আপনারাই বলুন😁

যারা পোস্টটি বুঝতে পারেন নাই তারা নিচে ভিডিও টা দেখতে পারেনঃ

👉যারা পোস্ট টা কম বুঝছেন তারা নিচ থেকে ভিডিও টা দেখুন।আর আমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি তো আমার পোস্ট গুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি Subscribeকরুন।


প্লিজ সাসক্রাইব করুন আমার চ্যানেলটি



👉আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ


অ্যাপ বানিয়ে আয় করুন ১ম পর্ব

$
0
0

আমি কিছু আগে বলেছিলাম যে, আপনাদের কিভাবে অ্যাপ বানাতে হয় তা শিখানো চেষ্টা করব।তাই চলে আসলাম…

 

আশা করি সবাই ভালো আছেন…!!! আমি ও ভাল আছি। আর দেরি না করে শুরু করা যাক…

 

আমি গত দিন অ্যাপ বানাতে কি কি দরকার হয় তা নিয়ে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে ধারনা দেওয়ার চেষ্টা করব Appybuiler নিয়ে।

Appybuiler এ অ্যাকাউন্ট করতে আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, আশা করি সবার জিমেইল অ্যাকাউন্ট আছে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করে নিবেন।

প্রথমে যেকোন একটা ব্রাউজার ওপেন করবেন। (মোবাইল অথবা পিচি দিয়ে। মোবাইল  দিয়েও খুব সহজে অ্যাপ বানাতে পাবেন)

তার এড্রেস বারে লিখবেন – www.appybilder.com

এই সাইটটি ওপেন হবে। তারপর উপরে দেখবেন BUILD NOW আছে, যেটা আমি মার্ক করে দিয়েছি। BUILD NOW ক্লিক করুন।

এবার আপনার জিমেইল আর পাস দিতে হবে। জিমেইল ,পাস দিলে অ্যাকাউন্ট করা হয়ে যাবে appybuilder এ।

appybuilder এ অ্যাকাউন্ট করা শেষ হলে এই পেজটা আসবে। আপনারা উপরে দেখতে পাবেন Start New Project ( আমি মার্ক করে দিছি) ওখানে ক্লিক করবেন।

Start New Project ক্লিক করলে এমন একটা পেজ আসবে। এখানে আপনার Project Name দিতে হবে। আমি এখানে New_App দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মত দিতে পারবেন। Project Name এর ওখানে আপনাদের ইচ্ছা মত নাম দিয়ে OK ক্লিক করুন।

এখন আমরা চলে আসলাম মাইন পেজে যেখান থেকে আমরা অ্যাপ বানাবো।

এই পেজে দেখুন আমি কিছু অংশ মার্ক করছি। এখান থেকে আমরা সব কম্পনেট নিব। আমাদের কাজ করার সময় যখন যে কম্পনেট দরকার হয় তখন সে কম্পনেট নিয়ে বিস্তারিত আলোচনা করব।

User Interface এ ক্লিক করলে আমরা পাব। Button, CheckBox, Chronometer, DatePicker, FloatingButton, GalleryViewer, GridView, Image, Label, LinedTextBox, ListPicker, ListPickerCustom, ListView, ListViewCustom, Notifier, PasswordTextBox, ProgressBar, RatingBar, Slider, Spacer, Spinner, Switch, TextBox, TimePicker, Toggler, WebViewer.

Layout  এ ক্লিক করলে আমরা পাব।

HorizontalArrangement, HorizontalScrollArrangement, TableArrangement, VerticalArrangement, VerticalScrollArrangement.

Media এ ক্লিক করলে আমরা পাব।

Camcorder, Camera, ImagePicker, Player, Sound, SoundRecorder, SpeechRecognizer, TextToSpeech, VideoPlayer, WallpaperManager, YandexTranslate.

এগুলা সব কম্পনেট আরও অনেক কম্পনেট  আছে।
Drawing and Animation
Maps
Sensors
Social
Storage
Connectivity
LEGO® MINDSTORMS®
Visualization
Monetize
Advanced
Experimental
Extension

সব কম্পনেট  যখন যে কম্পনেট  দরকার তখন সে কম্পনেট  নিয়ে কথা বলব।

আমি এখন যে অংশ মার্ক করছি সেটা হয়ছে Main Screen. যেখানে আমরা অ্যাপ ডিজাইন করব।

আমি এখন যে অংশ মার্ক করছি, Add Screen. এইটা কাজ হলো অ্যাপ এর পেজ অ্যাড করা। যখন পেজ অ্যাড করতে হবে তখন Add Screen এ ক্লিক করতে হবে।

