Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all 6485 articles
Browse latest View live

আনলিমিটেড ফ্রি মোবাইল রিচার্জ নিন ব্লু অ্যাপ দিয়ে নতুন নিয়মে রিচার্জ প্রবলেম সমাধান ১০০% পেমেন্ট

$
0
0

হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবারও ফিরে আসলাম ফ্রি মোবাইল রিচার্জ অ্যাপ নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো।

ইতিপুর্বে আমি পোস্ট করেছিলাম ব্লু অ্যাপ থেকে কিভাবে রিচার্জ নেওয়া যায় কিন্তু সেই পোস্টের মাধ্যমে অনেকে হয়তো নিতে পারেন নি যাইহোক আবার ফিরে আসসি ব্লু অ্যাপ নিয়ে কিভাবে আনলিমিটেড রিচার্জ নিবেন, আমরা সবাই জানি ডেন্ট অ্যাপ ও রিচার্জ দেয় কিন্তু ওই অ্যাপ আমার কাছে মোটেও ভালো লাগেনি কারন রিচার্জ অফশন অন থাকে মাত্র ২০-৩০ মিনিট তাই আজকের অ্যাপ কে আমি ফ্রি রিচার্জ অ্যাপ এর মধ্যে বেস্ট মনে করি তো সবাই মনযোগ সহকারে পোস্ট পড়ুন আমি কথা দিচ্ছি সবাইকে ফ্রি রিচার্জ নিয়ে দিয়েই ছাড়বো।আর যাদের কাছে ব্লু অ্যাপ এখনো ইন্সটল আছে দয়াকরে আন ইন্সটল করে নতুন করে একাউন্ট করে নতুন অ্যাপ ডাওনলোড করে নিন এতে আপনার কোনো সম্যসা হবেনা আশা করি।

প্রথমে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন রেফার লিংক সহ

রেফার লিংক ছাড়া ব্লু অ্যাপে পেমেন্ট করেনা তাই ডিরেক্ট লিংক দিলাম না এবং রেফার লিংক দিয়ে রেজিস্ট্রেশন করলে প্রথমবার রিচার্জ নেওয়ার পর আপনাকে ৩$ বোনাস দিবে ।

আমার স্কিনশট ফলো করুন লিংকে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।

পথমে বাংলাদেশে সিলেক্ট করে আপনার মোবাইল নম্বর দিয়ে তার জিমেইল আইডি দিয়ে সাবমিট করে দিন।

এরপর উপরের মত ডাওনলোড অ্যাপে ক্লিক করে ডাওনলোড করে নিন।

উপরের মত আসলে প্লে স্টোর সিলেক্ট করুন।

ডাওনলোড হয়ে গেলে ওপেন করুন তারপর নিচের মত দেখতে পাবে।

আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর দিয়ে নেক্সট করে দিন।

তারপর আপনার মোবাইলে কোড যাবে কোডটি দিয়ে ইন্টার টু ব্লু করে দিন।

তারপর আমার স্কিনশট দেখুন।

গো ইট ক্লিক করে দিয়ে অ্যাপে চলে যাবেন তারপর আমার স্কিনশট দেখুন।

অ্যাপে এমন দেখতে পাবে আগেই বলেছিলাম এখানে প্রতি রেফারে ০.১০ সেন্ট দেয় যা ৮ টাকা আর ১০ টি রেফার করলে ১ ডলার দিবে যা ৮০ টাকা আর এই অ্যাপের সিকুরিটি ডেন্ট অ্যাপের মত তাই হ্যাক করা যায় সবাই অনুরোধ করলে আমি হ্যাকিং পোস্ট করতে পারি।

তো এখন রিচার্জ কিভাবে নিবেন স্কিনশট লক্ষ করুন।

যে নম্বরে রিচার্জ নিবে সে নম্বর লিখে নেক্সটে ক্লিক করো।

এরপরে নিচের স্কিনশট লক্ষ করো।

উপরে দেখেছো হয়তো আগেই বলেছিলাম ৫ ডলারে দেয় ৩৭১ টাকা এবং ১০ ডলারে ৭৪৩ টাকা আমি ৭৪৩ টাকা নিয়ে দেখাবো।

এরপরে প্রসেস টু চেকআউট এ ক্লিক করে দাও

এরপর উপরের মত দেখতে পাবে। Pay From balance লেখা এই অফশন টা শতকরা ৬০% লকের আসেনা যাদের আসবেনা আমাকে ফেসবুকে নক করলে আমি চালু করে দিবো।

এরপর Pay from balance এ ক্লিক ক্লিক করলে নিচের স্কিনশট এর মত আসবে৷

Pay 10.74 ডলার এ ক্লিক করে দিন আমার গতকাল ৪০ ডলার ছিল এই স্কিনশট কাল করেছিলাম।

উপরের মত Success ! হবে এরপর ঠিক ১০ মিনিট পর রিচার্জ আপনার মোবাইলে চলে যাবে ১ সেকেন্ট কম ও না বেশি ও না একদম ১০ মিনিট পর রিচার্জ পেয়ে যাবেন প্রুফ দেখুন।

আমি আজকে ও গতকাল ২ বার এয়ারটেল নম্বরে ৭৪৩ টাকা করে রিচার্জ নিয়েছি পাওয়ার সাথে স্কিনশট করে রেখেছি।

আশা করি কেউ ফেইক বলবেন না এরপরও যদি কেউ ফেইক বলে ডাইরেক্ট আমাকে ফেসবুকে নক করবেন লাইভ প্রুফ দিয়ে দিব তো সবাই ভালো থাকুন আর যেকোনো সম্যসায় ফেসবুকে নক করবে রিপ্লাই করবো যদিও দেরি হতে পারে কিন্তু করবো তো ভালো থাকুন সুস্ত থাকুন ট্রিক বিডির সাথে থাকুন, আর ট্রিক বিডির এডমিন ভাইয়া দের বলবো আগে ভালো করে রিভিউ করে তারপর পোস্ট ডিলিট দিলে খুশি হতাম অনেকে না নিতে পারায় রিপোর্ট করে যদিও এটা আমার কিছু করার নাই তবে অ্যাপ টা ১০০% রিয়েল, রিয়েল না হলে আমি কখনও পোস্ট দিতাম না।


নিয়ে নিন দারুন একটি notebook এ নোটবুক আপনার ফোনের Notebook কে ও হার মানাবে

$
0
0

আসসায়ালামু আলাইকুম
আজ আপনাদের সামনে নিয়ে এলাম দারুন একটি Notebook এ Notebook এ আপনি অনেক সুবিধা ভোগ করতে পারবেন যা আপনি আপনার phone এর set Notebook এ পাবেন না

আপনার Note করা কোন কিছু যদি Delete হয় তাও ফিরে পেতে সক্ষম হবেন
কালার চেঞ্জ করতে পারবেন ইত্যাদি
প্রথমে আগে লিং থেকে Nootbook টি ডাউনলোড করুন

HTML tutorial

এখন NoteBook টার কিছু Screenshort দেখে নিন

এখন Notebook এ ঢুকলে আপনার এরকম আসবে আপনি যদি কিছু note করতে চান তাহলে (+) এ ক্লিক করুন

তারপর text এ ক্লিক করলে যে কোন কিছু লিখতে অথাৎ NOTE করতে পারবেন

আরোও অনেক ফিচার আছে যে গুলো দেখতে 3ডট এ ক্লিক কিরুন

তারপর দেখুন এখানে ক্যালেন্ডার ও পাবেন
Trash Can আপনি যদি কোন note করা জিনিস ভুল করে ডিলিট কিরে দেন তাহলে এটা trash can এ পাবেন
Theme এ আপনি notebook এর কালার চেঞ্জ করতে পারবেন

এখন আপনার যদি notebook এর কিছু ডিলিট হয়ে যায় বা ভুলবশত uninstall হয়ে যায় এগুলা ফেরত পেতে আপনাকে আপনার gmail id টি notebook এ Add করতে হবে
উপর থেকে জিমেল টি এড করে নিন
আমার already add করা আছে

এখন আপনাকে কোন কিছু লেখার পর sync করতে হবে তাহলে ডিলিট হওয়া সব note কিরা জিনিস ফেরত পাবেন

আপনি note করা কোন কিছুর উপর pasword দিতে চাইলে
যে note এ password দিতে চান তার উপর চেপে ধরুন
তারপর lock এ ক্লিক করুন

তারপর password দিন ব্যাস হয়ে গেল lock

ধন্যবাদ post টি ভালো লাগলে কমেন্টে জানাবেন

ফেসবুকে আমি

সকল সিমের অফার জানতে Visit করুন

ittasnim.com

৫টি ইতিহাসের সেরা টাইম কিলার গেম খেলুন আপনার স্মার্টফোনে |সাথে সম্পূর্ণ রিভিউ। যারা হ্যাকিং এক্সপার্ট তারা পোস্ট টি দেখুন।

