Quantcast
Channel: Apps review – Trickbd.com
Viewing all 6485 articles
Browse latest View live

নিয়ে নিন ⓢⓞⓑⓤⓡ PRO অ্যাপস। আর আপনার মোবাইলের স্কিন অফ করে Secret Video Recording & Audio Recording করুন। আর এই অ্যাপস এর ব্যাকগ্রাউন্ডে 14 টি পিকচার সেট করুন। আর বন্ধুদের চমকে দিন।

$
0
0




সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম Secret ভিডিও রেকর্ডিং অ্যাপস। এই অ্যাপস এর মাধ্যমে আপনার মোবাইলে স্ক্রিন অফ করে, ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং এবং ফটো তুলতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করছেন। আপনি সামনে ক্যামেরা ভিডিও অন করে এমএক্স প্লেয়ারে যদি মুভি ও দেখেন তবুও আপনার মুভি দেখার সাথে সাথে আপনার ভিডিও হবে এবং আপনি অ্যাপস এর ব্যাকগ্রাউন্ডে আপনার 14 টি পিকচার সেট করতে পারবেন এনিমেশন রূপে। একটার পর একটা ফটো চেঞ্জ অটোমেটিক হতে থাকবে।

N——————————————————————————-S

নিচে ⓢⓞⓑⓤⓡ PRO শর্ট কট রিভিউ দেখাচ্ছি।

নিয়ে নিন SMR PRO এর নতুন ⓢⓞⓑⓤⓡ PRO মোড ভার্সন। যেকোনো এন্ড্রয়েড ফোনের জন্য।

## ⓢⓞⓑⓤⓡ PRO থিম আমার তৈরি নয়। কিন্তু এতে যাবতীয় ফিচার ও বাগফিক্স। যেমনঃ Ads remove ও Color BugFixes আমি করি।

## নতুন SMR PRO এর মতো অতটা বাগযুক্ত নয়।

## Play service Required না তাই Gapps বিহীন ফোনেও চলবে।

## Ads গুলো ব্লক করা হয়েছে।

## নতুন ভার্সনের চেয়ে ফাস্ট ও স্মুথ।

ফিচারসমূহঃ ⓢⓞⓑⓤⓡ PRO Mod Apk


★★ Stylish Theme

★★ Changed Color, Icon and Name

★★ More Smooth

★★ Removed Google Play Dependencies

★★ Removed Ads

★★ Background Kartun Animation

Video/Audio/Pictures Recorder.

Start OR Stop Recording even when your phone is LOCKED.
No Preview. No sound. No Trace at all.
Press Power button OR Shake OR Wave to your Phone to Start OR Stop recording.
HD Videos, HD Pictures and best quality Audio recordings.

Media Recorder General Features:

• Shake your Phone to Start or Stop recording
• Press Power button to Start or Stop recording
• Wave at your Phone to Start or Stop recording
• One Touch Record Icon for recording start and stop
• Tap on Hidden notification to Stop recording
• Custom icon for launcher so the app is completely discreet
• Shutter mute mode
• Space left check
• Battery Level check
• Notification message control
• Disable Notification icon so there is no screen indication that video is recording
• Very few permissions needed so privacy is assured
• Talk on the phone while video recording continues in background
• Turn screen off and continue recording (on supported devices only). Saves battery and allows long recordings

Media Recorder Video Features: • Full HD video (1920×1080) recording • Supports front and back camera • UnLimited Recording • Flash light mode selection

Camera Pictures Features: • Supports front and back camera • High quality pictures • Flash light mode selection

Audio Features: • UnLimited Recording • High quality compression ratio with mp3

N——————————————————————————-S

 

 

ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

** এপসের কাজ নিচে দেখানো হল। **

 

উপরের ডাউনলোড বাটন থেকে অ্যাপস টি ডাউনলোড করুন। তারপর ইন্সটল করে অ্যাপস টি ওপেন করুন।

অ্যাপস টি ওপেন হলে সেটিং এ যাওয়ার জন্য বামদিকে আপনার আঙ্গুল স্লাইট করুন।

স্ক্রিনশটে দেখানো তিনটি টিক চিহ্ন তুলে দিন।

তারপরে এপসের হোম বাটনে আসুন। দেখতে পাবেন ভিডিও রেকর্ডিং, পিকচার এবং অডিও রেকর্ডিং নামে তিনটি অপশন আছে। আপনি যেটা করতে চান সেটা সিলেক্ট করে নিচের NS বাটনে ক্লিক করুন।

দেখবেন ভিডিও শুরু হয়ে গেছে। NS বাটনের কালারটি পরিবর্তন হয়ে গেছে এবং ওপরে দেখবেন NS নোটিফিকেশন এসেছে।

আপনার ভিডিওটি করা হয়ে গেলে আবার NS বাটনে ক্লিক করে ভিডিওটি অফ করে দিন।

এবার সামনে ক্যামেরার ভিডিও করার জন্য সেটিং অপশনে আবার যান।

Video Camera অপশনে ক্লিক করুন।

Front Camera সিলেক্ট করুন। এবার ভিডিও করলে আপনার সামনে ক্যামেরা ভিডিও হবে।

N——————————————————————————-S

 

কিভাবে 14 টা Background Photo সেট করবেন।

 

বন্ধুরা আপনাদের মোবাইল যদি এপিকে এডিটর থাকে তাহলে ভালো না থাকলে উপরের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। এপিকে এডিটর টি ওপেন করুন।

স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।

অ্যাপস এ ক্লিক করুন।

Simple Edit অপশনে ক্লিক করুন।

EMAGES অপশনে ক্লিক করুন।

দেখবেন চৌদ্দ টি ইমেজ আছে। তারপরে প্রতি ইমেজ এর পাশে পেন আইকনে ক্লিক করে আপনার ফোন বা মেমোরি কার্ড থেকে ছবি সিলেক্ট করুন।

14 টি ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচের সেভ বাটনে ক্লিক করুন।

কিছু সময় পরে দেখবেন এরকম পেজ এসেছে। তারপর রিমুভ বাটনে ক্লিক করুন এবং অ্যাপ টি আনইনস্টল করে দিন।

তারপর মাঝখানে ইনস্টল বাটনে ক্লিক করলে আসবে ইনস্টল করুন।

তারপরে অ্যাপস টি ওপেন করে দেখুন আপনার 14 টি পিকচার এক এক করে Change হচ্ছে।

N______________________________________________S



ক্রেডিটঃ

## Mod by: NS Sabur.


## SMR Pro Apk.
## Apps-- Apk editor pro, DroidEdit pro, AIDE Pro, Java Editor, Hex Edito Pro.

## XML Code.
## Java Code.

& others….!!



N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

[ GP ] সিমে সকল সাইট ব্রাউজ করুন একদম ফ্রি। ১ টা নয় ৬ টা Proxy সার্ভার দিয়ে।

ফেসবুক মেসেঞ্জারের Football/Basketball গেম হ্যাক করে ইচ্ছামত স্কোর করুন

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

Mini Militia All Hack + 16 new map

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।


HTML tutorial



যোগাযোগঃ


Facebook– http://facebook.com/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

NS Sabur
আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l কমেন্টে জানাবেন l

সবার সামনে GF এর সাথে Chat করুন কেউ বুঝবেনা কার সাথে Chat করছেন (জটিল এপ্স)

$
0
0

সুপ্রিয় ভিজিটর কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন ।

আজ আমি আপনাদের জন্য দারুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি ।

যে তথ্যটির সাহায্যে আপনি আপনার ফেসবুকের ম্যাসেন্জার whatsapp বা imo তে কারো সামনে ম্যাসেজ বা chat করলেও সেটা কেউ দেখতে পারবে না ।

অর্থাৎ আপনি যখন ম্যাসেন্জার ও whatsapp & imo তে কারও সাথে ম্যাসেজ বা chat করবেন তখন যদি আপনার বন্ধু বা অন্য কেউ আপনার পাশে বসেও থাকে তবুও সে আপনার ম্যাসেজ বা chat দেখতে পারবে না।

যাইহোক বেশি কথা বলে পোস্টি বড় করবো না । তাহলে চলুন শুরু করা যাক।

  • বি:দ্র: এই তথ্যটি যারা জানেন না,তথ্যটি শুধুমাত্র তাদের জন্য।

প্রথমে এই সিস্টেমটা চালু করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপের সাহায্য নিতে হবে । অ্যাপের সাইজ খুবই কম ।

  • Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন
  • অ্যাপটি ডাউনলোড করার পর আপনি app টি open করুন