Add Screen ক্লিক করলে তখন Screen Name চাইবে আপনার ইচ্ছা মত নাম দিতে পারবেন । ইচ্ছা মত নাম দিয়ে  OK ক্লিক করবেন

 

এইবার সবার নিচে দেখবেন Title Visible এই অপশনে টিক মার্ক আছে সেখানে ক্লিক করুন দেখবেন টিক মার্ক আর নাই।

Title Visible থেকে টিক মার্ক তোলার কারণ হলে এই পেজের মোবাইল এর উপরের অংশে এতখন একটা লাল বার ছিল সেটা বাদ দেওয়ার জন্য। এই পেজের মার্ক করা App Name যেখানে আছে সেখান থেকে অ্যাপ নাম দিতে হয়। আর Icon এর ওখানে অ্যাপ আইকন দিতে হয়।

 

 

আজকে এই পর্যন্ত আশা করি আগামী পর্বে আরও বিষয় নিতে আলোচনা করব। সব কিছু যদি একদিনে আলোচনা করা হয় তাহলে হয়ত কিছু বুঝতে পারবেন না । তাই পর্ব আকারে আলোচনা  করছি।

 

কোনো কিছু যদি ভুল হয় ক্ষমা চোখে দেখার জন্য অনুরোধ করছি।

 

ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন

[New] এক ঝলকে দেখে নিন 900KB এর সুপার ফাস্ট UC Share এপ।বদলে দেবে দেখার দুনিয়াকে!

$
0
0

আসসালামু আলাইকুম,
সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা।
আসা করি সকলেই ভালো আছেন।আমার সময় না থাকাই আমি ট্রিকবিডিতে অনেকদিন পোষ্ট করতে পারিনি।আজ অনেকদিন পর সময় পেয়েছি তাই ট্রিকবিডিতে চলে এলাম একটি পোষ্ট করতে।

এই পোষ্টের বিষয়: “UC Share” এপ, ইজ দ্যা রিয়েল ফাইল সেয়ারিং এপ।

UC Share এপটি নিয়ে কিছু কথা
১.এই UC Share এপটি হচ্ছে আলিবাবা কোম্পানির।
২.এপটির সাইজ মাত্র: ৯৮০ কেবি।
৩.যাদের ফোনের র‍্যাম+রম কম তাদের জন্য ভালো একটি এপ।
৪.লেনোভো কোঃ এর সেয়ারিট এপ(updated), রমে ৩০এমবি+ স্টোরেজ দখল করে।আর এই আলিবাবা কোঃ এর UC Share এপটি রমে ১এমবি+ স্টোরেজ দখল করে।
৫.এপটি অনেক স্মুথ।সেইসাথে ডিজাইনটাও অনেক জোস।
৬.ডাউনলোড লিংক : UC Share App on Play Store
৭.ডাউনলোড লিংক : UC Share App on Apkpure

হালকা রিভিউ
ওপেন করুন।

হালকা নিয়ম।

ইন্টারফেস।

[center]•[/center]

পোষ্টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ এখানেই পোষ্ট শেষ করলাম।বেঁচে থাকলে আগমীতে আরো নতুন কোনো পোষ্ট নিয়ে হজির হবো আপনাদের সামনে। আমার জন্য সকলেই দোয়া করবেন।
ধন্যবাদ।

ফেসবুকে আমি

ফুটবল বিশ্বকাপ ২০১৮ এর জন্য দারুন অ্যাপ। সময়সূচী, লাইভ খেলা দেখা সহ পাবেন আরও অনেক কিছু । Football World Cup 2018 App

$
0
0

সবাই কেমন আছেন………?????

আজকে আমি আপনাদের সাথে আমার তৈরি করা ফুটবল বিশ্বকাপ অ্যাপ নিয়ে কথা বলব !!

এই অ্যাপটায় পাবেন ৬ টা ফিচার !! ( সময়সূচী, গ্রুপ, লাইভ স্কোর, দল ও খেলোয়ার, লাইভ স্ট্রেমিং ও পয়েন্ট টেবিল)

অ্যাপটি প্লে স্টোর আপলোড করেছি !!

আপনাদের এই অ্যাপের গ্রুপ ছাড়া অন্য অপশন গুলা দেখতে এম্বি লাগবে ।

আমি সময়সূচী এবং দল ও খেলোয়ার অফলাইনে দিতে পারতাম । কিন্তু অনেক গুলা ম্যাচ এবং অনেক খেলোয়ার তাই ভুল হয়ে যেতে পারে । এজন্য অনলাইনে করে দিয়েছি যাতে আপনারা কোনো ভুল তথ্য না পান ।

আপনাদের প্রতিদিন ২-৩ এম্বি এর বেশি লাগবে না সব গুলা দেখতে । শুধু লাইভ খেলা দেখতে বেশি এম্বি লাগবে । এটা তো বুঝেনই।

লাইভ খেলা দেখার জন্য মাছরাঙা টেলিভিশন চ্যানেল অ্যাড করা আছে ।

অ্যাপটি ভালো লাগলে ৫ স্টার রেটিং দিবেন আশা করি !!