$
0
0


হ্যালো বন্ধুরা একা বসে আছেন বা কারো জন্য অপেক্ষা করছেন সময় কাটছে বিরক্তিকর এই সময় গুলো কাটানোর জন্য আপনার চাই এমন কিছু যেগুলো আমাদের সময় কাটাতে অনেকটাই সাহায্য করে সময় কাটানোর সবথেকে সহজ মাধ্যম হলো গেম খেলা।
কিন্তু বর্তমানে সবারই হাই কোয়ালিটি গেম এর প্রতি আগ্রহ বেশি যেমন পাবজি মোবাইল ফর্টনাইট ফি ফায়ার।
কিন্তু এগুলো মোটেও সময় কাটানোর মত গেম নয় কারণ আপনি যদি একবার এই গেমগুলো খেলতে বসেন তাহলে আপনি কিন্তু যখন তখন এই গেম গুলো বন্ধ করতে পারবেন না। তাই আপনার দরকার এমন কিছু গেম যেগুলো আপনি যখন তখন বন্ধ করতে পারবেন কিন্তু যতক্ষণ খেলবেন সময় কিভাবে কেটে যাবে আপনি টেরও পাবেন না।
এরকম গেমের তালিকায় সবার আগে আসে Temple run ,Subway surfers কিন্তু আমি জানি এগুলো খেলতে খেলতে আপনি অনেকটা বিরক্ত হয়ে গেছেন তাই আপনার দরকার এমন কিছু গেম যেগুলো আপনাকে রোমাঞ্চিত করে রাখবে।
এ বন্ধুরা আমি ইমরান আজ আমি আপনাদেরকে সেরা 5 টি টাইম কিলার গেমের রিভিউ লিখব তো দেরি কেন চলুন শুরু করি।
১. গুপ্তধনের খোঁজে অর্তন গুহায় ঝাঁপ দেয়ার সাহস কজনার থাকে তাও এমন গোহায় যেখানে কোন মধ্যকারশোন শক্তি নেই।
কি ভয় করছে? এমন ভায়কে জয় করতে চাইলে এই গেমটি আপনার জন্য কথা বলছি জাপান ভিত্তিক ইন্ডি ডেভেলপার মফিজের ভার্টিক্যালি স্ক্রলিং শুটিং গেম টাউন ওয়েল নিয়ে গেমটির গ্রাফিক্স আহামরি কিছু নয় কিন্তু গেমটি খেলা শুরু করলে আপনি গেমটি প্রেমে পড়ে যাবেন।
গেমে আপনাকে রহস্য করা অন্ধকার পাতালের নিচে মূল্যমান জেমস সংগ্রহ করতে হবে লড়াই করতে হবে অদ্ভুত সব দানব আর প্রাণীর সঙ্গে গেমটি ডান বাম এবং সামনে এই তিনটি বাটন দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় যা ডাউনলোড করলে বুঝতে পারবেন।
টাউন হল এর অভিযানগুলো কখনো একই রকম হয় না কারণ গেমের প্রত্যেক স্তর এলোমেলোভাবে সাজানো তাই সামনে কি অপেক্ষা করছে কিছু শত্রু আপনার জন্য কি ফাঁদ পেতে রেখেছে তা অনুমান করা মোটেও সহজ না প্লে স্টোরে গেমটি মূল্য ২৫০ টাকা আপনি যদি মূল্য পরিশোধ করে ডাউনলোড করেন তাহলে আপনাকে সাধুবাদ জানাই আর আপনি যদি একদম ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

২. এরপর যে গেমটি নিয়ে কথা বলবো এই গেমটি নাম এলিয়েন ড্রাইভ মি ক্রেজি এটি একটি অ্যাকশন ধরনিও গেম একটি শহর এলিয়েন দখল করে ফেলেন গাড়ি-বাড়ি সব কিছুই তাদের দখলে অনেক মানুষও তারা বন্দী করে রেখেছে এবং এলিয়েন গুলো মানুষের ছদ্মবেশ নিয়ে বসবাস করছেন।
এই গেমে আপনি একজন দক্ষ ড্রাইভার একটি গাড়ি ড্রাইভ করে আপনাকে এলিয়েনদের মারতে হবে এবং এলিয়েনদের আস্থানা ধ্বংস করতে হবে আর বন্দী থাকা মানুষদের উদ্ধার করতে হবে।
পতিটা লেভেল এর শুরুতে আপনাকে ড্রাইভ করতে হলেও লেবেলের শেষে গাড়ি থেকে নেমে আপনাকে এলিয়েনদের বসের সাথে বন্দুক যুদ্ধ করতে হবে আবার ১০টি লেভেল পর পর এলিয়েনদের সুপার বস বিশাল একটি ফ্লাইং সসারে করে আসে তার সাথেও আপনাকে যুদ্ধ করতে হবে।
গেম খেলার সময় সংগ্রহ করা কয়েন দিয়ে আপনি বন্দুক গাড়ি লাইফ ইত্যাদি আপডেট করতে পারবেন ছোট সাইজের গেম হলেও গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবে গেম খেলে বিরক্ত হওয়ার কোন চান্স নেই কারন প্রতিটা নতুন লেভেলেই আপনি নতুন কিছু পাবেন পতিতা লেভেলেই আপনাকে রোমাঞ্চিত করে রাখবে তো এলিয়েনদের সাথে যুদ্ধ করতে রেডি তো?
গেম টি ডাউনলোড করে যুদ্ধ শুরু করে দিন ডাউনলোড করে নিন এখানে ক্লিক করুন।

৩. তিন নাম্বারে যে গেমটি থাকছে তার নাম স্মার্ট ব্যান্ডেডিত এই গেমটিতে আপনি একজন খলনায়ক হ্যাঁ আপনি একজন অপরাধী ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে আ না আপনি আসলে সত্যি সত্যি অপরাধ করেছেন আপনি গাড়িতে করে পালাচ্ছেন আর আপনাকে পুলিশ তাড়া করছে।
কিন্তু আপনি অনেক ভালো ড্রাইভ করতে পারেন পুলিশের কাছে এত সহজে ধরা দিবেন না গেমটিতে থাকছে শুধুমাত্র একটি বাটন যেটি দিয়ে ডান বামের ঘুরাতে পারবেন যেহেতু গেমটির নাম স্মাঁশ আছে তাই শুধু শুধু পালালে হবে না আপনাকে সবকিছু ধ্বংস করে পালাতে হবে।
রাস্তায় চলাচল করা গাড়ি সাইনবোর্ডসহ আশেপাশে যা আছে তাই ধ্বংস করতে হবে যত বেশি ধ্বংস করতে পারবেন ততবেশি পয়েন্ট আর এতে পুলিশ বাধা সৃষ্টি করলে আপনাকে পুলিশের গাড়ি ধ্বংস করতে হবে।
স্থলপথে ধ্বংস করে যদি আপনার মনে শান্তি না পান তাহলে পানি পথেও ভাঙচুর করার সুবিধা আছেগাড়ির লাইফ শেষ হয়ে গেলে পুলিশ আপনাকে গ্রেফতার করতে সক্ষম হবেন।
অর্জন করা পয়েন্টে গাড়ি আপডেট করতে পারবেন এবং বিভিন্ন গ্যাজেট ব্যবহার করতে পারবেন গেমটির গ্রাফিক্স কোয়ালিটি মোটামুটি হাই লেভেলের এই গেমটি খেলা শুরু করলে আপনার সময় শুধু কাটবেই না বরং দৌড়াবে। তো সময় কাটানোর জন্য রেডি তো? এখানে ক্লিক করে গেম টি ডাউনলোড করে নিন।
৪. আপনি যদি সিম্পল এর মধ্যে গর্জিয়াস গেম পছন্দ করেন তাহলে 4 নাম্বার গেম টি আপনার জন্য গেমটির নাম daddy was Thief গেমটির নাম অনেক হাস্যকর হলেও আমি সিওর আপনি এই গেম খেলা শুরু করলে পুরো নেশায় পড়ে যাবেন।
গেম এর মধ্যে আপনার চরিত্র একজন বাবার হুট করে আপনার চাকরি চলে গেল চাকরি চলে যাওয়া যত সহজ কিন্তু পাওয়া অত সহজ নয় তাই বাধ্য হয়ে আপনি ব্যাংক ডাকাতি করা শুরু করে দিলেন এই গেমটিতে কোন বাটন নেই উপর নিচে ছি্লাইট করে গেমটি খেলতে হয়।
মজার ব্যাপার হলো সব গেমের ই নীচের ফ্লোরে থেকে উপরে উঠে কিন্তু এই গেমে আপনি উপর থেকে নিচে নামবেন এবং লকাফ ভেঙে টাকা চুরি করবেন তবে চোর যেখানে পুলিশ তো সেখানে থাকবেই তাই আপনাকে ধরার জন্য বিভিন্ন ফ্লোরে পুলিশ অপেক্ষা করবে তাদের টপকে আপনাকে চুরি করতে হবে।
পুলিশ ছাড়াও রয়েছে আরো অনেক ধরনের ফাঁদ যেগুলো থেকে আপনাকে বাঁচতে হবে এই গেমটি নির্দিষ্ট কোনো ফ্লোর নেই এক চানছে আপনি যত ফ্লোর নিচে নামতে পারেন তত নতুন কিছু উপলব্ধি করতে পারবেন।
আপনার চুরি করা পয়েন্ট দিয়ে বিভিন্ন গ্যাজেট ব্যবহারও তো ব্যাংক চুরি করতে রেডি তো ?করতে পারবেন গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৫. সর্বশেষ যে গেমটির কথা বলব সেটি একটি হরর গেম নাম AWAKENING হরর গেম যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে সময় কাটানোর জন্য এটি একটি বেস্ট গেম হবে আপনার জন্য।
এই গানটি প্রতিটা মুহূর্তেই আপনাকে শিহরণ জাগাবে এই গেমটি একটু সাইজ বেশি হওয়াই সর্বনিম্ন ১ জিবি রেম এর মোবাইল হতে হবে।
গেমের প্রথমে দেখানো হয় একটি গাড়িকে যা গভীর অন্ধকারে চলতে চলতে একটি সময় নষ্ট হয়ে যায় তাই অন্ধকারের মধ্যে একাই পথ পাড়ি দিতে হবে।
অন্ধকারে ভরসা হিসেবে থাকবে শুধুমাত্র একটি ক্রস লাইট’ অন্ধকারে চলার পথে নানা ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে যা আপনাকে শিহরিত করে তুলবে।
কোন ভূতের সামনে পড়লে পালাতে হবে দৌড়ানোর জন্য রয়েছে একটি বিশেষ বাটন এই গেমে বিভিন্ন বস্তু সংগ্রহ করতে হয় যা বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগে আর রয়েছে নানা ধরনের পাজেল যা আপনার বুদ্ধি দ্বারা সম্পূর্ণ করতে হবে।
পতিটা লেভেলে আপনার জন্য অপেক্ষা করছে নতুন কিছু ভয়ংকর পরিস্থিতি রাতে যদি ঘুম না আসে তখন টাইম পাস করার জন্য সবথেকে বেস্ট গেম এটি রাতে খেলতে গেলে অনেক বেশি ভয় পেতে পারেন বিশেষ করে আমার মত যাদের সাহস কম তাই যাদের সাহস কম তারা রাতে খেলা থেকে বিরত থাকুন তবে দিনের বেলা খেলে মজা নিতেই পারেন।
তো ভয় পেতে রেডি তো? গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
গেমটির লাইট ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তো এই ছিল পাঁচটি টাইম কিলার গেমর রিভিউ যা আপনার বিরক্তিকর সময় কাটাতে সাহায্য করবে।
তবে পোস্টের শেষ করার আগে একটি কথা বলতে চাই গেম শুধুই ইন্টারটেনমেন্ট এবং অবসর সময় কাটানোর জিনিস কিন্তু গেম এর প্রতি আসক্ত হয়ে আপনার জীবনের মূল্যবান সময় টা নষ্ট করবেন না।
কারণ আমাদের জীবন থেকে যে সময়টি চলে যাই সেটা আর ফিরে আসে না তাই মূল্যবান সময় গুলো মূল্যবান কাজে ব্যয় করুন।
পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভালো লাগা ও না লাগা বিষয়গুলো কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি যদি এমোনি আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পেতে পছন্দ করেন সেটাও জানাইতে পারেন।
তো আজকের মত এ পর্যন্তই বেঁচে থাকলে দেখা হবে নতুন কোন পোস্ট এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।