তারপর আপনার ফোনের যেগুলো পারমিশন চাইবে সেগুলো allow করে দিন👇👇👇

  • তারপর আপনাকে আপনার একটা gmai সিলেক্ট করতে বলবে নিচের স্কিনশর্টের মত একটা মেইল সেট করবেন
  • √play tutorial এ ক্লিক করুন
  • √তারপর নিচের স্কিনশর্টের মত skip এ ক্লিক করুন
  • √তারপর আবার আপনার ফোনের যেগুলো পারমিশন চাইবে সেগুলো allow করে দিন
  • আপনার home page এ নিচের স্কিনশর্টের মত একটা icon logo আসবে
  • তারপর স্কিনশর্টে click here দেখানো জায়গায় ব্রাইটনেস বাড়িয়ে দিন

ব্যাস কাজ শেষ।এখন আপনি নিচের দেখানো স্কিনশর্টে আঙ্গুল দিয়ে আপনি যেটুকু জায়গা Hide করতে চান উপর/নিচে করে সেটুকু জায়গা hide করতে পারবেন

এছাড়াও আপনি hide wallpaper theme টি change করতে পারবেন।

তার জন্য প্রথমে আপনাকে নিচের স্কিনশর্টটি follow করতে হবে

  • তারপর আপনি নিচে দেখানো settings এ ক্লিক করুন

তারপর নিচে apply theme লেখা জায়গায় ক্লিক করুন। তাহলে আপনার theme change হয়ে যাবে।

  • তাছাড়াও যদি আপনি আপনি নিজের ছবি সেট করতে চান তাহলে নিচের দেখানো জায়গায় ক্লিক করে সেট করতে পারবেন।

ব্যাস সম্পূর্ন কাজ শেষ । এখন থেকে আপনি ফেসবুকের ম্যাসেন্জার whatsapp বা imo তে কারো সামনে ম্যাসেজ বা chat করলেও সেটা কেউ দেখতে পারবে না

এরপরও আপনারা যদি না বুঝতে পারেন,তাহলে  ভিডিওটিদেখুন 

Star Online Bangla Youtube Channel

আমাদের ইউটিউব চেনেল সাবস্ক্রাইব করবেন কারন চেনেলে কিছু অস্থির ভিডিও আছে সেগুলো মিস করবেন না।

জানিনা কেমন হলো অনেক কম সময় লেখালেখি করলাম আজ কারন লেখালেখি করে কোনো মূল্য পাইনা।

ভালো থাকুন সুস্থ থাকুন।

অাজ এই পর্যন্ত ৷অাশা করি অাপনাদের পোস্টটি ভাল লাগছে ৷

 

[Attitude Status 2019] নিয়ে নিন দারুণ সব Attitude স্ট্যাটাস, ইংলিশ, হিন্দি, বাংলায়।

$
0
0

নিশ্চয় আমরা সবাই অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কের সাথে জড়িত। কোথাও না কোথাও স্ট্যাটাস দিই। তা হতে পারে রোমান্টিক, লাভ, দুঃখজনক, আবার হ্যাপি। এগুলো হয়তো মেসেঞ্জারে কিংবা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে। যা হোক না কেন, সবসময় হয়তো Attitude স্ট্যাটাস দিতে পারেন না।

এজন্য এ পোষ্টে নিয়ে নিন ২০১৯ সালের জন্য দারুণ সব Attitude স্ট্যাটাস শুধমাত্র একটি অ্যাপ থেকে। অ্যাপটি বাংলা, হিন্দি, ইংলিশ স্ট্যাটাসের জন্য মোটামুটি ভালোই। সাইজও কম, ৬ এমবির নিচে।

অ্যাপটির ফিচারসমূহঃ

⇒ বাংলা স্ট্যাটাস

⇒ নতুন বছরের স্ট্যাটাস

⇒ ২০১৮ বাংলা স্ট্যাটাস

⇒ বাংলা ফানি স্ট্যাটাস

⇒ ফানি মেসেজ

⇒ ফানি স্ট্যাটাস

⇒ নতুন বাংলা স্ট্যাটাস

⇒ হিন্দি স্ট্যাটাস

⇒ রোমান্টিক হিন্দি লাভ স্ট্যাটাস

⇒ ২০১৯ লাভ স্ট্যাটাস

⇒ ১৫ সেকেন্ড স্ট্যাটাস

⇒ ৩০ সেকেন্ড স্ট্যাটাস

⇒ Attitude স্ট্যাটাস

⇒ হিন্দিতে attitude স্ট্যাটাস

⇒ লাভ স্ট্যাটাস

⇒ Sad স্ট্যাটাস

⇒ Attitude quotes

⇒ লাভ attitude স্ট্যাটাস

⇒ হিন্দিতে লাভ স্ট্যাটাস

⇒ সেরা attitude স্ট্যাটাস

⇒ ছেলেদের জন্য attitude স্ট্যাটাস

⇒ হিন্দি ভাষায় লাভ attitude স্ট্যাটাস

⇒ সেরা লাভ attitude স্ট্যাটাস

⇒ Cool & attitude স্ট্যাটাস

⇒ নতুন ইংলিশ স্ট্যাটাস

⇒ নতুন ইংলিশ লাভ স্ট্যাটাস

⇒ রোমান্টিক ইংলিশ স্ট্যাটাস

⇒ Sad বাংলা স্ট্যাটাস

তো চলুন এখনই অ্যাপটিতে যাওয়া যাক

এখানে ক্লিক করে Attitude Status 2019 অ্যাপটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পর Attitude Status 2019 অ্যাপটি ওপেন করুন।


ওপেন করার পর বাংলা, হিন্দি, ইংলিশ স্ট্যাটাসের অপশন দেখতে পাবেন।



দারুণ সব স্ট্যাটাস দেখতে পাবেন।


“Share” অপশন থাকায় এগুলো অ্যাপ থেকে কোথাও শেয়ার করতে পারবেন। সাথে সরাসরি “Whatsapp” ও “Messanger” অপশনে ক্লিক করে তা শেয়ার করতে পারবেন। “Copy” ক্লিক করে তা কপিও করে নিতে পারেন।




হিন্দি স্ট্যাটাসও পাবেন। (যদিও তেমন ব্যবহার করার প্রয়োজন নেই)



তাছাড়া ইংলিশ স্ট্যাটাসতো আছেই।



হুম, এভাবে এই অ্যাপ থেকে অনেকগুলো সুন্দর স্ট্যাটাস পাবেন। আর এগুলো সোশ্যাল নেটওয়ার্কে বা বন্ধুদের কাছে সেন্ড করতে পারেন বা স্ট্যাটাস দিতে পারেন।

একটি অ্যাপ একাউন্ট খুলে 8.37 BDT যা দিয়ে বাংলাদেশের যে কোন নাম্বারে কথা বলতে পারবেন।

$
0
0

আসসালামু আলাইকুম


.
.
.
ট্রিকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম।
.
.
.
আশা করি সবাই ভালো আছেন
.
.
.
আছকে আমি একটা অ্যাপ নিয়ে এসেছি যা দিয়ে বাংলাদেশে যে কোন নাম্বারে কথা বলতে পারবেন এবং একাউন্ট খুলে সাথে সাথে 8.37 BDT পাবেন।
এবং একজন কে রেফার করলে 2$ করে পাবেন।

তো শুরু করা যাক।

প্রথমে এখান থেকে অ্যাপ টা ডাউনলোড করেন।

সাইজঃ 31 MB…

তার পর অ্যাপ টা ঢুকেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর এসএমএস এর মাধ্যে একটা কোড যাবে তা দিয়ে এখানে ক্লিক করেন।

একাউন্ট খুলা হয়ে গেল। এবার এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।( সাথে সাথে 8.73 BDT পাবেন)

এই দেখেন BDT চলে এসেছে

এবার আসি call দিবেন কি ভাবে।

এখানে +8801******* যে নাম্বারে call দিবেন তার নাম্বার দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।(প্রতি মিনিট 2 BDT কাটবে)

তার পর দেখেন call চলে এসেছে।

আপনার বন্ধু বা যে কাও কে যদি আপানার রেফার লিঙ্ক দিয়ে join দিয়ে পারেন তা হলে 2$ করে করে পাবেন

এখানে ক্লিক করলে আপনার রেফার লিঙ্ক পাবেন।

আশা করি আমি এর পরে পোস্টে Hacking বিষয় নিয়ে আসবো।

সবাই তক্ষণ অপেক্ষা করেন।

সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

শিখে নিন কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।

$
0
0




সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে এফবি লাইট এর ব্যাকগ্রাউন্ডে মাকড়সার জালের মত এনিমেশন সেট করবেন। পোস্টটি আপনারা ভালভাবে পড়বেন এবং ভালোভাবে দেখবেন।

N——————————————————————————-S

 

↓Orginal Fb Lite ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)↓


HTML tutorial

 

↓Clone Fb Lite ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)↓


HTML tutorial

N——————————————————————————-S

 

ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

** Background Animation সেট করার জন্য কিছু কোড লাগবে কোড গুলো নিচে Zip ফাইল করে দেওয়া হল। আপনারা ফাইল টা ডাউনলোড করে নিবেন। ফাইল টি ডাউনলোড হয়ে গেলে মেমোরী কার্ডে গিয়ে Unzip করে নিবেন। ফাইল ছাড়া কিন্তু কোন কাজ হবে না। **

 

 

Zip File Code ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

** কিভাবে Background Animation সেট করবেন।**

 

বন্ধুরা লেটেস্ট ভার্সন এফবি লাইট কিন্তু কাজ হবে না। এফবি লাইট 100 ভার্শন এর উপরে হলে হবে না। আপনাদের যদি 100 ভার্সন নিচে এফবি লাইট থাকে তাহলে হবে। আর যদি না থাকে তাহলে উপরের Orginal fb lite ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবেন। আর যদি আপনাদের App cloner premium ভার্সন না থাকে তাহলে এফবি লাইট মোড ভার্সন টি ডাউনলোড করে নিন উপরের ডাউনলোড লিংক থেকে।
আপনাদের যদি App clone অ্যাপস থাকে তাহলে প্রথমে এফবি লাইট টি কোলন করে নিন।

Clone করা হয়ে গেলে এপিকে এডিটর টি ওপেন করে এ স্ক্রীনশট এ দেখানো অপশন এ ক্লিক করুন।

এফবি লাইট অ্যাপ কোলন দিয়ে যেটা কোলন করেছেন সেই টাতে ক্লিক করুন। অথবা আমার ওপরের কোলন ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ডাউনলোড করেছেন ওটাতে ক্লিক দিলে হবে।

Full Edit ক্লিক করুন।

স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।

Files ক্লিক করুন।

res ফোল্ডারে ঢুকুন।

নিচে প্লাস বাটনে ক্লিক করুন।

drawable-v24 লিখে ওকে বাটনে ক্লিক করুন।

ফোল্ডারটা বানানো হয়ে গেলে টিক চিহ্ন দিয়ে নিচে রিপ্লেস বাটনে ক্লিক করুন।

উপর থেকে যে জিপ ফাইলটি ডাউনলোড করেছিলেন আপনার ফোন বা মেমোরি কার্ড থেকে ফাইল এ ঢুকুন ওটা আনজিপ করে,drawable-v24 ফোল্ডারে ক্লিক করুন।

ফোল্ডারে ঢুকে নিচে ওকে বাটনে ক্লিক করুন।

তারপরে leyout অপশনে ক্লিক করুন।

স্ক্রিনশটে দেখানো ফাইল এ ক্লিক করুন।

তারপরে মিনিমাইজ করে ওপরে যে ফাইলটি ডাউনলোড করেছিলেন আপনার ফোন বা মেমোরি কার্ড ঢুকে সেই ফাইলে ঢুকুন। তারপর স্ক্রিনশটে দেখানো ফাইলটি ওপেন করুন।

ফাইলটি ওপেন হয়ে গেলে দেখবেন কিছু কোড আছে কোডগুলো সম্পূর্ণ সিলেক্ট করে কপি করুন।

তারপর মিনিমাইজ থেকে এপিকে এডিটর টি ওপেন করুন।যে কোড গুলো কপি করেছেন স্ক্রিনশটে দেখানো অপশনের ওখানে একটু ফাঁকা করে কোডগুলো পেস্ট করুন।

কোডগুলো পেস্ট করা হয়ে গেলে নিচের সেভ আইকন বাটনে ক্লিক করুন।

তারপর ব্যাক করে values অপশনে ক্লিক করুন।

attrs.xml ফাইলটি ওপেন করুন।

ফাইলটি ওপেন হয়ে গেলে এপিকে এডিটর টি মিনিমাইজ করে আপনার আবার যে ফাইলটি ডাউনলোড করেছিলেন ফোন মেমোরি কার্ডের সেই ফোল্ডারে ঢুকুন।দেখবেন attrs.xml নামে একটা ফাইল আছে ওটা ওপেন করুন।

ফাইল টা ওপেন হয়ে গেলে দেখবেন কিছু কোড আছে কোডগুলো কপি করুন।

এপিকে এডিটর টি মিনিমাইজ থেকে আবার ওপেন করুন। একদম শেষ লাইনে উপরে একটু ফাঁকা করে ওখানে কোডগুলো পেস্ট করুন।

কোন গুলো পেস্ট করা হয়ে গেলে নিচের সেভ আইকনে ক্লিক করুন।

তারপর ব্যাক করে ওপরে হোম আইকনে ক্লিক করুন।

স্ক্রিনশটে দেখানো ওপরে smali অপশনে ক্লিক করুন।

কিছুক্ষণ পরে দেখবেন smali নামে একটি ফোল্ডার এড হয়ছে সেই ফোল্ডার এ ঢুকুন।

নিচের প্লাস আইকনে ক্লিক করুন।

nsSabur লিখে নিচে ওকে বাটনে ক্লিক করুন। বন্ধুরা অন্য কিছু লিখলে কিন্তু কাজ হবে না যেহেতু আমি মোড করছি এজন্য আমার নামে ফাইলগুলো ক্রিয়েট করেছি।

ফোল্ডার বানানো হয়ে গেলে টিক চিহ্ন দিয়ে নিচের রিপ্লেস বাটনে ক্লিক করুন।

যে কোড গুলো ডাউনলোড করেছিলেন আপনার ফোনটা মেমোরি কার্ডের সেই ফোল্ডারে ঢুকে দেখুন smali নামে একটা ফোল্ডার আছে ওটাতে ক্লিক করুন।

nsSabur ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারটি ওপেন করুন।

ফোল্ডারটি ওপেন হয়ে গেলে নিচে ওকে বাটনে ক্লিক করুন।

তারপর yes বাটনে ক্লিক করুন।

উপরের Build বাটনে ক্লিক করুন।

একটু সময় লাগবে কিছুক্ষন ওয়েট করুন।

ওয়েট করার পর দেখবেন এরকম একটা পেজ আসবে। তারপরে নিচে REMOVE বাটনে ক্লিক করে সফটওয়ারটি আনইন্সটল করে দিন।

তারপর ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপস টি ইনস্টল করুন।

অ্যাপস ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। দেখবেন এফবি লাইট এর ব্যাকগ্রাউন্ডে মাকড়সার জালের মতন এনিমেশন হচ্ছে।

N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

[ GP ] সিমে সকল সাইট ব্রাউজ করুন একদম ফ্রি। ১ টা নয় ৬ টা Proxy সার্ভার দিয়ে।

ফেসবুক মেসেঞ্জারের Football/Basketball গেম হ্যাক করে ইচ্ছামত স্কোর করুন

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

Mini Militia All Hack + 16 new map

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।


HTML tutorial



যোগাযোগঃ


Facebook– https://facebook.com/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

NS Sabur
আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l কমেন্টে জানাবেন l

নিয়ে নিন সুন্দর একটি ঘড়ি App আর আপনার মোবাইলের Display কে করুন অনেক সুন্দর

$
0
0

আসসালামুআলাইকুম


ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোষ্ট।।তাই ভুলহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।
ট্রিকবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম।। আশাকরি সবাই ভালোই আছেন।আমিও ভালো আছি।আসলে ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে।।
তা যাইহোক কাজের কথায় আশা যাক।।
আমাদের মোবাইলে সাধারনত একটি ঘড়ি থাকে সময় দেখার জন্য।।।
আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দারুণ একটি টিউটোরিয়াল।।।এই টিউটোরিয়ালে আমি একটি সুন্দর ঘড়ি অ্যাপ নিয়ে এসেছি।যেটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের ডিসপ্লেকে আরও সুন্দর করে তুলতে পারবেন।।
এজন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে।
আপনাদের সুবিধার্থে Apkpure এবং
Google play স্টোর এর লিংক দিয়ে দিলাম।

Apk pure download link

Google Play Store Link
এখন Screenshort অনুযায়ী কাজ করুন

অ্যাপটি open করুন

set wallpaper এ click করুন

আবার set wallpaper এ click করুন

দেখুন wall paper হয়ে গেছে

আপনার যদি অন্য color পছন্দ হয় তাহলেwallpaper এর color change করতে বা Size ছোট করতে Setting এ Clickকরুন


color change করতে clock color এ click করুন

এখন পছন্দের color দিয়ে okকরুন

এবার ইচ্ছেমতো size ছোটবড় করুন।তারপর back করে আবার set করুন

দেখুন হয়ে গেছে

কেউ না বুঝলে Comment করুন।।
ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।
নিত্যনতুন ট্রিক পেতে Trickbd.com এর সাথেই থাকুন