অ্যাপটি মাত্র ৬ এম্বি !!

অ্যাপ লিংকঃ এখানে ক্লিক করে ডাউনলোড করুন

আর অ্যাপটি সম্পর্কে আরও জানতে নিচের ভিডিও টা দেখতে পারেন !

আর নিচে কিছু স্ক্রিনশট দেয়া আছে !!

ধন্যবাদ সবাইকে

ফেসবুকে আমি Saedul Rakib

নিজের ছবি দিয়ে ঈদ কার্ড বানিয়ে ঈদের শুভেচ্ছা জানান বন্ধুদের

$
0
0

আসসালামুলাইকুম…আশা করি ভালই আছেন…
সবাই কে ঈদ মোবারক….
আজকে একটা টিপস নিয়ে হাজির হলাম…
আমাদের সবাই ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানাচ্ছে…আপনি একটু ব্যতিক্রম ভাবে জানান তাদের ঈদ মোবারক….
ঈদ কার্ড বানিয়ে সন্দুর ভাবে শুভেচ্ছা জানান….
ত চলুন শুরু করা যাক….
প্রথমে এই অ্যাপ টি ডাউনলোড দিন…

তারপর অপেন করুন..
স্কিনসোর্ট দেখানো জায়গায় ক্লিক করুন…

এখন আপনার পছন্দ অনুযায়ী একটা ছবি সিলেক্ট করুন..
তারপর‌ ফ্রেম পাবেন সেখানে আপনার ছবি টি সন্দুর ভাবে বসান…
আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড টা পরিবর্তন করতে পারবেন‌…
এজন্য সাইটেই‌ একটা অপশন আছে ওইটাই ক্লিক করে পরিবর্তন করে পছন্দ মত সিলেক্ট করুন

এখন ছবিটি‌ সেভ করতে ঠিক চিহ্ন ক্লিক করুন…


ব্যস ..কাজ শেষ…
এখন সবাইকে শুভেচ্ছা জানান…
কেউ বাঝে কমেন্ট করবেন না…
ভালো না লাগলে রিপোট করুন…
ধন্যবাদ..
ফেসবুকে আমি

Fifa World Cup 2018 – খেলা দেখুন MX Player দিয়ে একদম ক্লিয়ার।

$
0
0
বর্তমান সময়ে সবচেয়ে সেরা ট্রপিক যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হল Fifa world cup । কিন্তু দুঃখের বিষয় হলো কিভাবে Fifa world cup খেলা দেখবেন এটা নিয়ে Trickbd তে  তেমন কোনো ধরনের পোস্ট নেই।

 তাই আজকের পোষ্টের ট্রপিক হল কিভাবে Fifa world cup খেলা দেখবেন সরাসরি সম্প্রচার। তাই ঘুরায় প্যাঁচায় আর কিছু না বলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের পোস্ট।


 প্রথমে অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 অ্যাপটি ডাউনলোড করার পর যখন অপেন করবেন। যদি তখন কোনো খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে এরকম তিনটি অপশন  থাকবে ।যথাক্রমে…….

  1.  প্রথমটি খেলা দেখতে ইংরেজিতে কথা বলবে।
  2.  দ্বিতীয় টি খেলা দেখতে হিন্দিতে কথা বলবে।
  3.   যারা বাংলা কথা শুনে খেলা দেখতে পছন্দ করেন, তারা তিন নাম্বার সিলেক্ট করতে পারেন।
 যেকোনো একটি চ্যানেল সিলেক্ট করার পরে যখন ওপেন করবেন তখন আপনাকে কোয়ালিটি সিলেক্ট করে দিতে হবে।
 কোয়ালিটি সিলেক্ট করার সময় অবশ্যই আপনার নেটওয়ার্ক এবং mb এর দিকে খেয়াল রাখতে হবে ।কারণ কোয়ালিটি সিলেক্ট করার মাধ্যমে আপনার Mb কাটবে।
 আবার কোয়ালিটি সিলেক্ট করার মাধ্যমে আপনি ক্লিয়ার এবং আনক্লিয়ার ভাবে খেলা দেখতে পারবেন ।সম্পূর্ন আপনার উপর নির্ভরশীল।
 কোয়ালিটি সিলেক্ট করার পরে যে কথাটি আসে সেটা হচ্ছে কোন প্লেয়ারের মাধ্যমে আপনি খেলাটি দেখতে চান ।আপনি যদি mx player দিয়ে খেলাটি দেখতে চান তাহলে mx player সিলেক্ট করবেন। 
আপনি যদি খেলা দেখার পাশাপাশি অন্য কিছু কাজ করতে চান তাহলে hd stream এটা সিলেক্ট করবেন।