অনেক চেষ্টার পর ডেন্ট এপ হ্যাক করতে পারলাম কিন্তু আপনাদের হেল্প দরকার আসলে হ্যাক করা নাম্বার অর্থাৎ ধরুন বেলজিয়াম স্পেন বা অস্ট্রেলিয়া।
এই নাম্বারগুলো দিয়ে যখন আমি একাউন্ট ক্রিয়েট করছি করার পরই নিজের রেফার নিজেই করে পয়েন্ট যোগ করছি কিন্তু এখন ওই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশী নাম্বারে রিচার্জ নিতে গেলে। অ্যাকাউন্ট লিমিট দেখাচ্ছে তো এই সমস্যা যদি কোনো সমাধান আপনার জানা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এই সমস্যার জন্যই এই হ্যাকিং পোস্টটি করতে পারছি না।

যে কোন ভিডিও গানে আপনার ইচ্ছামতো Audio গান Add করে শুনুন খুব সহজে😊

$
0
0

দারুন একটা এপ্স নিয়ে হাজির হলাম এ এপ্সের সাহায্যে আপনি যে কোন ভিডিও গানে আপনি Audio song লাগিয়ে দিতে পারেন
অনেকে হয়তো এমন ভিডিও দেখেছেন যে গান আলাদা কিন্তু Video আলাদা
আপনি এখন এরকম করতে পারবেন ছোট্ট একটি Apps এর মাধ্যমে
প্রথমে Apps টি ডাউনলোড করুন

HTML tutorial

তারপর Open করলে এরকম আসবে
এখন Audio Video Mix এ ক্লিক করুন

তারপর আপনার সব Video এখানে যে ভিডিটাতে Audio গান লাগাতে চান সেটাতে ক্লিক করুন

তারপর আপনার ভিডিও Song টা এড হলে Add Aiudio তে ক্লিক করুন

তারপর যে গান টা ভিডিও গানের Mix করতে চান সেই অডিও গান টস Select করুন
তারপর Ok তে ক্লিক করুন

তারপর MIX এ ক্লিক করুন

তারপর ১০সেকেন্ড wait করুন

ব্যাস কাজ শেষ এখন যে ভিডিও টা বানালাম সেটা দেখতে My Creation এ ক্লিক করুন

ধন্যবাদ সবাইকে পোষ্ট টি দেখার জন্য

ফেসবুকে আমি

সকল সিমের অফার জানতে Visit করুন

ittasnim.com

নিয়েনিন WCC 2 গেমের মুড : আনলিমিটেড মানি ও ফিচার

$
0
0

আসসায়ালামু আলাইকুম

বিশ্বের অন্যতম জনপ্রিয় এন্ড্রয়েড স্পোর্টস গেম ” WCC 2″

আজ আমি নিয়ে এলাম এই গেমের মুড / প্রিমিয়াম ভার্সন।

দেখে নিন কি কি থাকছে নতুন এই প্রিমিয়াম ভার্সনেঃ

[ ফিচার গুলো ইংরেজিতে দেওয়ার কারন হলো আপনারা গেম খেলার সময় গেমের অপশনের সাতে সহজেই এগুলো মিলিয়ে নিতে পারবেন ]

তার আগে স্ক্রিনশটে প্রুভ দেখুন


Features include:

· 80 different batting shots and 10 different bowling actions
· Enjoy the Blitz Tournament for free!
· Electrifying fielding with stunning diving catches & quick throws to surprise the opponent.
· Challenging AI opponent
· Realistic ball physics which responds to the pitch (Dead, Dusty, Green)
· Player attributes – Players gain extra skills for consistent performance and this enables them to improve progressively
· 18 different international teams, 10 domestic teams, 24 different stadiums. TEST Cricket, Hot Events and more than 11 tournaments including World Cup, World T20 Cup, Blitz Tournament and ODI Series.
· The Gangs of Cricket mode where the user can form gangs and compete in challenges.
· Challenge A Friend mode enables the user to challenge your friends.
· Batsman may get injured for poor shot selection.
· The emotions of the fielders vary according to the circumstances of the match.
· Cinematic cameras and real time lighting enhances the visual appeal.
· Realtime Infographics representations:
– 3D Wagon wheel with dynamic game data
– Hawk-eye view for bowling summary & for LBW appeals
– 3D Bar chart for innings run scored
· Ultra slow motion Action replays with multiple camera angles
· Over 40+ in-game camera angles
· Two different batting controls (Classic & Pro)
· Two different batting camera settings (Bowler’s end & Batsman’s end)
· Fielders are configured with advanced ball – head coordination system
· Professional English and Hindi Audio commentary with dynamic ground sounds
. Night mode in Quick play and all tournaments with LED stumps
· Batting Timing Meter to time your lofted shots.
· Manual Field placement to control your opponent AI batsman in All modes
. Share and save game highlights generated at the end of the match.
. User can edit the playing 11 team, player names and their roles.
. Misfielding, stunning wicketkeeper catches, quick stumping & tight 3rd umpire decisions to create realistic cricketing experience.
. Over 250 motion captured animations
. New fielding, umpire, toss animations and 26 new batting shots
· Battle tested and updated engine to provide fluid 30fps gaming on most mid-range devices.


HTML tutorial

ফেসবুকে আমি

ইমো,হোয়াটস এ্যাপের মতো কথা বলার এ্যাপ ফ্রী : কোন এমবি লাগবেনা

$
0
0

বাংলাদেশে এসেছে হোয়াটস অ্যাপের প্রতিদ্বন্দ্বী Moya ম্যাসেঞ্জার। সর্বাধিক ব্যবহৃত অ্যাপগুলির মধ্যে হোয়াটস অ্যাপের নাম উল্লেখযোগ্য।হোয়াটস অ্যাপ মূলত মেসেঞ্জার জাতীয় অ্যাপ । যে অ্যাপে তথ্য আদান প্রদান করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়৷ কিন্তু এবার সম্পূর্ণ ডাটা চার্জ ফ্রী সেবা নিয়ে দেশের বাজারে আসলো Moya ম্যাসেন্জার অ্যাপ।


ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার গ্রাহকেরা পরিষেবা পাচ্ছেন Moya ম্যাসেঞ্জারের। যেটিতে প্রয়োজন পড়বে না কোনো ডেটা কানেকশনের।
পৃথিবীর সর্বপ্রথম ডেটা-ফ্রি ম্যাসেজিং অ্যাপ হিসেবে আত্মপ্রকাশ করছে Moya ম্যাসেঞ্জার। যেটিকে ব্যবহার করে ইউজার বিনা ইন্টারনেট কানেকশনে আনলিমিটেড টেক্সট ম্যাসেজ পাঠাতে পারবেন।

অন্যদিকে, প্রয়োজন পড়বে না কোনো টকটাইম ডেটার। কিন্তু কীরকম হবে এই Moya ম্যাসেঞ্জার? কী ফিচারই বা থাকছে নতুন এই মাধ্যমটিতে?