একটি অ্যাপ থেকে শিখুন এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট খুব সহজে

$
0
0

একটি অ্যাপ থেকে শিখুন এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট খুব সহজে

এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, Android App Development Review, এনড্রয়েড এপ তৈরি করা শিখুন, Making Android App

আসসালামু-আলাইকুম, এনড্রয়েড একটি উন্নত মানের অপারেটিং সিস্টেম তাই এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখাও একটা বুদ্ধির কাজ ও বটে। আমরা অনেকেই এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর ভালো টিউটোরিয়াল খুজি কিন্তু কোন ভালো টিউটোরিয়াল পাই না, যেগুলো আসে সেগুলো প্রায় ভিডিও। তাই এক পোস্ট এ আমি একটি অ্যাপ এর রিভিউ দিব। যেটা দিয়ে আপনারা একদম বেসিক থেকে শিখতে পাবেন । তো আর দেরি কেন আসুন দেখে নেই রিভিউ টি।

এপের তথ্য গুলো

এপের নাম হলো: Android App Development.
এটার সাইজ প্রায় ৭ এমবি
এপটার প্যাকেজ নাম: com.hussainlabs.androiddevelopmentcourse
প্লেস্টোর থেকে ডাউনলোড করুন: Download

অ্যাপ এর কিছু সুবিধা
অ্যাপ ওপেন করলে আপনি নিচের মতো দেখতে পাবেন।

এই অ্যাপ এ আছে এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে অসংখ উদাহরন।

উদাহরন গুলোতে এপ তৈরির জন্য xml এবং java দুই রকমের কোডই পাবেন।

উদাহরনের সাথে ডেম কেমন হবে সেটাও দেখতে পারবেন Demo তে ক্লিক করে।

এছারা আরো কিছু টিপস পাবেন এই অ্যাপ টিতে।

আমার কিছু কথা
যারা ওয়েব ডিজাইন এ আছেন তাদের কে আমি বলব আপনারা আবার এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে যাইয়েন না। আগে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ভালো ভাবে শিখুন।
অ্যাপ টি আমার ভালো লেগেছে তাই রিভিউ দিলাম, যার এনড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে আগ্রহি তাদের অনেক উপকারে আসবে।

আশাকরি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন করবেন। মজার মজার জাভাস্ক্রিপ্ট কোড পেতে আমার নতুন ওয়েবসাইট ফানকোড ভিজিট করুন।
এই পোস্ট এখানেই শেষ করছি, আল্লহ হাফেজ ।

ডাউনলোড করে নিন mx player এর mod version (সাথে অসাধারন স্টাইলিশ মডিফাই)

$
0
0

আজকে শেয়ার করলাম mx player pro এর mod version.
এ রকম স্টাইলিশ mod version আমার জানামতে নেটে কেউ শেয়ার করে নি।

mx player mod features

① Based on MX Player Pro v1.9.24
② Patched/AC3/DTS
③ Replace active icons with colored
④ ones, except for the main settings menu (the color is displayed depending on the theme)
⑤ Languages ​​RU, UK, EN
⑥ Renamed to MX Video
⑦ Icon replacement
⑧ Optimization
⑨ Disable ad

Screenshots



এপটি ভালো লাগলে গুগল ড্রাইভ এর এই লিল্ক থেকে mx player pro ডাউনলোড করে নিন।

এই এপটি mod আমি নিজেই করেছি।
তাই অনুমতি ছাড়া কেউ কপি করবেন না।কপি করলে অবশ্যই PiprarDoctor.com এর ক্রেডিট দিবেন।

তো আশাকরি সবাই বুঝেছেন কিভাবে কি করতে হয়। তার পরও যদি কোন সমস্যা থাকে তাহলে আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন।

  • ফেসবুকে আমি
  • সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।
    কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।


ডেন্ট এপ এর নতুন আপডেট রেফার ছাড়া পয়েন্ট নিন,ছোট ছোট কাজ করে।

$
0
0


বন্ধুরা আজকে দেখাবো আমরা কিভাবে ডেন্ট অ্যাপ এ কোন প্রকার রেফার ছাড়া, পয়েন্ট অর্জন করব ছোট ছোট কাজ করে। অ্যাপটি আপডেট আসছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, জানতে স্ক্রিনশট গুলো দেখুন এবং সেই নিয়মে কাজ করতে পারেন। খুব সহজেই এমবি এবং রিচার্জ নেওয়া যায়। ডেন্ট একাউন্ট করার নিয়ম সবাই জানি,
একাউন্ট না থাকলে নিচের লিংক থেকে করতে পারেন ফ্রি ডেন্ট পয়েন্ট পাবেন ( যদি নতুন ইউজার হন)।
Create Account or Update !App

যদি আপনি না জেনে থাকেন কিভাবে অ্যাকাউন্ট করবেন তাহলে টিউনটির শেষে একটি ভিডিও দেখতে পাবেন।
👇l👇
আর একাউন্ট থাকলে তো আপনি বস ✔✔ তবে আপডেট করে নিন।

দেখুন এখানে নতুন অপশন চালু করেছে
Check Offers সেখানে চাপুন
দেখুন অনেক গুলো অফার /সার্ভে আছে আপনার যেটি সহজ মনে হয় সেটি কমপ্লিট করলে নিদিষ্ট পয়েন পাবেন। যেমন এপস ইনিস্টাল দেওয়া গেইম খেলা ইত্যাদি।

আমি সহজ একটি নিলাম যার পয়েন্ট ৪৯৮






এখন কমপ্লিট হলে পয়েন্ট দিল

জারা নতুন একাউন্ট খুলতে না যানলে নিচের ভিডিওটি দেখতে পারেন

বিদ্রঃ- ডেন্ট আপডেট হয়েছে ৭ এ ডিসেম্বর। তাই এর নতুন নিয়মে পয়েন্ট আর্নং করার আপডেট যানালাম আশাকরি সবার ভালো লেগেছে।

শিখে নিন কিভাবে Internet speed Metar ব্যাকগ্রাউন্ডে নিজের ফটো সেট করবেন।

$
0
0




সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে ইন্টারনেট স্পিড মিটার ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ফটো সেন্ড করবে।

N——————————————————————————-S

 

ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)


HTML tutorial

N——————————————————————————-S

 

কিভাবে Background Photo সেট করবেন।

 

প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ফটো সেট করতে চান। আপনার ফোন বা মেমোরি কার্ডের সেই ফোল্ডারে ঢুকুন। ফটো টা রিনেম করে আপনার নাম দিয়ে সেভ করে রাখুন। যেমন আমি দিলাম nssabur.

এপিকে এডিটর ওপেন করুন। আপনার যদি এপিকে এডিটর না থেকে উপরের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।

স্ক্রীনশটের দেখানো স্থানে ক্লিক করুন।

Intetnet Speed Metar সিলেক্ট করুন।

স্ক্রিনশটে দেখানো Full Edit অপশনে ক্লিক করুন।

নিচে Files অপশনে ক্লিক করুন।

res অপশনে ক্লিক করুন।

drawable অপশনে ক্লিক করুন

প্লাস অপশনে ক্লিক করে আপনার কাঙ্খিত ইমেজ ফোল্ডারের যান।

আপনি যে ফটোটি আপনার নাম লিখেছিলেন ওটা ক্লিক করুন। আমি nssabur লিখেছিলাম।

তারপর ব্যাক করুন।

layout অপশনে ঢুকুন।

main_activity.xml অপশনে ক্লিক করুন।

চার নং লাইনে ব্যাকগ্রাউন্ড লেখার উপরে ক্লিক করুন।

ব্যাকগ্রাউন্ড লেখাটা মুছে আপনার কাঙ্খিত ইমেজ নেম টি ওখানে লিখুন।

তারপর নিচের সেভ বাটনে ক্লিক করুন।

Build অপশনে ক্লিক করুন।

কিছুক্ষণ ওয়েট করুন। দেখবেন এই রকম একটি পেজ আসবে। তারপর Remove অপশনে ক্লিক করে অ্যাপ টি আনইনস্টল করে দিন।

তারপর মাঝখানে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ইন্সটল করুন।

অ্যাপসটা ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। দেখবেন ইন্টারনেট স্পিড মিটার এর ব্যাকগ্রাউন্ডে ফটো সেট হয়ে গেছে। ধন্যবাদ।

N——————————————————————————-S

 

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

[ GP ] সিমে সকল সাইট ব্রাউজ করুন একদম ফ্রি। ১ টা নয় ৬ টা Proxy সার্ভার দিয়ে।

ফেসবুক মেসেঞ্জারের Football/Basketball গেম হ্যাক করে ইচ্ছামত স্কোর করুন

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

Mini Militia All Hack + 16 new map

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।


HTML tutorial



যোগাযোগঃ


Facebook– http://facebook.com/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