 আমি HD stream player টি সিলেক্ট করেছি। যার কারণে এখানে pop up এর মত খেলা শো করতেছে। আমি এই খেলাটি দেখার পাশাপাশি অন্য যে কোনও কাজ করতে পারব।

 আশা করি আমার পোস্ট এর লেখা পড়তে আপনাদের কোন ধরনের সমস্যা হয়নি। যদি সমস্যা হয়ে থাকে তাহলে নিচে দেওয়া আমার ভিডিওটি দেখতে পারেন এখানে সম্পূর্ণ রূপে বিশ্লেষণ করে দিয়েছি।

আর যদি চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারন আপনাদের কাছে নতুন নতুন কিছু দেওয়ার জন্যই আমি প্রতিনিয়ত চেষ্টা করি।

 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ক্লিক করুন।

আপনার জমা করা টাকা কোথায় কিভাবে খরচ করলেন, তা সহজেই দেখতে এবং হিসাব করে বাড়তি খরচ ছেঁটে ফেলে আয় করতে পারবেন।

$
0
0

আপনি কোথাও বাজেট ট্যাুর দিলেন, সে ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সঠিক বাজেটের মধ্যে সব হিসাব নিকাশ করে ভ্রমন করা।

ভ্রমন খরচ, রুম ভাড়া, খাবার সব কিছুরই খরচ হিসাব রাখা প্রয়োজন কম খরচে ভ্রমনের জন্য।

অনেক ক্ষেত্রে দেখা যায় মাথা চুলকেও হিসাব বের করা যায় না কোথায় কত টাকা খরচ করা হলো।

এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে Monefy অ্যাপটি।

আপনার কাছে জমা আছে কত টাকা, কত টাকা কোথায় খরচ করলেন, যাতায়াতে কত টাকা খরচ হলো, খাবারে কত, সবকিছু এক জায়গাতে ইনপুট দিতে পারবেন।

এবং পরিবর্তেতে তা সহজেই দেখতে পারবেন কোথায় কত টাকা খরচ হচ্ছে।

কোন বাড়তি খরচ মনে হলো তা তখনই ছেঁটে ফেলতে পারবেন।

প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন:-

এরপরে ওপেন করুন,

তারপরে Income এ ট্যাব করে করুন।

এখন আপনার মোট টাকার পরিমাণ লিখুন এবং CHOOSE CATEGORY তে ট্যাব করুন।

এখন দেখুন আপনার মূল টাকার পরিমান দেখাচ্ছে।

এরপরে আপনার ভ্রমনে এর মধ্যে আছে বা অন্য যে কোন ক্ষেত্রে আছে এমন একটি বিষয় এর উপরে ট্যাব করুন।

এখন উপরে তারিখ, বার এড করে নিতে পারেন। এবং নিচে আপনার সেই বিষয়ের খরচ ও আর নিচে সেই বিষয় এর নাম লিখে ADD CAR ট্যাব করুন।

এভাবে সব ধরনের খরচ এর তালিকা এড করে নিতে পারেন।

উপরের সব খরচ দিন, সপ্তাহ, মাস, বছর এবং সব গুলো এক সাথেও সিলেক্ট করে নিতে পারেন।

এর নিচে থেকে যেই তারিখের খরচ সেই তারিখ ইচ্ছে মতো এড করে নিতে পারেন।

সব তথ্য এড করে নিলে দেখতে পাবেন প্রতিটা খরচ এর তারিখ, দিন, সময়, বিষয় এর নাম, বিষয় ইমুজি এবং গ্রাফ এর মাধ্যমে উল্লেখ করা রয়েছে।


যার সাহায্য আপনি আপনার ভ্রমন খরচ এর সঠিক ধারনা বা অন্য যে কোন খরচ এর সঠিক হিসাব খুব সহজেই করে নিতে পারেন।