Moya ম্যাসেঞ্জার ফিচারগুলি হল-

আনলিমিটেড টেক্সট ম্যাসেজ করার সুযোগ থাকছে এখানে। যেটি হবে ১০০ শতাংশ ডেটা চার্জ-ফ্রি। অন্যদিকে, গ্রুপ চ্যাটের জন্যও প্রয়োজন পড়বে না কোনো ডেটার। পাঠানো যাবে বিভিন্ন ফাইল অ্যাটাচমেন্টস (ফটো, গান, ভিডিও)।

তবে, সেজন্য প্রয়োজন পড়বে ডেটা কানেকশনের।

ফোন বন্ধ থাকাকালীন অটোমেটিক সেভ হয়ে যাবে পাঠানো ম্যাসেজ। বিনামূল্যে সেবাটি দেওয়ার জন্য সংস্থা ‘রির্ভাস বিলিং’য়ের চুক্তি করেছে বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে। যেগুলিকে ব্যবহার করা যাবে ডেটা কানেকশন ছাড়াই। ইতোমধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ ডাউনলাড করে ফেলেছেন অ্যাপটিকে।

Moya app Download Now

সকল সিমের দারুন অফার পেতে নিয়মিত ভিজিট করুন
iTTasnim.com

[N+]Google এর লাটেস্ট পোর্ট করা Dailer ব্যবহার করুন যে কোন Android এ_Like Mi A1/A2

$
0
0

প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি।

সময় হয়ে উঠে না তাই আগের মত আর পোস্ট করতে পারি না,,কিন্তু ট্রিকবিডির জন্য ভালোবাসা টা থেকেই যাই,তাই ত ভালোবাসার টানে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে।

আজকে আপনাদের কে দেখাবো কিভাবে আপনাদের ফোনে এই Dailer ব্যবহার করবেন।

এই এপ টা গুগল এর স্টক এপ সম্প্রতি পিক্সেল ডিবাইস গুলোর জন্য এই এপ বানানো হয়,,কিন্তু আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি এটা পোর্ট করা তাই খুভ সহজেই যে কোন ফোনে ইন্সটল করতে পারবেন।

আমি এর আগেও পোর্ট করা Google Dialer শেয়ার করেছিলাম কিন্তু ওটা ওল্ড ভার্সন আর এটা লাটেস্ট,যা কিনা MI A1/A2/A2 Lite ডিবাইস এ ব্যবহার করা হয়েছে।

নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন।
Download Now
ইন্সটল করে Setting>Apps>Defult App এ গিয়ে Default Dialer হিসেবে এটা সিলেক্ট করে দিন।

স্ক্রিনশট





এপ টি সম্পর্কে আমি কিছু বলবো না আপনারাই বুঝতে পারবেন,,আসলে সময়ের কারনে এর ফিচার্স নিয়ে কথা বলতে পারলাম না তার জন্য আমি দুঃখিত।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ,,আর ট্রিকবিডির সাথেই থাকুন

ধন্যবাদ।

ললিপপ ইউজার দের জন্য দারুন একটি Clean Master এপ্স দেখে নিন [বিস্তারিত পোষ্টে]

$
0
0

নিয়ে এলাম দারুন একটি Clean Master এপ্স এটা ১০০% ফোন clean করে এবং আপনার ফোনকে সুরক্ষিত রাখবে
আপনার যদি র‍্যাম কম থাকে তাহলে এই cleaner টা use করেন

কিছু Screenshort দেখুন

প্রথমে এপ্সটি ডাউনলোড করুন

HTML tutorial

তারপর Open করুন

Open করলে নীল রঙের মতো এরকম আসবে এখন যদি আপনি Night mode করতে চান তাহলে উপরে এই icon টাতে ক্লিক করুন

দেখুন Night Mode হয়ে গেছে
এখন যদি phone clean কিরতে চান তাহলে Junk cleaner
phone boost করুন

এবার এর সেটিং এ আরো ও অনেক ফিচার পাবেন
এর সেটিং এ গেলে আপনি তার আরও একটা 1tab boost cleaner পাবেন এর মাধ্যমে আপনি আরও সহজে ফোন clean করতে পারবেন
এটা আনতে সেটিং এ যেতে 3ডট মেনুতে ক্লিক করুন

তারপর setting এ যান

তারপর ক্লিক করুন

এখন 1tab boost এর উপর ক্লিক করলেও ফোন clean হয়ে যাবে কত % clean হবে তাও দেখাবে

আজ এ পযন্তই ধন্যবাদ

ফেসবুকে আমি

সকল সিমের অফার জানতে Visit করুন

ittasnim.com


আনলিমিটেড ফ্রি মোবাইল রিচার্জ নিন ব্লু অ্যাপ দিয়ে নতুন নিয়মে রিচার্জ প্রবলেম সমাধান ১০০% পেমেন্ট

$
0
0

হে বন্ধুরা অনেক দিন পর আবারও ফিরে আসলাম ফ্রি মোবাইল রিচার্জ অ্যাপ নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো।

ইতিপুর্বে আমি পোস্ট করেছিলাম ব্লু অ্যাপ থেকে কিভাবে রিচার্জ নেওয়া যায় কিন্তু সেই পোস্টের মাধ্যমে অনেকে হয়তো নিতে পারেন নি যাইহোক আবার ফিরে আসসি ব্লু অ্যাপ নিয়ে কিভাবে আনলিমিটেড রিচার্জ নিবেন, আমরা সবাই জানি ডেন্ট অ্যাপ ও রিচার্জ দেয় কিন্তু ওই অ্যাপ আমার কাছে মোটেও ভালো লাগেনি কারন রিচার্জ অফশন অন থাকে মাত্র ২০-৩০ মিনিট তাই আজকের অ্যাপ কে আমি ফ্রি রিচার্জ অ্যাপ এর মধ্যে বেস্ট মনে করি তো সবাই মনযোগ সহকারে পোস্ট পড়ুন আমি কথা দিচ্ছি সবাইকে ফ্রি রিচার্জ নিয়ে দিয়েই ছাড়বো।আর যাদের কাছে ব্লু অ্যাপ এখনো ইন্সটল আছে দয়াকরে আন ইন্সটল করে নতুন করে একাউন্ট করে নতুন অ্যাপ ডাওনলোড করে নিন এতে আপনার কোনো সম্যসা হবেনা আশা করি।

প্রথমে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন রেফার লিংক সহ

রেফার লিংক ছাড়া ব্লু অ্যাপে পেমেন্ট করেনা তাই ডিরেক্ট লিংক দিলাম না এবং রেফার লিংক দিয়ে রেজিস্ট্রেশন করলে প্রথমবার রিচার্জ নেওয়ার পর আপনাকে ৩$ বোনাস দিবে ।

আমার স্কিনশট ফলো করুন লিংকে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।

পথমে বাংলাদেশে সিলেক্ট করে আপনার মোবাইল নম্বর দিয়ে তার জিমেইল আইডি দিয়ে সাবমিট করে দিন।

এরপর উপরের মত ডাওনলোড অ্যাপে ক্লিক করে ডাওনলোড করে নিন।

উপরের মত আসলে প্লে স্টোর সিলেক্ট করুন।

ডাওনলোড হয়ে গেলে ওপেন করুন তারপর নিচের মত দেখতে পাবে।

আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর দিয়ে নেক্সট করে দিন।

তারপর আপনার মোবাইলে কোড যাবে কোডটি দিয়ে ইন্টার টু ব্লু করে দিন।

তারপর আমার স্কিনশট দেখুন।

গো ইট ক্লিক করে দিয়ে অ্যাপে চলে যাবেন তারপর আমার স্কিনশট দেখুন।

অ্যাপে এমন দেখতে পাবে আগেই বলেছিলাম এখানে প্রতি রেফারে ০.১০ সেন্ট দেয় যা ৮ টাকা আর ১০ টি রেফার করলে ১ ডলার দিবে যা ৮০ টাকা আর এই অ্যাপের সিকুরিটি ডেন্ট অ্যাপের মত তাই হ্যাক করা যায় সবাই অনুরোধ করলে আমি হ্যাকিং পোস্ট করতে পারি।

তো এখন রিচার্জ কিভাবে নিবেন স্কিনশট লক্ষ করুন।

যে নম্বরে রিচার্জ নিবে সে নম্বর লিখে নেক্সটে ক্লিক করো।

এরপরে নিচের স্কিনশট লক্ষ করো।

উপরে দেখেছো হয়তো আগেই বলেছিলাম ৫ ডলারে দেয় ৩৭১ টাকা এবং ১০ ডলারে ৭৪৩ টাকা আমি ৭৪৩ টাকা নিয়ে দেখাবো।

 

এরপরে প্রসেস টু চেকআউট এ ক্লিক করে দাও

এরপর উপরের মত দেখতে পাবে। Pay From balance লেখা এই অফশন টা শতকরা ৬০% লকের আসেনা যাদের আসবেনা আমাকে ফেসবুকে নক করলে আমি চালু করে দিবো।

এরপর Pay from balance এ ক্লিক ক্লিক করলে নিচের স্কিনশট এর মত আসবে৷

Pay 10.74 ডলার এ ক্লিক করে দিন আমার গতকাল ৪০ ডলার ছিল এই স্কিনশট কাল করেছিলাম।

উপরের মত Success ! হবে এরপর ঠিক ১০ মিনিট পর রিচার্জ আপনার মোবাইলে চলে যাবে ১ সেকেন্ট কম ও না বেশি ও না একদম ১০ মিনিট পর রিচার্জ পেয়ে যাবেন প্রুফ দেখুন।

ব্লু থেকে ইমেইল করবে এরপর স্কিনশট দেখ।

আমি আজকে ও গতকাল ২ বার এয়ারটেল নম্বরে ৭৪৩ টাকা করে রিচার্জ নিয়েছি পাওয়ার সাথে স্কিনশট করে রেখেছি।