NS Sabur
আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l কমেন্টে জানাবেন l

আর নয় SHAREit এবার SHAREit থেকে দ্রুত যে কোনো ফাইল শেয়ার করুন, SHAREit থেকে কম MB ও Ram কম

$
0
0

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন।
কিছুদিন ধরে আমি ট্রিকবিডিতে পোস্ট করতে পারছি না,

.
ভূল হলে ক্ষমা করবেন
অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না।
চলে শুরু করি
বর্তমানে SHAREit যে পরিমানে আপটেড হচ্ছে এতে ফোনের
RAM বেশি জায়গা লাগছে,
তার এখন থেকে আর SHAREit নয় Xender ব্যবহার করুন
প্রথেম প্লেস্টোর থেকে ইনস্টাল দিন

এখান থেকে দিন
তারপর ওপেন করুন

Start বাটনে ক্লিক করুন
তারপর
কারো কাছ থেকে কোনো কিছু নিতে Receive বাটনে ক্লিক করুন

তারপর কাউকে কিছু দিতে হলে মার্ক করে Sent করুন

অাবার ফাইলের মধ্যে গিয়ে মার্ক করেও Sent করতে পারেন


অাসা করি বুঝতে পারছেন।


আজ এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো
থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর
সাথেই থাকুন

বাংলা ভাষার জন্য সবার সেরা একটি Dictionary অ্যাপ, এর থেকে ভালো আর পাবেন না

$
0
0

আসসালামু-আলাইকুম,

আমাদের প্রত্যাহিক জীবনে অভিধান(Dictionary) একটি অতি ব্যবহার যোগ্য যিনিস। বর্তমানে স্মার্ট এই যুগে কেউ আর বইতে খুটিয়ে খুটিয়ে অভিধান দেখেনা, সবাই নিজেদের মোবাইলের অ্যাপ দিয়ে অভিধান দেখে। আর এই পোস্ট এ আমি এমন একটি অভিধান অ্যাপ‌ নিয়ে হাজির হয়েছি যেটা দিয়ে অর্থ খুজার পাশাপাশি আরো অনেক কিছু করতে পারবেন। মোট কথায় একে এন্ড্রয়েডের “Supper Dictionary” বলা যেতে পারে। কারন এই অভিধান এ‌ আপনি যেসব সুবিধা পাবেন তা আর অন্য কোন অভিধান অ্যাপে পাবেন না।

অ্যাপ এর তথ্য গুলো।

নাম: Bangla Dictionary
আকার: ২৮ এমবি প্রায় (ইন্স্টলের পরে ১৫০ এমবি এর মতো হবে)
প্যাকেজ: com.mobtop.android.bangla
ডাউনলোড লিংক: প্লেস্টোর থেকে ইন্সটল করুন

অ্যাপের এর রিভিউ

এপটি প্রথম‌ অবস্থায় ওপেন করতে আপনার অনেক ধৈর্জ থাকতে হবে। কারন এপটি যখন আপনি প্রথম‌বার ওপেন করবেন তখন এপ এর ডাটাবেজ আপনার মেমরিতে লোড হবে। তাই ২ থেকে ৪ মিনিট সময় লাগতে পারে। ( আর হ্যা ইনস্টল করার আগে আপনাকে মেমরি ফাকা করতে হবে প্রায় ৩০০ এমবির মতো, কারন এপ এর ডাটাই ১৫০ এমবির মতো) এখন নিচে এপের বৈশিষ্ট গুলো দেখুন।

১. এতে আপনি ইংরাজি ও বাংলা দুটি ভাষারই‌ অর্থ বেড় করতে পারবেন এখেত্রে ইংরাজি লিখলে বাং‌লা ও বাংলা লিখলে ইংরাজি অর্থ পাবেন। ( আলাদা এপের মতো ভাষা মোড পাল্টাতে হবে না)

২. এতে আছে বেসিক থেকে এডভান্স লেভেলের ইংরাজি গ্রামার। এতে সুবিথা হলো আপনাকে আলাদা ভাবে অন্য কোন গ্রামার এপ ইনস্টল করতে হচ্ছে না।

৩. গ্রামার শিখার সাথে সাথে আপনি সেগুলো চর্চা করার জন্য কুইজে অংশ নিতে পারবেন।

৪. এপটির ৩ ডট মেনু থেকে Categorized Word লেখাতে ক্লিক করে আপনি ক্যাটেগরি অনুযায়ি খুব সহজে ভোকাবুলারি শিখতে পারবেন।

৫. ইংরাজি ওয়ার্ড দিয়ে তৈরি বিভিন্য গেম খেলে আপনি আপনার ইংরাজি দক্ষতাকে বাড়াতে পারেন।

৬. এছারাও এতে আপনি আরো ১০০০ ইংরাজি প্রবাদ পাবেন।

৮. এপ এর বাইরে থাকলে লেখা কপি করে অর্থ বেড় করার সুবিধা তো থাকছেই।

৮. অন্য কোন অ্যাপের মতো এই এপ এত বড় হওয়া সত্বেও নোবাইল কে কোন প্রকারের হ্যাং করে না। এবং‌ আলাদা এপ গুলোর মতো চালু হতে তেমন দেরিও করে না।

সো বুঝতেই পারছেন কত সুবিধা। আমি প্রথম‌ বার যখন এপটি ওপেন করেছি‌ তখন তো মনে হলো যে এই এপ চালু হতেই তো মনে হয় ১০ মিনিট সময় নিবে 😁। কিন্তু আমার ধারনা একেবারেই ভুল ছিল, এটাতো আমার ৫১২ র্যামের মোবাইলে স্মুথলি চলতেছে। আর আমি অ্যাপ টি ব্যাবহার করার পরে তো অবাক হয়ে গিয়েছিলাম একটি অ্যাপে এত গুলো ফিচার দেখে। তো আপনার অ্যাপটি ব্যাবহার করে দেখুন অবশ্যই ভালো লাগবে। আর আমার রিভিউ ভালো লাগলে একটা কমেন্ট ও লাইক দিতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ ।

[Awesome] নিয়ে নিন অসাধারন একটি Diary App। এখানে যা লিখবেন তা pdf বানিয়ে মেমরীতে Save করে রাখতে পারবেন

$
0
0

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।
এখন আপনাদের সাথে এমন একটি Diary App যেখানে আপনি Password দিয়ে রাখতে পারবেন।এখানে অনেকগুলো Stylist Font আছে,Screenshot add করে রাখতে পারবে,Paint করতে পারবে,এমনকি যা লিখবেন পৃষ্ঠা অনুযায়ী এক কথায় একটি বই এর মত বানিয়ে লিখে সম্পূর্নটা Pdf তৈরী করে মেমরীতে Save করে রাখতে পারবেন।এক কথায় এটা একটি অসাধারন app।
তো প্রথমে লিংক থেকে Apps টি ইনষ্টল দিয়ে নিন।
Play Store
App টি Open করে Accept করে দিয়ে প্রবেশ করুন।
দেখুন এখানে Password & Settings আছে।আপনি Password গিয়ে Password set করে নিতে পারবেন।


এখন Settings এ গিয়ে দেখুন Theme,Bacup&Restore এবং Font আছে।
আমি এখান থেকে আমি আপনাকে Font গুলো দেখাচ্ছি


এখন আমি দেখাই কিভাবে আপনি লিখাকে Pdf বানাবেন,তো দেখে নেই Screenshot গুলো দেখে নেই।
আপনি যা লিখবেন লিখে Screenshot দেখে কাজ করুন

এখন দেখুন আপনি কি একটি পেজ pdf বানাতে চান নাকি সম্পূর্ন Diyari টাই Pdf বানাতে চান।আমি আপনাকে একটি পেজ Pdf বানিয়ে দেখাচ্ছি।দেখে নিন Screenshot

যা নাম দিতে চান দেন.এবং Continue করুন

দেখুন তৈরী হয়ে গেল ফাইলটি

দেখুন আমার মেমরীতে Save হওয়া Pdf টি।

আজ এপর্যন্তই………
সবাই ভালো থাকুন………!!!