চৎকার এই অ্যাপটির সাদামাটা ইন্টারফেস আশা করি ব্যবহার কারিদের মুগ্ধ করেবে।

ধন্যবাদ।

ঈদের আনন্দের সাথে অনলাইন থেকে ইনকাম করুন ডাবল ডাবল।

$
0
0

আসসালামুআলাইকুম।

ঈদ মোবারক, আশা করি আপনারা সকলেই খুবই আনন্দের সাথে ঈদের ছুটি পার করছেন, সেই আনন্দকে বাড়িয়ে দিতে EarnPooka – Earn Money In Bangladesh টিম নিয়ে আসলো আপনাদের জন্য অসাধরন কিছু অফার। এই অফার গুলোর সাহায্যে আপনারা এই ঈদের ছুটিতেও আনন্দের ফাকে ফাকে অল্প কিছু কাজ করে  অনলাইন থেকে নিশ্চিত ইনকাম করতে পারবেন।

প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দেই EarnPooka – Earn Money In Bangladesh অ্যাপ টা তে কীভাবে কাজ করতে হয় সেটা সম্পর্কে…

অ্যাপ এ যেভাবে কাজ করবেনঃ

অ্যাপটি ওপেন করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। একটি ফোন থেকে শুধুমাত্র একটি একাউন্ট ই খুলা সম্ভব সুতরাং সব তথ্য সঠিক দিয়ে একাউন্ট খুলুন, কোন টেষ্টিং এর জন্য অ্যাকাউন্ট খোলার চেষ্টা না করাই ভালো।

অ্যাকাউন্ট খুলার পর লগিন করুন , লগিন করার পর একটি প্যানেল দেখতে পাবেন যেখানে +6/+5/+1 এই তিন ধরনের অ্যাড লোড হবে, তাছাড়া মাঝে মাঝে অ্যাপ ডাওনলোড এর অফার ও আপনি পেয়ে যেতে পারেন যেটায় পয়েন্ট আরো বেশী।

+6 -> এই বাটনের ক্লিক করলে একটা এড দেখতে পাবেন এবং সেই এড এ ক্লিক করতে পারবেন, এড এ ক্লিক করে অবশ্যই আপনাকে ১০ সেকেন্ড পর্যন্ত এড দেখতে হবে

+5 -> এই বাটনে ক্লিক করলে ভিডিও এড পাবেন, সম্পূর্ন ভিডিও এড দেখার পর ৫ পয়েন্ট পাবেন। সাধারনত ভিডিও এড গুলো ৩০ সেকেন্ড দৈর্ঘের হয়।

+1 -> এই বাটনে ক্লিক করলে +6 এর মতো একটি এড পাবেন, তবে এই এড এ ক্লিক না করে কেটে দিতে হবে এড টা, ক্লিক করলে আপনার পয়েন্ট নেগেটিভ হয়ে যাবে।

তাছাড়া এড যখন লোড নিচ্ছে তখন অ্যাপ মাঝে কুইজ খেলে খেলে আপনার জ্ঞান কে ও ঝালাই করে নিতে পারেন, এই কুইজ এর সাপ্তাহিক, মাসিক উইনার ও পাবেন আকর্ষনীয় পুরষ্কার।

অ্যাপ থেকে ইনকাম এর অফার সমূহঃ

১।ডাবল ডাবল ঈদ অফারঃ

এই ডাবল ডাবল অফার এর সাহায্যে আপনারা ইনকাম করতে পারবেন ডাবল, এই ঈদ উপলক্ষে প্রতি +1,+5,+6 বাটনে আপনারা পাবেন যথাক্রমে ২,১০ এবং ১২ পয়েন্ট…

Create Account & Earn Offer:

অ্যাপ টা ডাওনলোড করে একাউন্ট তৈরী করে প্রথম বার লগিনেই পেয়ে যাবেন নিশ্চিত ১০ পয়েন্ট। ১ টি মোবাইল থেকে শুধুমাত্র একটি একাউন্ট ই তৈরী করা যাবে, অবশ্যই সঠিক তথ্য দিয়ে একাউন্ট খুলবেন, ভুল তথ্য দিয়ে টেষ্ট এর জন্য একাউন্ট খুলবেন না।

Review & Earn Offer:

এই Review & Earn offer এর মাধ্যমে প্লে ষ্টোরে ৫ স্টার রিভিও দিয়ে এবং অ্যাপ সম্পর্কে সুন্দর কোন রিভিও দিয়ে আমাদের ফেসবুক গ্রুপ এ আপনার Unique Key ও রিভিও এর স্ক্রিনশুট লিখে পোষ্ট করুন, সাথে সাথে পেয়ে যাবেন ৫০ পয়েন্ট।

পেমেন্ট সিষ্টেমঃ

আপনারা বিকাশ, রিচার্জ, রকেট এর মাধ্যমে এই অ্যাপ থেকে সহজেই পেমেন্ট নিতে পারবেন কোন সমস্যা ছাড়াই।