আশা করি কেউ ফেইক বলবেন না এরপরও যদি কেউ ফেইক বলে ডাইরেক্ট আমাকে ফেসবুকে নক করবেন লাইভ প্রুফ দিয়ে দিব তো সবাই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন সামনে এস এস সি পরিক্ষার্থী যেকোনো সম্যসায় ফেসবুকে নক করবে রিপ্লাই করবো যদিও দেরি হতে পারে কিন্তু করবো তো ভালো থাকুন সুস্ত থাকুন ট্রিক বিডির সাথে থাকুন।

 

 

 

 

এপ ডাউনলোড করে ১৫টাকা রিচার্জ নিন, ১০০% পাবেন ইনশাল্লাহ [No Refer Link]

$
0
0

আসসালামু’আলাইকুম,

আজকের পোস্টটি হল নতুন একটি অনলাইনে আয়ের এপ সম্বন্ধে। সাইন আপ করে আমাদের এপের মাধ্যমে কল করলে, আমরা আপনাকে ১৫ টাকা ইন্সট্যান্টলি দিয়ে দিব। এপটির সম্পর্কে সাধারণ তথ্যঃ

  • এপের নামঃ Fibler
  • এপের সাইজঃ 12MB
  • ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=siegma.pc.fibler&hl=en [রিফার ছাড়া]

  • আপনি পাবেনঃ ১৫টাকা
  • মাধ্যমঃ মোবাইল রিচার্জ (GP, Robi, Airtel, BL)
  • সময় লাগবেঃ ১০ মিনিট  (সাইন আপ ৫ মিনিট+ কল টাইম ২ মিনিট+ ৩ মিনিট এক্সট্রা)

এপটি ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে সাইন আপ করলে আপনি বোনাস ব্যালেন্স পাবেন। তবে এই টাকা আপনি উইথড্র দিতে পারবেন না, শুধু এপে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি আমাকে এপ থেকে কল করেন তাহলে আপনার বোনাস ব্যালেন্স এর কিছু টাকা আমি পাব।

১) প্রথমে আপনি এপটি ডাউনলোড করুন।

২) তারপর স্ক্রিনশট অনুযায়ী সাইন আপ করুন। সাইন আপ প্রসেস আন্য সব এপের মতই।

  • Get Started এ ক্লিক করুন

  • ০ বাদে আপনার ফোন নাম্বার দিন। ভেরিফিকেশন কোড যাবে সেটা পরবর্তী যে পেজ আসবে সেখানে সাবমিট করুন।

  • আপনার নাম, ইউজারনেম, পাসওয়ার্ড দিন।

  • Complete Now এ ক্লিক করুন।

  • সবগুলো বক্স পূরণ করুন। আপনার প্রোফাইল পিকচার, ইমেইল, About ইত্যাদি সব লিখুন/সিলেক্ট করুন।

৩) সম্পুর্ণ প্রোফাইল কমপ্লিট করার পর আপনার ব্যলেন্স $3 হবে।তখন আপনি আমাদের এই পেজের এই পোস্টে একটি কমেন্ট করুন বা আমাকে মেসেজ করুন। আপনি কখন কল করবেন তা রিপ্লাই দিয়ে জানিয়ে দেয়া হবে। আসা করি সেটা সাইন আপ করার ১ ঘন্টার ভেতরই হবে।

  • আপনার বেলেন্স $3 হলে সার্চ আপশনে গিয়ে, fibler ID সিলেক্ট করুন ও Hmlchy লিখে সার্চ করুন।

  • আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেয়া সময়ে কল বাটনে ক্লিক করে কল করবেন।

৪) যখন এপের মাধ্যমে কল করবেন, তখন আপনার নাম ও ফোন নাম্বার টা দিবেন। আপনার ফোন নাম্বার ফ্লেক্সিলোড দেয়ার জন্য ব্যবহার করা হবে।কল কিন্তু প্রথম ১ মিনিটে একবার কেটে যাবে, ২০ সেকেন্ড পর আবার কল করবেন। অর্থাৎ ২ বার কল করতে হবে।

৪) আমরা যথাসাধ্য চেষ্টা করব টাকাটা কথা বলার পর পরই দেয়ার। সর্বোচ্চ ২৪ ঘন্টার ভেতর টাকা আপনার ফোনে ইনশাল্লাহ চলে যাবে।

fibler username: hmlchy

Page link: https://facebook.com/offerajker/photos/a.1438510242886429/2233608936709885

Messenger: http://www.m.me/safizur.rahman3


আমাদের সিম ওফারের মেসেঞ্জার বোট, আসা করি চেক করবেনঃ www.m.me/offerajker 

 

 

যত রকম Writing Pragraph লাগে নিয়ে নিন ছোট্ট একটি Apps এর মাধ্যমে (পড়াশুনা করলে অবশ্যই দেখবেন)

$
0
0

আসসায়ালামু আলাইকুম

এখন যে app টা নিয়ে এলাম এটা আপনার study তে help করবে
App name: Pragraph এটির মাধ্যমে আপনি খুব সহজেই সব paragraph পেয়ে যাবেন। এখানে সব ধরনের pragraph পাবেন খুজে না পেলে সাচ দিয়ে খুজার option ও আছে
6-Hsc তে ও কাজে লাগবে এই আপ্স
প্রথমে App টি ডাউনলোড করুন

HTML tutorial

তারপর Open করলে দেখবেন কত রকমের pragraph

তার নিচে গেলে আরো ও সব ধরনের Paragraph পাবেন


যে paragraph টা দেখতে চান তার উপর ক্লিক করুন

কোন কিছু খুজে না পেলে উপরে search করে দেখুন

ধন্যবাদ

ফেসবুকে আমি

সকল সিমের অফার জানতে Visit করুন

ittasnim.com

আপনার ফোনে আসা যেকোনো মেসেজ Edit করে নিজের ইচ্ছেমতো নাম্বার তারিখ সময় মেসেজ লেখে দিন…{বিস্তারিত পোস্টে}

$
0
0

আসসালামু আলাইকুম

ট্রিকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যেকোনো sms কে নিজের ইচ্ছে মতো Edit/Customize করবেন…
এই প্রসেস এর মাধ্যমে আপনার ফোনে আসা যেকোনো মেসেজ এর নাম্বার+তারিখ+সময় এবং মুল মেসেজ আপনি নিজের মতো করে ইডিট করতে পারবেন……
এর জন্যে আপনাদের ১টা অ্যাপ লাগবে

Play Store এ গিয়ে সার্চ দিন Sms Edit অথবা নিচের লিঙ্ক থেকে Download করে নিন

PLay Store Link

App Download করা হলে Open করুন আর নিচের SS এর মতো কাজ করুন…
SS এর মধ্যেই সবকিছু বলে দেওয়া আছে তাই আর কিছু বললাম না।।

আজকে এই পর্যন্তই।।
কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি বুঝানোর চেষ্টা করবো…

ট্রিকবিডির সাথেই থাকুন সবসময়…

My Facebook

[Grab it] IDM রিভিউ এবং এর সম্পর্কে বিস্তারিত আলোচনা।

$
0
0

IDM কি?


IDM, শব্দটা খুব চেনা চেনা মনে হচ্ছেনা?
যারা পিসি/উইন্ডোজ OS (Operating System) ইউজ করেন তাদের তো এতক্ষণে চিনে ফেলার কথা।
আর এন্ড্রয়েড ইউজাররাও কমবেশি অনেকেই চিনবে।
IDM হলো Internet Download Manager
এক কথায় এটি একটি ডাউনলোড ম্যানেজার এপ্লিকেশন এবং এ যাবত কালে আমার দেখা সেরা ডাউনলোড ম্যানেজার।
যেকোনো অপারেটিং সিস্টেমের জন্যই।

IDM এর কাজ কি?


আসলেই তো!
IDM দিয়ে কি করে?
কি কি করা যায়?
আপনার মাথায় নিশ্চয় এই ধারণা এসেছে যে এটি একটি ডাউনলোড ম্যানেজার বা ডাউনলোডার।
এর বেশিকিছু কি মাথায় আসছে?

এটি দিয়ে আর কি কি করা যায় যদি জানা থাকে,তাহলে জানার সাথে মিলিয়ে নিন।
আর জানা না থাকলে জেনে নিন।
তো, চলুন এবার মূল পর্বে ঢোকা যাক।

মূল পর্বঃ-


IDM যেহেতু একটি ডাউনলোড ম্যানেজার।
সেহেতু এটি দিয়ে যেকোনো ফাইল ডাউনলোড করতে পারবেন।
মানে সিস্টেমের ডিফল্ট ডাউনলোড ম্যানেজার/যেকোনো ব্রাউজারের ডাউনলোড ম্যানেজার এর মত করে এটি দিয়েও সহজেই যেকোনো ফাইল ডাউনলোড করা যাবে।
কিন্তু,
এই এপ এর সবচেয়ে বড় সুবিধা হলো এটিতে ডাউনলোড করার জন্য অসংখ্য অপশন রয়েছে।
নিচে কিছু উদাহরণ দিচ্ছি:–