GearBest থেকে একদম ফ্রিতে অ্যাকাউন্ট করার সাথে সাথেই প্রডাক্ট অর্ডার করুন |বা শপিং করুন।

$
0
0
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?
ইমরান চেষ্টা করে সর্বদা ভাল কিছু দেয়ার জন্য সেই ধারা ধরে আজকেও ভালো কিছু নিয়েই হাজির হয়েছে আপনাদের জন্য।
কিন্তু সেটা কি জানতে চাইলে আর কয়েক মিনিট ধরে পোস্টটি পড়তে থাকুন পুরো পোস্টে সাথে আছি আমি ইমরান চলুন শুরু করি।
বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে দেখাবো কিভাবে একদম ফ্রিতে শপিং করবেন তাও আবার বাইরের দেশের অ্যাপ্লিকেশন থেকে।
আর যেটা বিশ্বের এক নম্বর ই-কমার্স সাইট গুলোর মধ্যে একটা গেস্ট করুন তো কার কথা বলছি? কথা বলছি বিশ্বের এক নম্বর ই-কমার্স সাইট গিয়ার বেস্ট কে নিয়ে।
গিয়ার বেস্ট তাদের নতুন একটি অফার দিছে যেখানে নতুন রেজিস্ট্রার করলেই কিছু না কিছু বোনাস মানে ৮ ডলার আপ এর মাঝে কিছু না কিছু পাবেন নি আপনি যেমন ২ ডলার ৩ ডলার ৪ ডলার এরকম একদম ফ্রিতে পেয়ে যাবেন।
যেগুলো দিয়ে আপনি চাইলে যেকোন কিছু অর্ডার করতে পারেন তবে এজন্য আপনাকে আমার দেয়া লিংক থেকে ডাউনলোড করতে হবে।
অন্যথায় ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে কোনো ফ্রি গিফট পাবেন না আর আপনি চাইলে একাউন্ট করেই অনেক ভালো প্রোডাক্ট আছে সেগুলা অর্ডার করতে পারেন।
তো অ্যাপটিকে প্রথমে ডাউনলোড করার জন্য
এখানে ক্লিক করুন।
এবার যা যা করবেন দেখিয়ে দিচ্ছি।


Help in app এ ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে ওখান থেকে অ্যাপটিকে করে নেবেন ডাউনলোড।






আশাকরি রেজিস্ট্রেশন সফলভাবে করে ফেলছেন এখন দেখাবো আপনি যতোটুকু বোনাস পেয়েছেন ওইটা দিয়ে কিভাবে শপিং করবেন।



তারপর আপনার এড্রেস ভালোমতো দিয়ে অর্ডার করে দিন কিছুদিনের মধ্যেই আপনার দেওয়া অ্যাড্রেসে প্রডাক্ট টি পৌঁছে যাবে যদিও এটি একটি বাইরের দেশের অ্যাপ প্রডাক্ট হাতে পেতে কয়েক দিন লেট করতে হতে পারে।
আপনি যা একাউন্ট করার সাথে সাথেই বোনাস পাবেন ওইটা দিয়েই চাইলে কিছু না কিছু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন।
এবং আপনি আপনার বন্ধুদের কাছে এই অ্যাপটি শেয়ার করে ও প্রতি রেফারে 5 সেন্ট করে পেতে পারেন।
তো কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন।
আজকের পোস্ট এ পর্যন্তই ছিল আগামী পোস্টে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ।

নতুন একাউন্ট খুলে ৫০ টাকা বোনাস! 😱 আর রিচার্জে ১২% ক্যাশব্যাক তো আছেই, আরো অনেক কিছু! জলদি করুন।

$
0
0

যাক অফার টি সময় বাড়ানো হয়েছে। 😱 কেম্পেইন ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। চলুন শুরু করি ipay তে account খুলে এবং অন্যকে খুলে দিয়ে আয়,নিজে খুললেই ৫০ টাকা অন্যকে খুলে দিলে আরও ৫০ টাকা,যতখুশি ততবার। 😱 যারা ipay সম্পর্কে জানেন না শুধু তাদের জন্য,, ১/ ipay তে সেন্টমানি করা একদম ফ্রি কোন চার্জ লাগে না। ২/ipay তে ক্যাশ আউট করা একদম ফ্রি কোন চার্জ লাগে না। ৩/পেমেন্ট করলে ক্যাশবেক পাবেন প্রতিটি পেমেন্টে।। ক্যাশ আউট চার্জ বিকাশ & রকেটে ১৮.৫০ টাকা করে চার্জ লাগে। এবার আপনি চিন্তা করুন ipay খারাপ নাকি ভালো। **আইপে হল বাংলাদেশের প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনি পরিচিত আইপে সদস্যদের সাথে আর্থিক লেনদেন করতে পারবেন, পণ্য/সেবা ক্রয় করতে পারবেন, ইউটিলিটি বিল পরিশোধ (প্রস্তাবিত) এবং অন্যান্য় অনলাইন পেমেন্টগুলো করতে পারবেন। এছাড়াও আপনি আপনার মোবাইল নাম্বারে টপ-আপ করতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে নিচের লেখা ধাপ গুলো অনুসরণ করুন(টাকা পাবেন গ্যারেন্টেট এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক পরিচালিত হয়)। Pay Bangladesh অ্যাপসটি ডাউনলোড করে Promo কোডের জায়গায় 8VRYD0 লিখে অ্যাকাউন্ট খুললেই 50 টাকা বোনাস অতপর প্রতি রেফারে পাবেন ৫০ টাকা!!! আপনাকে যা যা করতে হবেঃ-
✅ধাপ-১. প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন; Size (13MB) Play Store এর যান অতপর install করুন
✅ধাপ-২. অ্যাপটি ইনস্টল হয়ে গেলে open করে sign up লিখায় ক্লিক করুন।
✅ধাপ-৩. তারপরের পেজে personal account লিখায় ক্লিক করুন।
✅ধাপ-৪. তারপরের পেজে
i. Full Name এর জায়গায় NID কার্ডে/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টে নাম দেয়া আছে সেই নামটা হুবহু দিবেন,
ii. Mobile Number এর জায়গায় একটা মোবাইল নাম্বার দিবেন(পারলে যে NID ব্যবহার করবেন ওই NID দিয়ে রেজিস্ট্রেশনকৃত কোন নাম্বার বা যে নাম্বার দিয়ে FB অ্যাকাউন্ট খুলা আছে আপনার নামে সেটা দিবেন এতে তারাতারি ভেরিফাই হবে কারন ওরা অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় এ সকল তথ্য যাচাই করে),
iii. Password এর জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন যেমনঃ- Saifir4455
iv. Confirm Password এর জায়গায় মাত্র দেয়া পাসওয়ার্ডটা হুবহু আবার দিবেন,
v. Date of Birth এর জায়গায় NID Card এ যে জন্ম তারিখ আছে সেটা দেবেন,
vi. Promo / Invitation code এর জায়গায় 8VRYD0লিখুন (আপনি অবশ্যই 8VRYD0 কোডটি হুবহু যেভাবে আছে সেভাবে দিবেন কেননা Promo/Invitation কোড ব্যাতিত আপনি কোন টাকা পাবেন না অথবা শুধুমাত্র ১০ টাকা পাবেন এবং, Promo Code হচ্ছেঃ 8VRYD0)বাংলায় →এইট,ভি,আর,ওয়াই,ডি,জিরো এখন continue লিখায় ক্লিক করুন। (এবার যদি পিন কোড চাই তাইলে আপনার দেওয়া মোবাইল নাম্বারে আসা 6 ডিজিটের authentication code টি দিন) ✅ধাপ-৫. পরের পেজে Select Photo তে ক্লিক করুন যার NID দিবেন তার একটি ছবি তুলে সাবমিট করবেন। একটি স্পষ্ট ছবি দেওয়ার চেস্টা করবেন এতে তারাতারি ভেরিফাই হবে,(ছবি থেকে ছবি তুলে দিলে হবে না।) এখন confirm photo তে ক্লিক করুন।
✅ধাপ-৬. অতঃপর আসা পেজে National ID লেখায় ক্লিক করুন।
✅ধাপ-৭. এখন আসা পেজে আবার
i. National ID লেখায় ক্লিক করে NID কার্ডের নাম্বারটা দিন,
ii . upload first/front page এর পাশে choose file এ ক্লিক করে আগের ছবি দেয়া মত Gallery থেকে NID card এর সামনের ছবি select করুন,
iii. এখন আবার নিচে আসা upload second/back page এর পাশে choose file এ ক্লিক করে NID card এর পিছনের ছবি select করুন।
iv. এখন upload document এ ক্লিক করুন।
✅ধাপ-৮. অতপর আসা পেজে ADD BASIC INFO তে ক্লিক করুন।
✅ধাপ-৯. এখন আসা পেজে আপনার ঠিকানা(NID কার্ডের পিছনে যে ঠিকানা লিখা আছে),পেশা লিখে DONE এ ক্লিক করুন।
✅ধাপ-১০. পরের পেজে ব্যাংক না তাকলে skip লিখায় ক্লিক করুন। আর যদি আপনার upay Account তাকে তাহলে united commercial bank. upay walet নাম্বার এড করে দিবেন ৩ দিনের মধ্যে টুকেন এমাউন্ট আসবে যা আপনার ফোনে sms আসবে সেই টাকা বসালে ব্যাংক ভ্যারিফাইড হবে । হয়ে গেল আপনার iPay account। এখন অপেক্ষা করুন আপনার account টি verify হওয়া সাথে সাথে পেয়ে যাবেন 50 টাকা বোনাস। 😱 (verify হতে কয়েক দিন সময় লাগতে পারে) মজার ব্যাপার হল আপনার account টি খুলার সাথে সাথে আপনি একটি রেফার কোড পাবেন।যে কোড দ্বারা অন্য কেউ অর্থাৎ আপনার কোন বন্ধু-বান্ধব রেজিস্টেশন করলে ওর আইডিটি verified হওয়া পর ও নিজেও ৫০ টাকা পাবে এবং আপনিও আরও ৫০ টাকা পাবেন এভাবে যত ইচ্ছা ততবার নিতে পারবেন। 😱 (দ্রুত verify হতে আপনি অ্যাপের ভিতরে ঢুকে Email,পিতা-মাতার নাম,অন্যান্য তথ্য Add করতে পারেন আর অবশ্যই সকল তথ্য সঠিক দিবেন এবং যে Email টি দিবেন সেটি অবশ্যই যার NID তার নামের সাথে মিলিয়ে দিবেন) বিশ্বাস না হলে ipay এর কল সেন্টার 16542 কল করুন। কোন সমস্যা হলে Live chat কাস্টমার সার্ভিসে জানাতে পারেন তারা সব বলে দিবে।
ধন্যবাদ! 💜