বিঃদ্রঃ

এই অ্যাপ এ কাজ করার অন্যতম শর্ত হলো আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, অধৈর্যশীল হলে এই অ্যাপ আপনার জন্য না। এমনটা ও না আপনারা অ্যাপ থেকে একদিনেই অনেক টাকা আয় করে ফেলবেন, তবে মাস শেষে একজন ছাত্রের পকেট মানি এর ব্যবস্থা এই অ্যাপ থেকেই করতে পারবে। আর অ্যাপ থেকে যা ইনকাম করবেন , নিয়ম মেনে কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন।

তাহলে আর দেরী কেন। শুরু করে দিন ডাবল ডাবল ইনকাম।

 

অ্যাপ লিংকঃ

EarnPooka – Earn Money In Bangladesh

ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ

EarnPooka Facebook Group

 

 


আপনার কাছে কি ttf | svg | eot | woff ফরমেটের ফন্ট আছে, ফন্টগুলোর লিখা চেক করতে পারছেন না?? নিয়ে নিন সমাধান_!!

$
0
0

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন, কারণটা হচ্ছে এখন ঈদুল ফিতর। ভাল না থাকার কোন কারনই থাকতে পারে না। আমিও ভাল আছি বেশ। কিছুদিন যাবৎ কোন টিউনই করা হচ্ছে না। ভাল কোন আইডিয়া পাচ্ছি না, আর একটু ব্যস্ততা। সে যাই হোক আজ চলে আসলাম অনেক মূল্যবান একটা টপিক নিয়ে। আশা করি সবার কাজে লাগবে।

আমরা প্রায়ই আমাদের পছন্দের অনেক Fonts মেমরিতে সেভ করে রাখি, কিন্তু কাজের সময় তার লিখা গুলো যাচাই করতে পারি না। তাই আজ একটি জনপ্রিয় Font Checker নিয়ে লিখব।

নিচের লিংক থেকে Install করে নিন।

এখন নিচের Screenshot গুলো অনুসরন করলেই হবে।
প্রথমে Apps টি অপেন করি ।
Grant Permission এ ক্লিক করে পারমিশন দিই।

এখন যে ফোল্ডারে ফন্ট গুলো আছে তা Setup করি।

এখন আপনার ফন্ট কোথায় রাখছেন সেখানে যান। আপনার ফোল্ডারে প্রবেশ করে সিলেক্ট করে দিন।


এখন আপনার ফন্টগুলো দেখতে পাবেন। একটি নির্দষ্ট ফন্টে ক্লিক করে দেখে নিতে পারবেন তার লিখার স্টাইল।


আপনি চাইলে আপনার ইচ্ছা মত আরও সেটিংস পাল্টে নিতে পারবেন।


আজ এ পর্যন্তই। যদি ভাল লাগে তাহলে একট ধন্যবাদ তো আশা করতে পারি। সবাই ভাল থাকবেন এবং অবশ্যই ট্রিকবিডির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে!!!!

এখন থেকে কেউ কল ধরতে পারবেনা এবং নাম ও নাম্বারও দেখতে পারবেনা আপনি ছাড়া !

$
0
0

হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন ? আশা করি ভালই আছেন।
আজকের এই পোস্টটি আপনার কিন্তু একটি দারুন কাজের পোস্ট।
তো অনেক সময় হয় কি আমরা আমাদের মোবাইলগুলো রেখে অন্য কোথাও চলে যাই বা আমাদের হাতের নাগালে বাইরে আমাদের মোবাইল গুলা থাকে।
তখন কিন্তু অন্য কেউ আপনার যে কোন কল আসলে সেটা রিসিভ করার চেষ্টা করে থাকে সেটা আপনার বন্ধু-বান্ধব হোক বা বাবা মা হোক বা যেই হোক না কেন।
তারা কিন্তু আপনার ফোন গুলা রিসিভ করে এবং আপনি চান না যে আমার ফোন গুলা অন্য কেউ রিসিভ করুক শুধু রিসিভ না এখন থেকে চাইলে তার নাম্বার নাম এগুলো কিন্তু কেউ দেখতে পারবেনা।
এবং কল রিসিভ কিন্তু করতে পারবে না তো এক কথায় বলতে গেলে আপনার মোবাইলের আপনি ছাড়া অন্য কেউ কোনভাবেই কল রিসিভ করতে পারবে না কে কল দিল তার নামটাও পর্যন্ত দেখতে পারবেনা এবং কোন নাম্বার থেকে কল এসেছে সেটাও কিন্তু দেখতে পারবেনা।
তো অবশ্যই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন তাহলে আপনার এই সমস্যাটি ১০০% ভাবে সমাধান পেয়ে যাবেন।
তো চলুন আপনাদের কে দেখিয়ে দিই এটা আপনার ফোনে কিভাবে ইউজ করবেন।
তো বন্ধুরা এটা করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিন।
একটি সাইজ মাত্র 9 মেগাবাইট।
তো ডাউনলোড করার পরে অ্যাপটি আপনারা ওপেন করবেন।
অ্যাপ এর মধ্যে কিছু সেটিং আছে সেগুলো করে নিবেন নিচের মত করে।