  1. সাধারণ ডাউনলোড ম্যানেজারের মতই এর কাজ।
  2. সাথে রয়েছে ইন্টারনেট ব্রাউজার।যাতে রয়েছে শক্তিশালী এড ব্লকার।ফলে ব্রাউজিং এর ক্ষেত্রে এড দেখার ঝামেলা নেই।
  3. কিছু সাইট আছে যেগুলোতে এড না দেখলে ডাউনলোড অপশন আসেনা,সেগুলোর ক্ষেত্রে পেইজে থাকা এড দেখাবে।ফলে ডাউনলোড করতে তেমন একটা বেগ পেতে হয়ন।
  4. ডাউনলোড করার সময় যেসব সাইট রিজিউম (Resume) সাপোর্ট করে সেসব সাইটের সুবিধা নেয়া যাবে। অর্থাৎ কোনো কারণে ডাউনলোড স্টার্ট করার পর আবার যদি Pause করে রাখতে হয় তাহলে পরে আবার যখন ইচ্ছে ওখান থেকেই পুনরায় ডাউনলোড শুরু করা যায়।তবে কিছু কিছু সাইট আছে যেখান থেকে ডাউনলোড করতে গেলে একটা নির্দিষ্ট সময় পর লিংকটি ইনভ্যালিড (Invalid) হয়ে যায়।সেসব সাইট থেকে ঐ পিরিয়ডের পর আর রিজিউম করলেও ডাউনলোড হবেনা।
  5. যেকোনো ফাইলকে বিভিন্ন ভাগে ভাগ করে ডাউনলোড করা যাবে।ফলে ডাউনলোড হবে স্পিডে এবং ফাইল করাপ্টেড (Corrupted) হওয়ার চান্স ও থাকবে কম।
  6. আছে টরেন্ট সাপোর্ট। ফলে টরেন্ট (Torrent) সাইট থেকে ডাউনলোড করার জন্য আর UTorrent/BitTorrent এর মত আলাদা কোনো টরেন্ট ডাউনলোডার এর প্রয়োজন হবেনা।
  7. প্রত্যেকটি ফাইলের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে।
    ফলে ফাইল ডাউনলোড করার পর খুঁজে পেতে আর বেগ পেতে হবেনা।
  8. আপনার ডাউনলোডকৃত ফাইলের হিসেব রাখবে।
    ফলে বছরে/মাসে/সপ্তাহে/দিনে কতটি ফাইল ডাউনলোড করেছেন তার তালিকা ও পাওয়া যাবে।
  9. ফ্রিনেট ইউজ করলে তা ও সেটাপ করা যাবে।তবে Proxy দিয়ে হতে হবে।ভিপিএন হলে এমনিতেই ইউজ করা যাবে।
  10. কোনো সাইটে লগইন এর সময় পাসওয়ার্ড সেভ রাখা যাবে।এবং পরে তার তালিকা দেখার অপশন ও রয়েছে।
  11. একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোড করতে হলে তার জন্যও (Batch Download) অপশন রয়েছে।
  12. অনেকসময় ডাউনলোড করতে গেলে আর ব্রাউজিং/ফোনে অন্যান্য ইন্টারনেট এর সাহায্যে যে কাজগুলো করতে হয় সেগুলো আর করা যায়না।সব ব্যান্ডউইথ ডাউনলোডের কাজে ব্যয় হয়ে যায়।কিন্তু এক্ষেত্রে IDM এ রয়েছে আরো একটি মজার সুবিধা।Speed Limit -এর সাহায্যে ডাউনলোড স্পিড লিমিট করে দেয়া যাবে।ফলে ঐ লিমিট ক্রস করে এক্সট্রা ডেটা খরচ করতে পারবেনা এবং ডাউনলোড স্পিড কিছু কম হলেও সাথে অন্যান্য কাজগুলো করা যাবে।
  13. সাথে আরো অসংখ্য সেটিংস রয়েছে যার মাধ্যমে অনেক এক্সট্রা ফাংশনের সুবিধা উপভোগ করা সম্ভব হবে।

কিন্তু এতসব ফাংশনের ভিড়ে একটি খুব গুরুত্বপূর্ণ ফাংশন সবাই মিস করে যাবেন।
আসলে এটিই হলো এই App এর বিশেষত্ব।
শুধুমাত্র এই অপশনটি থাকায় আমি IDM ইউজ করি।
অপশনটি হলো Grabber.
Grabber শব্দটি দেখেই কাজ সম্পর্কে বুঝে ফেললে তো ভালোই।
না বুঝলে এই লিংক থেকে বিস্তারিত জেনে নিন।
সংক্ষেপে বলে রাখি,
এই Grabber হলো অনলাইন ডাকাত।
বিভিন্ন সাইটে গিয়ে মিডিয়া ফাইল ডাকাতি করাই এর প্রধান কাজ।
যেসব সাইট শুধু দেখতে দেয় কিন্তু কোনোকিছু ডাউনলোড করতে দেয়না সেসব সাইট থেকে সবকিছু লুট করে নেয়ার অস্ত্র এটি।
যদি লুটেরা হতে চান,তবে IDM ডাউনলোড করে এখুনি Install করে নিন।
আর উপরে/নিচে দেয়া লিংক থেকে বিস্তারিত জেনে নিতে ভুলবেন না যেনো।

কিছু স্ন্যাপশট দেখুন এবারঃ

দৃষ্টি আকর্ষণ:-


ট্রিকবিডিতে ইদানিং দুর্বৃত্তরা হানা দিচ্ছে।
অনেকদিন থেকেই দেখছি কিসব পোষ্ট করছে।
সকাল-বিকেল রেফারের উদ্দেশ্যে করা আর্নিং পোষ্ট তো আছেই।
বিশেষ করে ট্রেইনারদের পেমেন্ট দেয়ার সিস্টেমটি চালু করার পর থেকেই এই অবস্থা।
আর আর্নিং পোষ্ট এর কথা কি বলবো।
সবাইকে পেমেন্ট দেয়ার চেয়ে মাঝেমধ্যে কম্পিটিশনের আয়োজন করলে বোধহয় ভালো হতো।
ট্রিকবিডির পক্ষ থেকে বিভিন্ন পুরষ্কার দেয়া হতো।
অর্থ ও হতে পারে,আবার ট্রিকবিডির পক্ষ থেকে ডিজাইন করা টি-শার্ট/এরকম কিছু হলেও চলতো।
এতে মানহীন পোষ্টের সংখ্যা কিছুটা হলেও কমতো বলেই আমার মনে হয়।
বেশিরভাগ পুরাতন ট্রেইনারদেরকেই এখন আর দেখা যাচ্ছেনা।
পুরাতনদের ছাড়া আর কোনো গতি দেখছিনা আমি।
সবার প্রতি আহ্বান রইলো,আবার একটিভ হোন।
এভাবে আর চলতে দেয়া যায়না।

বিঃদ্রঃ


যাদের আমার শেষের লাইনগুলো ভালো লাগেনি তারা কমেন্ট না করলেই খুশি হবো।
আপনাদের উপর খুবই বিরক্ত আমি এবং আমরা।
আশা করি ভবিষ্যতে ভালো করবেন।

আর হ্যাঁ,

বরাবরের মত আবারও বলছি,
আমার লিখা কপি করার চিন্তাও করবেন না।
আশা করি মনে রাখবেন কথাটা।

আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।
“ধন্যবাদ”

[Review][Apps] 1 Second Note কিভাবে কাজ করে এবং কেন দৈনন্দিন জীবনে এটি অতি প্রয়োজনীয়?

$
0
0

আসসালামু আলাইকুম!

অনেকদিন পর আবারও হাজির হলাম আমি Riadrox. আপনারা অনেকেই আমাকে রিকুয়েস্ট করেছেন আমার ফিরে আাসার জন্য, আবার অনেকে ভেবেছেন আমি একবারে ট্রিকবিডি ছেড়ে চলে গিয়েছি আর হয়ত ফিরে আসব না। একটা কথা শুনে রাখুন সকল বন্ধুগণ, আমি কখনো ট্রিকবিডি ছাড়িনি, আর যতদিন বেঁচে আছি কখনো ছাড়বও না।
কিন্তু লাইফ অনেক বৈচিত্রময় আপনাকে কখন কোন মাইনকা চিপায় ফেলে দিবে বুঝতেই পারবেননা। বাস্তব উদাহরণ এই যে, ট্রিকবিডির এডমিনরাই এই চিপায় পড়ে Hardly ট্রিকবিডিকে সময় দিতে পারে। অনেক দিন পর পর ইন্টারেক্ট করে। – এতে তাদের কি দোষ বলুন!? ধরে নিন একয়দিন আমিও এক চিপায় পইড়াছিলাম। থাক! আর ফাও প্যাঁচাল না পারি!

এবার শুদ্ধ ভাষায় শুদ্ধ পোস্ট লিখা শুরু করি। ফোনের স্ক্রিন ড্যামেজ হওয়ায় বর্ণ বিপর্যয় খুঁজে পেলে মাফ করবেন।

1 Second Note কি?

## আপনি কি কখনো এমন Situation এ পড়েছিলেন, যে হুট করে কিছু আপনাকে নোট করে রাখতে হবে তাও আবার তাড়াতাড়ি করে। হাতে বেশি সময় নেই, কলম নিতে গেলে হাত থেকে খাতা পড়ে যায়, খাতা সামলাতে গেলে কলম পড়ে যায়।

## শেষমেষ হেরে গিয়ে ফোনে সেভ করার জন্য উকিঁ দেন মেসেজ টেক্ট এরিয়ায়, ফোনের নাম্বারপ্যাড কিংবা নোটস্ এপে। বেশিরভাগ ক্ষেত্রে সফল হলেও এভাবে নোট করাটা রিস্কি।

## এক্ষেত্রে আপনাকে যে এপটি সাহায্য করবে তা হলো 1 Second Note এন্ড্রয়েড এপ।

## এপটির আইকনে ক্লিক করা মাত্রই অনস্ক্রিনে একটা হাফ ট্রান্সপারেন্ট প্যাড ওপেন হবে এবং সাথে কিবোর্ড টিও। যেটি দ্রুত আপনার যেকোনো নোটস সেভ করতে, কপি করতে সাহায্য করবে।

কিন্তু একটা প্রশ্ন সবার মাথায় থেকেই যাচ্ছে আর তা হলো এখানে স্পেশাল জিনিসটা কি?!