পেমেন্ট এক দুদিনে মধ্যে পাবেন। ✋

ধন্যবাদ। ♥♥♥

Subscribe My Channel


সবার সামনে GF এর সাথে Chat করুন কেউ বুঝবেনা কার সাথে Chat করছেন (জটিল এপ্স)

$
0
0

সুপ্রিয় ভিজিটর কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন ।

আজ আমি আপনাদের জন্য দারুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি ।

যে তথ্যটির সাহায্যে আপনি আপনার ফেসবুকের ম্যাসেন্জার whatsapp বা imo তে কারো সামনে ম্যাসেজ বা chat করলেও সেটা কেউ দেখতে পারবে না ।

অর্থাৎ আপনি যখন ম্যাসেন্জার ও whatsapp & imo তে কারও সাথে ম্যাসেজ বা chat করবেন তখন যদি আপনার বন্ধু বা অন্য কেউ আপনার পাশে বসেও থাকে তবুও সে আপনার ম্যাসেজ বা chat দেখতে পারবে না।

যাইহোক বেশি কথা বলে পোস্টি বড় করবো না । তাহলে চলুন শুরু করা যাক।

  • বি:দ্র: এই তথ্যটি যারা জানেন না,তথ্যটি শুধুমাত্র তাদের জন্য।

প্রথমে এই সিস্টেমটা চালু করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপের সাহায্য নিতে হবে । অ্যাপের সাইজ খুবই কম ।

  • Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন
  • অ্যাপটি ডাউনলোড করার পর আপনি app টি open করুন

তারপর আপনার ফোনের যেগুলো পারমিশন চাইবে সেগুলো allow করে দিন👇👇👇

  • তারপর আপনাকে আপনার একটা gmai সিলেক্ট করতে বলবে নিচের স্কিনশর্টের মত একটা মেইল সেট করবেন
  • √play tutorial এ ক্লিক করুন
  • √তারপর নিচের স্কিনশর্টের মত skip এ ক্লিক করুন
  • √তারপর আবার আপনার ফোনের যেগুলো পারমিশন চাইবে সেগুলো allow করে দিন
  • আপনার home page এ নিচের স্কিনশর্টের মত একটা icon logo আসবে
  • তারপর স্কিনশর্টে click here দেখানো জায়গায় ব্রাইটনেস বাড়িয়ে দিন

ব্যাস কাজ শেষ।এখন আপনি নিচের দেখানো স্কিনশর্টে আঙ্গুল দিয়ে আপনি যেটুকু জায়গা Hide করতে চান উপর/নিচে করে সেটুকু জায়গা hide করতে পারবেন

এছাড়াও আপনি hide wallpaper theme টি change করতে পারবেন।

তার জন্য প্রথমে আপনাকে নিচের স্কিনশর্টটি follow করতে হবে

  • তারপর আপনি নিচে দেখানো settings এ ক্লিক করুন

তারপর নিচে apply theme লেখা জায়গায় ক্লিক করুন। তাহলে আপনার theme change হয়ে যাবে।

  • তাছাড়াও যদি আপনি আপনি নিজের ছবি সেট করতে চান তাহলে নিচের দেখানো জায়গায় ক্লিক করে সেট করতে পারবেন।

ব্যাস সম্পূর্ন কাজ শেষ । এখন থেকে আপনি ফেসবুকের ম্যাসেন্জার whatsapp বা imo তে কারো সামনে ম্যাসেজ বা chat করলেও সেটা কেউ দেখতে পারবে না

এরপরও আপনারা যদি না বুঝতে পারেন,তাহলে  ভিডিওটিদেখুন 

Star Online Bangla Youtube Channel

আমাদের ইউটিউব চেনেল সাবস্ক্রাইব করবেন কারন চেনেলে কিছু অস্থির ভিডিও আছে সেগুলো মিস করবেন না।

জানিনা কেমন হলো অনেক কম সময় লেখালেখি করলাম আজ কারন লেখালেখি করে কোনো মূল্য পাইনা।

ভালো থাকুন সুস্থ থাকুন।

অাজ এই পর্যন্ত ৷অাশা করি অাপনাদের পোস্টটি ভাল লাগছে ৷

 

এইধরনের লেখাগুলো দেখে আশ্চর্যান্বিত হয়ে যান? এবার আপনি অন্যকে আশ্চর্যান্বিত বানান। (আরবি এডিটিং এপস)

$
0
0

সসালামু আলাইকুম।

সবাই ভালো আছেন!?!?!

জকে আপনাদের জন্য দারুণ একটা এপস নিয়ে আসলাম।

আগে থেকেই বলব না কেমন। দেখলেই বুঝতে পারবেন।

প্রথমেই একটা ছবি দেখাই কি বলেন?

দেখলেন? খুব সুন্দর তাই না?

আপনিও এরকম কিছু বানাতে চান? হ্যা! আপনিও পারবেন।

আপনাকে জানানোর জন্যই তো পোস্ট।
এবার দেখুন!

Apps Details:
Name: Ana Muhtarif Al Khat
Size: 17MB
Version: 1.5.1
Permissions: Just File Storage

আর হ্যা! এই এপসটা কিন্তু পুরোই আরবি।

তাই বলে কি আপনারা এপসটাকে বাদ দেবেন? না! দেবেন না। আমিও দিই নাই। তাই তো আপনাদের জানাতে পারছি।

আর আরবি কি-বোর্ড তো লাগবেই! 

  • এখন প্রশ্ন আরবি কি-বোর্ড কই পামু?
  •  

    এর দুইটা ওয়ে আছে।

    ১. আপনার ফোনে থাকতে পারে। বেশিরভাগই থাকে।

    যদি থাকে তাহলে >Setting >Language & Input > স্ক্রিনশুট দেখুন। Android Keyboard এ ক্লিক করুন। তারপর Language এ।

    আরবি টা অন করে দিন। তারপর কোন নোটপ্যাড ওপেন করে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন। কেল্লা ফতে! আপনি আরবি কি-বোর্ড পেয়ে গেলেন! 😱😱😱

    ২. আপনি কোন এপস ডাউনলোড করে নিতে পারেন।

    যেমনঃ প্লে-ষ্টোর এ Arabic keyboard লিখে সার্চ দিতে পারেন। আমি দুঃখিত কোন এপস এর নাম বলতে না পারার জন্য। যেহেতু আমি বিল্ট-ইন টাই ইউজ করি। (হয়তো অতি শীগগির এই ব্যাপারে পোস্ট করবো।

    তাইলে এবার কাজের কথায় আসা যাক!

    এপসটা ওপেন করার পর এইরকম আসবে। ভয় পাওয়ার কিছু নেই! আমি তো আগেই বলেছি। আমি এপসটাকে ছাড়িনি। আমিই সব বুঝিয়ে দিব।  

    তারপর  

    লিখার পর এখানে ক্লিক করবেন।

     বিভিন্ন ধরণের ফন্ট সিলেক্ট করতে পারবেন।

    কয়েকটা স্টাইল দেখুন। এই স্টাইল টা কিউট তাই না? 

    আমি এইটা ব্যবহার করবো।

    ব্যাকগ্রাউন্ড পাল্টাবেন?

    একটি সমস্যার সমাধানঃ-

    ব্যাকগ্রাউন্ড তো অর্ধেক এখন কি হবে?