তো এখন যদি আপনাকে ওই নম্বর থেকে কল দেয় তাহলে নিচের মত দেখাবে আপনি যতক্ষণ না প্যাটার্ন দিবেন ততক্ষণ কেউ রিসিভ করতে পারবে না।

তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট আশা করি আপনাদের অনেক অনেক কাজে এসেছে কেননা একটু উপকারের মতই আজকের এই পোস্টটি।
তো সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
এখন খুব কম খরচে ওয়েবসাইট তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন বিস্তারিত এখানে পড়ুন।

কোন প্রকার এডের ঝামেলা ছাড়াই কম এমবিতে রাশিয়া বিশ্বকাপ live দেখুন

$
0
0

আসসালামু আলাইকুম।কেমন আছো সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন।

আজকের টপিক রাশিয়া বিশ্বকাপ ২০১৮ নিয়ে।
ইতিমধ্যে বিশ্বকাপ শুরু হয়ে গেছে।কেমন হয় যদি ব্রাজিল আর আর স্পেন সেমিফাইনাল খেলছে।কিন্তু এমন সময় কারেন্ট চলে যায়।পকেট থেকে ফোন বের করে দেখলেন এমবি আছে সামান্যই।যেটা দিয়ে ১০ মিনিট ও খেলা দেখা যাবে না। তাহলে এখন কি করবেন?

তাই আজকে শেয়ার করলাম এমনই একটা এপ যেটা দিয়ে কম দিয়ে খেলা দেখতে পারবেন।এই এপের সবচেয়ে সব চেয়ে বড় সুবিধা হল এই এপের কোন এড show করে না।
অনেকে এডের জ্বালাই ঠিকমতো খেলা দেখতে পারেন না।প্রথমে নিচের লাল লেখা ‘Download Apk’ তে ক্লিক করে এপটি ডাউনলোড করে নিন।

Download Apk

এবার নিচের screenshot ফলো করুন


এবার mx player অথবা পাশের তীর চিহ্ন দেওয়া player এ ক্লিক করুন।এরপর। live খেলা শুরু হবে।

আমাকে ফলো করুন নিচের মাধ্যমে

SharEit এর দিন শেষ!!! এবার সব থেকে সহজ উপায়ে দ্বিগুন গতিতে ফাইল ট্রান্সফার করুন । তাও আবার নিজের ফোন দিয়ে ইচ্ছে মতো কন্ট্রোল করেই ।‌

$
0
0

কেমন আছেন সবাই.?? ইনশাল্লাহ্ ভালই আছেন। আমিও ভাল আছি। আজ আর তেমন কথা বাড়াবো না, সরাসরি চলে যায় মূল টপিকে….!!!
টাইটেল দেখে হয়তো আপনার বুঝার বাকি থাকার কথা না। না বুঝলেও কোন সমস্যা নাই, আমি তো আছি বুঝাবার জন্য। তাই নয় কি!!!

আমরা সবাই File আদান-প্রদান করার জন্য বেশির ভাগ সময় কি ব্যবহার করে থাকি..? আপনি বলবেন SharEit.. হুমমম…. ঠিক তাই, আমিও এটাই বলতাম। যদিও এটার জনপ্রিয়তা কম নয়।

কিন্তু আপনি কি এক সাথে অনেকের সাথে ফাইল আনা-নেয়া করতে পারেন.??? উত্তর না.!!!!
আপনি কি 1GB 3 minute এ ট্রান্সফার করতে পারেন.??উত্তর না….!!!

হুমমম..‌ কিন্তু আজ আমি দেখার কিভাবে এক সাথে অনেকের সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন। মজার বিষয় হল..‌ যে আপনি অন্য ফোন থেকে আপনার ফোন দিয়েই সব কিছু বেছে বেছে নিতে পারবেন। এতে ওই ফোনটা ধরতে হবে না।

প্রথমে নিচের লিংক থেকে Install করে নিই।

এখন নিচের নিয়ম গুলো অনুসরন করতে থাকি।
Note: আপনার বন্ধুর ফোনের কাজ!!!
মোবাইল হটস্পট On করুন।

এখন Apps টাতে প্রবেশ করুন।



এখন আপনার ফোনের কাজ….
Wifi On করুন। এবং আপনার বন্ধুর ফোনের সাথে কানেক্ট করুন।

আপনার Browser | Chrome এ প্রবেশ করুন। এবং আপনার বন্ধুর ফোনে একটা IP Address পাইছিলেন, তা লিখুন।
http://192.168.43.1:1234

এবার এরকম পেজ আসবে…

এবার আপনার পছন্দ মতো ফাইল বেছে Download করে নিন।


বাকিটা একবার ব্যবহার করলেই বুজে যাবেন। যদি ভাল লাগে.‌‌‌তাহলে একটা কমেন্ট প্লিজ…..