## এখানে স্পেশাল জিনিসটা হলো, কোনো কিছু নোট করা শেষ হলে যদি ভুলবশত সেভ করতে ভুলেও যান। কিংবা হাত থেকে ফোন পড়ে গিয়ে বন্ধও হয়ে যায় তবুও আপনার নোট সুরক্ষিত থাকবে।

## এর অটো সেভ ফিচারটি এখানে কাজ করবে। যেটা সেভ করতে শুধু কয়েক মিলিসেকেন্ড সময় নেয়।

## আর আপনি যদি সেটিংস থেকে ক্লাউড একাউন্ট যোগ করে নেন + নোট করার সময় যদি ডাটা/ওয়াইফাই অন থাকে। তাহলে হাত থেকে ফোন চুরমার হয়ে গেলেও নতুন বা অন্য কোনো ফোনে এপসটি পুনরায় ইনস্টল করে সব নোটস ডাটা ফেরত পেতে পারেন।

বিঃদ্রঃ আমার দেওয়া রিভিও স্টাইল দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি এভাবেই রিভিও লিখি। তাছাড়াও এই এপ সম্বন্ধে লেখার কিছু নেই, শুধু ফিচারগুলো বলে দিলেই পারতাম। কিন্তু তবুও ফাকা ফাকা লাগবে দেখে একটু নতুনভাবে উপস্থাপন করে দিলাম।

Screenshot

Download

প্লেস্টোর লিংকঃ

আমার আপ দেওয়া লিংকঃ (ফর সাপোর্ট মি 😭)

############################################

ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য।

💔💘❤💤🔐🔫🚭⏰🌏🔞🍼⚽🏆⚾🎮🚗🚲🚂✈🎢🎼🔍🎈🎈🚽💉💰🏊🎨🍟🍭🎂👪😈💩👻👽

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ riadrox@gmail.com

Facebook:Riadrox

আপনার মোবাইল এর Notification বার এ আপনার ছবি যুক্ত করুন খুব সহজে।।। মাত্র ২mb এর একটি অ্যাপ দিয়ে।

$
0
0

আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন,
আজকে আপনাদের দেখাবো-
কিভাবে আপনার Notification বার এ আপনার ছবি লাগাবেন মাত্র ২ mb এর একটি অ্যাপ দিয়ে।

এখান থেকে ডাউনলোড করুন আপ্পটি।
অ্যাপ টি চালু করুন এবং নিচের স্কিন শট গুলো দেখুন।
১ম:::

রুটেট মোবাইল বা কিছু কিছু মোবাইল এ আরোও ২টি অতিরিক্ত পারমিশন চাইতে পারে সেগুলো পারমিশন দিয়ে দিবেন।



এবার একটু নিচে আসুন সেখান থেকে


এবার আপনার  গেলারী থেকে আপনার পছন্দের ছবিওটি বেছে নিন। এবং crop  এ ক্লিক করুন।

এবার একটু colors অপশন গুলো এরকম করে দিন।

প্রমান।।।।::::::::::

.

পোষ্টটি ভালো লাগলে ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন ,


ভিডিও তে আছে কিভাবে ফ্রিতে $ নেয়া যায়।।। নতুন একটি সাইট থেকে সাইটটি আজ লাঞ্চ করেছে।আশা করি সবাই দেখবেন।

ধন্যবাদ


GIF তৈরি করার দারুন একটি অ্যাপ GIFShop, সাথে প্রো ভার্সন

$
0
0

আসসালামু-আলাইকুম, সবাই কেমন আছেন,

 

নিচে একটু লক্ষ করুন তো।

কি দেখতে পাচ্ছেন, একটি ফটো চলমান রয়েছে। বিষয় টা কিন্তু খুব মজার। উপরোক্ত ফটো টি হলো GIF ফরমেটের। GIF এর পূর্ণ রুপ হলো Graphics Interchange Format, আর এটা ডেভলপ করা হয়েছে 1987 সালের 15 জুন তারিখে। এটা নিয়ে আপনারা উইকি মামার কাছে বিস্তারিত জানতে পারবেন। আর আজকে আমার পোস্ট এর বিষয় কিভাবে এনড্রয়েড দিয়ে এই gif ইমেজ তৈরি করবেন, তার জন্য একটি এপ রিভিউ।

এটা তৈরি করার জন্য আমি একটি জনপ্রিয় এপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো আর দেরি কেন, চলুন শুরু করি।
অ্যাপ টির নাম Gifshop প্লেস্টরে এর ফ্রি আর প্রিমিয়াম দুটোই আছে। সাইজ প্রায় ১২ এমবির মতো। এই পোস্ট এ আমি আপনাদের ফ্রি অ্যাপ ও প্রিমিয়াম অ্যাপ টির ফ্রি ডাউনলোড লিংক দিয়ে দেব।

এবার আাুন সুবিধা গুলো দেখে নেই।

এপটি এপেন করার সাথে সাথে আপনি নিচের মতো দেখতে পাবেন।

এবার আমি Video to gif থেকে একটি ভিডিও সিলেক্ট করলাম। এবং প্রয়োজন মতো কেটে নিলাম।

এবার নিচের টুল গুলো দিয়ে কিছু কাজ করলাম যেমন

  • Speed থেকে gif এর গতি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন।

    • ট্রিম থেকে আবার কাটা কাটির সুবিধা পাবেন।
    • ম্যানেজ অপসন টা থেকে কোন ইমেজ বাদ দিতে বা যোগ করতে পারবেন।

  • অ্যাডজাস্ট থে ছবি টার বিভিন্য কার্য সম্পাদন যেমন ব্রাইটনেস বড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া ইত্যাদি কাজ করতে পারবেন।

এছারাও আরো অপসন আছে, যেগুলো আপনি ডাউনলোড করেই দেখতে পারেন।

এবার ডাউনলোড করুন ফ্রি  ভার্সন এর ডাউনলোড লিঙ্ক এবং প্রিমিয়াম ভার্সনের ডাউনলোড লিঙ্ক।

বিভিন্ন প্রকারের কোড পেতে ফানকোড ভিজিট করুন এবং আমার ব্লগার সাইট এর ব্লগ গুলো দেখতে এখানে ভিজিট করুন।

এই পোস্ট এখানেই শেষ করছি। আসা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ।

ডাউনলোড করে নিন Picsay pro লেটেস্ট ভারশন। কিছু দিন আগেই আপডেড হয়েছে। সাইজ মাত্র 2 mb. তাই দেরী না করেই ডাউনলোড করে নিন।

$
0
0


আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
বরাবরের মতো আজও আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের একটি লেটেস্ট আপডেড ফটো ইডিটর অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিবো। সেই অ্যাপটার নাম হলো Picsay pro. আপনারা হয়ত সবাই এই অ্যাপটার সম্মন্ধে আগে থেকেই জানেন। আবার হয়ত আপনার মোবাইলে এই অ্যাপটি আছে। কিন্তু যেগুলো আছে সেগুলো ওল্ড ভারশন। যেহেতু আপনার কাছে Picsay pro অ্যাপের ওল্ড ভারশন আছে তাই আপনি এতে বেশি ফির্চার পাচ্ছেন না।
তাই আজ আমি আপনাদের picsay pro (এটা Paid অ্যাপ) লেটেস্ট ভারশনের ডাইরেক্ট ডাউনলোড লিংক দিবো। এই লেটেস্ট ভারশনে রয়েছে অাগের সব ভারশন থেকে অনেক সব ফির্চার। তাই দেরী না করেই ডাউনলোড করে নিন Picsay pro latest version 8.0.5.9

Game info:
name: Picsay pro
download: Click hare to download
size: 2 Mb
version: 8.0.5.9
app Package: com.shinycore.picsaypro
req: Android 2.3+
developer: Shinycore
price: Paid
rating: 8.9
last update: November 2018
first update: February 2011
category: Photography

★উপরের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
আমরা জানি এটা একটি পেইড এপ যেটা তৈরী করেছে Shinycore কোম্পানি। ২০১১ সাথে এপটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০১১ সালে app টি পাবলিশ করা হয়েছে ছিল ফ্রি ভারশনে। যখন এই এপটি পাবলিসিটি অনেক বড় হয়েছে তখন এপ নির্মাতারা এপ পেইড ভারশন করে দেয়। তখন থেকেই অ্যাপটি পেইড।
এ্যাপটির কি কি ফির্চার আছে আপনারা অনেকেই হয়ত জানেন। নতুন ভারশনে আরও অনেক ফির্চার এড হয়েছে। এপটির কি কি ফির্চার আছে তা বলে বোঝানো যাবে না তাই স্কিনশুটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম।

প্রথমে সফটওয়ারটি ওপেন করুন।


দেখুন আমি ব্লাঙ্ক পেইজ দিয়ে বাংলাদেশ ও আর্জেনটিনার পতকা তৈরী করেছি picsay pro দিয়ে।

আপনি চাইলে picsay pro দিয়ে ব্লাঙ্ক পেইজে সকল দেশের পতাকা তৈরী করতে পারবেন। এই ফির্চারটি শুধুমাত্র আপডেড ভারশনেই আছে।