    এখন ছবিতে দেখানো জায়গায় ক্লিক করেন। প্রবলেম সলভ!

    জেনে রাখা ভালো! 😜😜😜😜😜

    দুই টাইপে সেভ করতে পারবেন। (ফেসবুকেও শেয়ার কর‍তে পারবেন)

    হা হা হা…. আপনাদের অনেক সময় নষ্ট করলাম, তাই না?

    দুঃখিত।

    সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল।

    আপনার ছবি দিয়ে আপনার ফোন Lock করেন। কেও খুলতে পারবে না।

    $
    0
    0

    আছকে আমি একটা অ্যাপ নিয়ে এসেছি যা হচ্ছে আপনার ছবি দিয়ে আপনার ফোন Lock করে রাখেন কেও খুলতে পারবে না। এমন কি আপনি যে কারো কাছে Lock টা খুলেও যে বুঝতে পারবে না।

    তো শুরু করা যাক।

    প্রথমে এখান থেকে অ্যাপ
    ডাউনলোড করেন।

    সাইজঃ 5 MB

    তার পর অ্যাপ টা ওপেন করেন।

    তার পর এই দিকে টানেন।

    তার পর এখানে ক্লিক করেন।

    তার পর এখানে ক্লিক করে

    তার পর আপনার ছবি সিলেক্ট করেন।

    ছবি সিলেক্ট করা হলে ছবি টার যে কোন স্থানে টাস করেন আর খেল রাখবেন যে কোথায় কোথায় টাস করছে।

    তার পর ওকে তে ক্লিক করেন।

    তার পর এখানে ক্লিক করেন।

    তার পর যে কোন ৪ টা পিন দেন। (যা আপনি ছবি তে টাস করে lock না খুলতে পারলে এই পিন দিয়ে খুলতে পারবেন।)

    তার পর এখানে ক্লিক করেন।

    তার পর কাজ শেষ

    আপনার ফোন টা lock লাগবে তখন কোথায় কোথায় টাস করছিলে তা তে টাস করে Lock খুলেন।

    কোন কিছু না বুঝলে comment করবেন।

    ধন্যবাদ।

    দারুন ৫টি ছোট সাইজের এপস কেউ মিস করবেন নাহ (এডস ফ্রি।

    $
    0
    0


    এখনকার সবাই আমরা সবাই দেখি মোবাইলে র্যাম কত পরিমান দখল করছে অ্যাপ এ। এবং দেখা যায় প্রায় অ্যাপই অনেক বড় বড় হওয়ায়, জন্য যাদের মোবাইল ফোনে র্যাম কম তারা বেশ অসুবিধায় পড়েন। আর খুঁজতে থাকেন ছোট ছোট অ্যাপ, যার মধ্য ভালো ফিচার পাওয়া যায়। এ রকমই পাঁচটি অ্যাপ আপনাদের সামনে আজকে তুলে ধরব, আশা করি ভালো লাগবে দেখে নিন এক নজরে যেগুলোর সাইজ থাকবে
    ১৬ কেবি থেকে ১.৫০ এমবি এর মধ্যে।

    আর এগুলো হবে এডস ফ্রি। ফলে ব্যাবহারে কোন প্রকার বেঘাত ঘটবে না তথা সমস্যা হবে না।
    এগুলো সবই প্লেস্টোর এ পাবেন।
    ১। OneHandOperationSupport (no root)
    Size:-1.48mb
    Link:-
    Download👈
    এর কাজ যাদের মোবাইল এ বড় ডিসপ্লে বা এই ফিচারটি থাকে না তাদের জন্য। তথা আমদের অনেকেরই মোবাইল ডিসপ্লে বড় ৫” এর আসেপাশে হওয়ার, একহাতে করে ব্যাবহার করতে অসুবিধা হলে এই এপটি খুবই দরকারি।

    ___

    ___

    ___

    ___

    এছাড়াও আপনার মোবাইল এ এই ফিচারটি আছে কিনা দেখতে Settings ➡ Display ➡ One Hand Mod
    অথবা সেটিং এ গিয়ে র্সাচ দিন One Hand Mod।

    ২। Screen Filter
    Size:-16.37 kb
    Link:-
    Download 👈
    এটির কাজ কম বেশি সবাই যানেন, তা হচ্ছে মোবাইল এর ডিসপ্লে আলো কমিয়ে রাখা তবে বেশির ভাগ মানুষ ভিন্ন এপস ব্যবহার করে থাকেন,যেগুলো সাইজ বেশি /এডস যুক্ত থাকে।তাই আমার মতে এটি সবথেকে ছোট এবং ভালো এপস। যা ব্যাবহর করে মোবাইলের আলো কম রাখা যাতে র্চাজ বেশি যায় ও চোখের ক্ষতি কমায় ( কারও কারও কাছে ভিন্ন এপস ভালো হতেও পারে)।

    ৩। Dual Browser Pro
    Size:- 152.22 kb
    Link:-
    Download👈
    যাদের মোবাইল এ মাল্টিস্কিন সাপোর্ট করে না, তার একসাথে ২টা ব্রাউজার চালানো বা সোশ্যাল সাইটে থাকা সম্ভব হয় না। তার বিকল্প হিসেবে এই এপসটি দারুন কাজে দিবে।সাথে কোন প্রকার এডস না থাকাই + সাইজ কম হওয়াতে ব্রাওজার হিসেবেও ব্যাবহার করা যাবে।এত ছোট এর মধ্যে👇
    আর এর কিছু মন মাতানো ফিচারস আপনাকে মুগ্ধ করবেই। দেখুন👇

    ____

    ৪।Quick Contacts
    Size:- 146.41 kb
    Link:-
    Download👈

    অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেআপনার গুরুত্বপূর্ণ মোবাইলে সেভ করা, নাম্বার গুলি শর্টকাট আকারে রাখতে পারবেন। যা প্রয়োজন সময় দুটোই বাঁচবে। তথা আপনার মোবাইলে যদি অনেক গুলো নাম্বার থাকে, আপনার গুরুত্বপূর্ণ নাম্বার গুলি এতে রাখতে পারেন।

    ____

    ৫। Rootless Pixel Launcher
    Size:- 1.45mb
    Link:- Download👈

    এটা নাম দেখে হয়তো বুঝতে পেরেছেন এটি একটি লাঞ্চার, তবে সবচেয়ে ছোট খাটো এবং এডস ফ্রি। আর গুগোল পি বা ওরিও টলএর মতো লুক দিবে আপনার ফোনকে। শুধুমাত্র মেনুতে এবং হোম স্কিনে। ভালোই লেগেছে আমার কাছে আমি নিজের ব্যবহার করি, আশা করি আপনাদের ভালো লাগবে।
    ।।।।
    ধন্যবাদ আজকের এই পাঁচটি অ্যাপ এর ভিতর আপনার কোনটি ভাল লেগেছে কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরো অ্যাপ চাইলে কমেন্ট করতে পারেন।
    খুজে দেওয়ার চেষ্টা করব।❤❤❤❤

    আপনার ফোনের যে কোন অ্যাপ Lock করে রাখেন আপনি ছাড়া কেও ঢুকতে পারবে না।

    $
    0
    0

    আছকে আমি একটা অ্যাপ নিয়ে এসেছি যা দিয়ে আপনার ফোনের যে কোন অ্যাপ lock করে রাখতে পারবেন। এবং আপনি ছাড়া কেও সেই অ্যাপ ঢুকতে পারবে না।

    তো শুরু করা যাক।

    প্রথমে এখান থেকে অ্যাপ টা
    ডাউনলোড করেন।

    তার পর অ্যাপ টা ঢুকেন।

    তার পর ঢুকে ৪ টা 7 দিয়ে দেন।

    তার পর এখানে ক্লিক করেন।

    তার পর এখানে ক্লিক করেন।

    তার পর আপনার ইচ্ছা মত যে কোন পিন দিয়ে ওকে তে ক্লিক করেন।

    তার পর GMail দিলেও হবে না দিলেও হবে।

    তার পর যে অ্যাপ টা Lock করে রাকবেন সে অ্যাপ টার এখানে ক্লিক করেন।

    তার পর ওকে তে ক্লিক করেন।

    তার পর কাজ শেষ।

    যে অ্যাপ টা Lock করছেন তা গিয়ে ঢুকেন। তার পর force close টা ধরে ডান দিকে টান দেন।

    তার পর যে পিন দিয়েছেন তা দিয়ে ওকে তে ক্লিক করেন।

    তার পর দেখেন অ্যাপ টা ওপেন হয়েছে।

    কোন কিছু না বুঝলে comment করবেন।

    ধন্যবাদ।

    Viewing all 6485 articles
    Browse latest View live


    <script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>