সবাই ভাল থাকবেন। Technology এর সাথে থাকুন…‌পাশাপাশি ট্রিকবিডি তে আপনার মেধা শেয়ার করুন।‌
ধন্যবাদ সবাইকে…!!
..:)(::..

ডাউনলোড দিয়ে নিন ব্রাজিল-আর্জেন্টিনার লান্সার আর আপনার ফোনকেও সৌন্দর্য করে নিন আপনার প্রিয় দলের লান্সার দিয়ে।

$
0
0

♥♥আসসালামু আলাইকুম♥♥

♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আপনার লেখা

👉উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন দুইটি লান্সার নিয়ে হাজির হয়েছি ব্রাজিল-আর্জেন্টিনা লান্সার।সবাই জানেন রাশিয়া বিশ্বকাপ চলছে তো আমাদের দেশে বেশি ফেবারেট দল আর্জেন্টিনা-ব্রাজিল।তো আপনারা অনেকেই তাদের সাপোর্ট করেন।আর যারা সাপোর্ট করেন তাদের জন্যই আজকে এই দুটি লান্সার নিয়ে হাজির হইলাম।তো আপনারা যার যেটা ফেবারিট টিম সেই টিমের লান্সার ইউজ করে আপনার ফোনকে করে তুলুন আরও সুন্দর।তো আমি যে অ্যাপ দুটি নিয়ে হাজির হয়েছি সেই দুটি হলো icon pack এটাকে লান্সারে সাপোর্ট করতে অন্য লান্সার ইউজ করতে হবে।তো চলুন বেশি কথা না বলে কাজে আসা যাক।

👉প্রথমে আপনারা অ্যাপ দুইটির যেটা আপনার টিম সেই লান্সার অ্যাপটি ডাউনলোড করুন।playstore পাবেন কিন্তু আপনাকে ৮০ টাকা দিয়ে কিনতে হবে।এর মোড ভারশন সেম কাজ নিচে ডাউনলোড লিংক আছে ফ্রিতে ডাউনলোড করুন।

আর্জেন্টিনা আইকন প্যাক ডাউনলোড লিংক

ব্রাজিল আইকন প্যাক ডাউনলোড লিংক

👉তারপর নিচে দেখানো যে কোন একটা লান্সার আপনাকে ডাউনলোড করতে হবে।কারণ আইকন প্যাকটি লান্সারে ইউজ করতে আপনাকে যে কোন একটি লান্সার ডাউনলোড করুন।playstore সার্চ দিলে পেয়ে যাবেন আমি Apex লান্সার ডাউনলোড করলাম আপনারা আপনার পছন্দমত একটা ডাউনলোড করুন।

👉তারপর যে লান্সারটি ডাউনলোড করলেন সেটা সেট করুন।তারপর সেটিংসে চলে যান লান্সারের তারপর থিম নামে অপশন খুজে বাহির করে তারউপর ক্লিক করুন।

👉তারপর সেখানে আপনার প্রিয় টিমটা যেই আইকন প্যাকটি ডাউনলোড করেছেন সেটা শো করবে।তারপর তারউপর ক্লিক করুন।আপনাদের দেখানোর জন্য দুইটাই ডাউনলোড করছি তাই দুইটাই শো করছে।

👉তারপর নিচের মত পেজ আসবে apply লেখার উপর ক্লিক করুন।

👉তারপর কেটে দিয়ে দেখুন আপনার প্রিয় দলটির লান্সার শো করছে আপনার ফোনে।

👉লান্সারটি আপনার ফোনে আরও সুন্দর দেখাতে চাইলে।আপনার প্রিয় দলের প্রিয় তারকার একটি পিক ওয়ালপেপার করে দিন।নিচে দেখুন

আর্জেন্টিনা লান্সারটি যে রকম দেখাবেঃ

যারা পোস্টটি কিছুই বুঝেন নাই নিচ থেকে ভিডিও দেখি নিন।আর ভাইরা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি প্লিজ সাসক্রাইব করলে উপকার হইত।

ভিডিও লিংক ভালো লাগলে প্লিজ সাসক্রাইব

👉আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

Viewing all 6485 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>