অ্যাডজাস্টমেন্টে নতুন অনেকসব ফির্চার যোগ হয়েছে।

এখানেই অনেক ফির্চার যোগ হয়েছে।

দেখুন picsay pro তে অফিসিয়াল ভাবেই ২৫+ ফন্ট দেওয়া আছে। আপনি চাইলে play store থেকে Picsay pro font অ্যাপটি নামিয়ে More font এ ক্লিক করলে 250+ ফন্ট পাবেন।

Export এর ক্ষেত্রেও অনেক শেয়ার যোগ হয়েছে।
★এছাড়াও অনেক সব ফির্চার আছে এই লেটেস্ট ভারশনে। তাই দেরী না করেই ডাউনলোড করে নিন picsay pro paid এপ ফ্রিতে।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
যদি কোনো কারণে আমাকে আপনাদের দরকার হয় তাহলে ফেসবুক অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন।
★ফেসবুকে আমাকে নক করুন এখানে ক্লিক করে
★অথবা আমাকে মেইল করুন।
E-mail: akashahmed5556@gmail.com
ধন্যবাদ।

শিখে নিন কিভাবে Internet speed Metar ব্যাকগ্রাউন্ডে নিজের ফটো সেট করবেন।

$
0
0




সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে ইন্টারনেট স্পিড মিটার ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ফটো সেন্ড করবে।

N——————————————————————————-S

 

ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

কিভাবে Background Photo সেট করবেন।

 

প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ফটো সেট করতে চান। আপনার ফোন বা মেমোরি কার্ডের সেই ফোল্ডারে ঢুকুন। ফটো টা রিনেম করে আপনার নাম দিয়ে সেভ করে রাখুন। যেমন আমি দিলাম nssabur.

এপিকে এডিটর ওপেন করুন। আপনার যদি এপিকে এডিটর না থেকে উপরের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।

স্ক্রীনশটের দেখানো স্থানে ক্লিক করুন।

Intetnet Speed Metar সিলেক্ট করুন।

স্ক্রিনশটে দেখানো Full Edit অপশনে ক্লিক করুন।

নিচে Files অপশনে ক্লিক করুন।

res অপশনে ক্লিক করুন।

drawable অপশনে ক্লিক করুন

প্লাস অপশনে ক্লিক করে আপনার কাঙ্খিত ইমেজ ফোল্ডারের যান।

আপনি যে ফটোটি আপনার নাম লিখেছিলেন ওটা ক্লিক করুন। আমি nssabur লিখেছিলাম।

তারপর ব্যাক করুন।

layout অপশনে ঢুকুন।

main_activity.xml অপশনে ক্লিক করুন।

চার নং লাইনে ব্যাকগ্রাউন্ড লেখার উপরে ক্লিক করুন।

ব্যাকগ্রাউন্ড লেখাটা মুছে আপনার কাঙ্খিত ইমেজ নেম টি ওখানে লিখুন।

তারপর নিচের সেভ বাটনে ক্লিক করুন।

Build অপশনে ক্লিক করুন।

কিছুক্ষণ ওয়েট করুন। দেখবেন এই রকম একটি পেজ আসবে। তারপর Remove অপশনে ক্লিক করে অ্যাপ টি আনইনস্টল করে দিন।

তারপর মাঝখানে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ইন্সটল করুন।

অ্যাপসটা ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। দেখবেন ইন্টারনেট স্পিড মিটার এর ব্যাকগ্রাউন্ডে ফটো সেট হয়ে গেছে। ধন্যবাদ।

N——————————————————————————-S

 

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

[ GP ] সিমে সকল সাইট ব্রাউজ করুন একদম ফ্রি। ১ টা নয় ৬ টা Proxy সার্ভার দিয়ে।

ফেসবুক মেসেঞ্জারের Football/Basketball গেম হ্যাক করে ইচ্ছামত স্কোর করুন

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

Mini Militia All Hack + 16 new map

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।


HTML tutorial



যোগাযোগঃ


Facebook– http://facebook.com/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

NS Sabur
আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l কমেন্টে জানাবেন l

এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি ফটো ইডিটর এপ।এপটির নাম photo studio pro ।প্লে স্টোরে এর দাম ৭০০ টাকা।এখনি ফ্রিতে ডাউনলোড করে নিন।

$
0
0

——–
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভালই আছেন।
আমিও ভাল আছি।
আসলে ট্রিক বিডিতে যারা আসে তারা সবাই ভালই থাকে।
কারণ ট্রিক বিডি ত সর্বদা নতুন নতুন কোনো না কোনো উপহার দিয়েই যাচ্ছে।তাছাড়া সাপোর্ট টিম এবং কিছু কন্ট্রিবিউটর ভাইদের জন্য আমার ভুল গুলা শুদ্রানোর সুযোগ পাচ্ছি।আশা করি আপনারা সবসময় আমাকে এভাবেই সাহায্য করবেন।
যাই হোক…
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি ফটো ইডিটর এপ।আপনি এই সফটওয়্যারটি দিয়ে অফলাইনে ফটো ইডিট করতে পারবেন।
প্লে স্টোরে দাম ৭০০ টাকা।এখনি ফ্রিতে ডাউনলোড করে নিন।
এখন বলতে পারেন ভাই এই এপ কি আমাদের মোবাইলে সাপোর্ট দিবে?
তাও আবার ৭০০ টাকা দামের এপ।
হ্যা,ভাই ললিপপ থেকে শুরু করে উপরের সব ভার্সনেই সাপোর্ট করবে।
তবে ললিপপ ভার্সনের নিচের ভার্সন গুলার কথা শিউর হয়ে বলতে পারছি না।আমি এপটি অনেক দিন ধরেই ব্যবহার করছি।আপনারাই দেখেনিন এই এপে কি কি ফিচার আছে?
এপটি বলতে গেলে pics art এর বিকল্প।
আমার মোবাইলে pics art support করে না।
তাই আমি এই এপটি ব্যবহার করি।
app name:photo studio pro
app size:47 এমবি
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
নিচের স্ক্রিনশটে এপের দাম ও রেটিং টা দেখে নিন।

এপের কিছু স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি।
এপটি ওপেন করার পর কত গুলা অপশন আসবে।
কিন্তু আমি এখান থেকে একটা দিয়েও পিক ইডিট করব না।
উপরে দেখুন গ্যালারির মত দেখা যাচ্ছে।
আমি ঐখানে ক্লিক করে আমার নিজের পছন্দ মত একটা পিক সিলেক্ট করলাম।

এই দেখুন।

প্রত্যেকটা স্ক্রিনশটের মধ্যে নিচে তাকিয়ে দেখুন অনেক ফিচার আছে।




এখানে আপনি অনেক ফিচার পাবেন।
আবার কিছু কিছু ডাউনলোড করতেও পারেন।



আপনি চাইলে পিকের সাইজ বাড়াতেও পারেন,আবার কমাতেও পারেন।

দেখুন আমার ইডিট করা দুই একটা পিক।



——-
ট্রিক বিডিতে এটা আমার প্রথম এপ রিভিউ পোস্ট।
আগে শুধু গেম নিয়ে পোস্ট করেছিলাম।
আমি জানি না,আমার এই এপ রিভিউটা কেমন হয়েছে।
আর আমি ভাল করে ইডিট করতেও জানি না।
আপনি যদি একজন ভাল ইডিটর হোন।
তাহলে আমি বলব pics art ছাড়াও এটা বেস্ট।
আপনি আমার থেকে অনেক ভাল ইডিট করতে পারবেন।
—–
যদি পোস্টে কোনো কিছু ভূল হয়,তাহলে আমার ভূলটা শুদ্রিয়ে দিবেন প্লিজ।
ধন্যবাদ।
——
ফেইসবুকে আমি

Instagram 75.0.0.0.48 Instagram লেটেস্ট ভার্সন সুপার মোড

$
0
0

শুভ শীতের সকাল

সবাইকে শুভেচ্ছা এবং সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পোস্ট।

টাইটেল দেখে হয়তো মূল বক্তব্য বুঝে গিয়েছেন। তার পরেও আরেকটু বলি।

যেহেতু এটা মোড করা অ্যাপস। তাই রিস্ক নিজে নিয়ে চালাবেন। ডিভাইজের কোনো ক্ষতি হবে না কিন্তু তার পরেও সেফটি রাখা অবশ্যই প্রয়োজন।

তাহলে দেখুন কি কি আছেঃ

এর সর্ব প্রথম ভালো লাগার মত ফিচার আমার কাছে মনে হয়েছে যেকোনো ভিডিও বা ইমেজ কোনো ঝামেলা ছাড়াই আপনার স্টোরেজে সেভ করতে পারবেন।
এর পর ভিন্ন ভিন্ন কালার ইউজ করতে পারবেন। কালার কাস্টোমাইজেশন করতে পারবেন
(বিঃদ্রঃ কালা চেঞ্জ শুধু মাত্র “GBInstagram” এর জন্য)

সমস্যা হলো যেটা,
আমি “OGInstragm” কাউকে মেসেজ করতে পারিনি। মেসেজিং অপশনে গেলেই বলবে আপনার নেটওয়ার্ক নেই। অথচ আমার ওয়াইফাই সর্বসময় অন। বাই দ্য ওয়ে। আপনি “GBInstagram“এ এই সমস্যা পাবেন না।

তাহলে আপনি নির্বাচন করুণ কোনটা ইউজ করবেন আর কোনটা করবেন না।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে। সাথেই থাকুন।

ইন্সটাগ্রাম

ইন্সটাগ্রাম

এটা GBIstagram , ডাউনলোড করতে ক্লিক করুণ

এটা OGIstagram, ডাউনলোড করতে ক্লিক করুণ।

Viewing all 6485 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>